বার্ষিক পরীক্ষার প্রস্তুতি
এককথায় উত্তর
১। ‘বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে ‘কবি কী দেখতে গিয়েছিল?
উত্তর : পর্বতমালা ও সিন্ধু।
২। কবির ধানের শিষের ওপর কী দেখা হয় নাই?
উত্তর : শিশিরবিন্দু।
বার্ষিক পরীক্ষার প্রস্তুতি
এককথায় উত্তর
১। ‘বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে ‘কবি কী দেখতে গিয়েছিল?
উত্তর : পর্বতমালা ও সিন্ধু।
২। কবির ধানের শিষের ওপর কী দেখা হয় নাই?
উত্তর : শিশিরবিন্দু।
৩। অবস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ দাও।
উত্তর : দর্শন ও ধর্ম।
৪।
উত্তর : ঈদুল ফিতর।
৫। ‘ফিতর’ অর্থ কী?
উত্তর : বিদীর্ণ করা।
৬।
উত্তর : বৌদ্ধরা।
৭। রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর।—এগুলো
কীসের উপাদান?
উত্তর : ছবি আঁকার।
৮।
উত্তর : ১টি।
৯। সাতটি শুদ্ধ স্বর কী কী?
উত্তর : স, র গ, ম, প, ধ, ন।
১০। ১৮৫৭ সালে কোন বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহ।
১১। ‘সরকারি চারুকলা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠায় কোন শিল্পী
অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন।
১২। ‘স্বাধীনতা আমার স্বপ্ন, ঐক্য আমার শক্তি, মুক্তি
আমার লক্ষ্য’ কথাটি কার?
উত্তর : আবুল মনসুর।
১৩। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘হিলাল-ই-ইমতিয়াজ’ নামক খেতাবটি কোন সরকার কর্তৃক প্রদত্ত?
উত্তর : পাকিস্তান সরকার।
১৪। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’
গানটির রচয়িতা কে?
উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী।
১৫। ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : জহির রায়হান।
সম্পর্কিত খবর
অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
জ্ঞানমূলক প্রশ্ন
১। রাসায়নিক বিক্রিয়া কী?
উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।
২। সংযোজন বিক্রিয়া কী?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।
৩। তুঁতের সংকেত কী?
উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।
৪। পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?
উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।
৫। প্রশমন বিক্রিয়া কী?
উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
৬। তুঁতে কী?
উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।
৭। দহন বিক্রিয়া কী?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।
৮। বিযোজন কী?
উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।
৯।
উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।
অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা
সংক্ষিপ্ত প্রশ্ন
১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?
উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।
২। যৌতুক কী?
উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।
৩। তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?
উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।
৪।
উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।
৫। মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?
উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
৬।
উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।
৭। কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?
উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।
৮। নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?
উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
৯। স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?
উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।
১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?
উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।
১১। ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?
উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।
১২। রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?
উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।
১৩। নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?
উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’
একাদশ অধ্যায় : জীবের প্রজনন
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০। নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?
ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে ঘ. ভ্রূণে
২১। চিত্রে Y অংশটি যা সৃষ্টি করে তা হলো—
i. শস্যকলা ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii I iii
উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২২। নিচের P অংশটি নিষেকের পর পরিণত হয়—
ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে ঘ. ভ্রুণে
২৩।
i. M ও N মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে
ii. M ও P-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে
iii. P ও N মিলিত হলে চারাগাছ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২৪। নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়—
i. জাইগোট ii. ভ্রূণ iii. শস্যকলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক।