<p>দশম অধ্যায়</p> <p><strong>গণতান্ত্রিক মনোভাব</strong></p> <p> </p> <p>সংক্ষিপ্ত প্রশ্ন</p> <p>১।         গণতন্ত্র অর্থ কী?</p> <p>          উত্তর : জনগণের শাসন।</p> <p>২।        গণতন্ত্র কাকে বলে?</p> <p>            উত্তর : রাষ্ট্র পরিচালনার মূলনীতি।</p> <p>৩।        আধুনিক গণতন্ত্রের জনক কে?</p> <p>            উত্তর : জন লক।</p> <p>৪।        গণতন্ত্রের মূল উদ্দেশ্য কী?</p> <p>          উত্তর : জনগণের কল্যাণ সাধন।</p> <p>৫।        রাজনীতি কী?</p> <p>            উত্তর : রাষ্ট্রশাসন বিষয়ে দলীয় নীতি।</p> <p>৬।        সরকার কাকে বলে?</p> <p>            উত্তর : রাষ্ট্রশাসনের দায়িত্বে থাকা গোষ্ঠী।</p> <p>৭।        পরমতসহিষ্ণুতা কী?</p> <p>            উত্তর : অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে।</p> <p>৮।        গণতান্ত্রিক আচরণের ফলে গণতন্ত্র কিরূপ হবে?</p> <p>            উত্তর : শক্তিশালী হবে।</p> <p>৯।        গণতান্ত্রিক মনোভাব কী?</p> <p>            উত্তর : অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ।</p> <p>১০।      এশিয়ার কোন দেশটি গণতান্ত্রিক?</p> <p>            উত্তর : বাংলাদেশ।</p> <p>১১।       শ্রেণিনেতা নির্বাচন করা প্রয়োজন কেন?</p> <p>            উত্তর : শ্রেণির সম্মিলিত কাজ শৃঙ্খলার সাথে করা।</p> <p>১২।      বাড়িতে গণতন্ত্রচর্চার একটি ক্ষেত্র লেখো?</p> <p>            উত্তর : কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে সবাই মিলে<br /> সিদ্ধান্ত নেওয়া।</p> <p>১৩।      বিদ্যালয়ে গণতন্ত্রচর্চার একটি ক্ষেত্র লেখো?</p> <p>            উত্তর : অধিকাংশের মতামতের ভিত্তিতে শ্রেণিনেতা<br /> নির্বাচন করা।</p> <p>১৪।      রাজনৈতিকভাবে বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?</p> <p>            উত্তর : গণতান্ত্রিক।</p> <p>১৫।      পরমতসহিষ্ণুতা প্রয়োজন কেন?</p> <p>          উত্তর : গণতন্ত্রচর্চা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ।</p> <p>১৬।      গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ?</p> <p>            উত্তর : ব্যক্তিগত ও সামাজিক গুণ।</p> <p>১৭।      অন্যের মতামতকে সম্মান করা কী ধরনের মনোভাব?</p> <p>            উত্তর : গণতান্ত্রিক মনোভাব।</p> <p>১৮।      কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায়?</p> <p>            উত্তর : সর্বস্তরের সহকর্মীর সাথে আলোচনার মাধ্যমে।</p> <p>১৯।      গণতান্ত্রিক আচরণের মাধ্যমে কী গড়ে ওঠে?</p> <p>            উত্তর : পারস্পরিক সম্পর্ক।</p> <p>২০।      পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন?</p> <p>            উত্তর : সবার মতামতকে সম্মান করা।</p> <p> </p> <p>একাদশ অধ্যায়</p> <p>বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী</p> <p>১।         নৃগোষ্ঠী কী?</p> <p>            উত্তর : মানবজাতি বা জনগোষ্ঠী।</p> <p>২।        বাংলাদেশে মোট কতটি নৃগোষ্ঠী বসবাস করে?</p> <p>          উত্তর : ৫০টি</p> <p>৩।        বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ<br /> ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে?</p> <p>            উত্তর : ১ শতাংশ।</p> <p>৪।        মাতৃতান্ত্রিক বলতে কী ঝুঝ?</p> <p>            উত্তর : যে পরিবারে নারীরা প্রধান এবং সম্পত্তির অধিকারী হয়।</p> <p>৬।        পিতৃতান্ত্রিক বলতে কী বুঝ?</p> <p>          উত্তর : যে পরিবারে পুরুষরা প্রধান এবং সম্পত্তির<br /> অধিকারী হয়।</p> <p>৬।        মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা আছে এমন দুটি ক্ষুদ্র<br /> নৃগোষ্ঠীর নাম লেখো?</p> <p>          উত্তর : গারো ও খাসিয়া।</p> <p>৭।        কোন গোষ্ঠী তিব্বত থেকে এসেছে?</p> <p>            উত্তর : গারো।</p> <p>৮।        গারোদের সূর্যদেবতার নাম কী?</p> <p>            উত্তর : সালজং।</p> <p>৯।        গারোদের আদি ধর্মের নাম কী? </p> <p>            উত্তর : সাংসারেক।</p> <p>১০।      খাসিয়াদের প্রধান দেবতা কী?</p> <p>            উত্তর : উব্লাউ নাংথউ।</p> <p>১১।       ওঁরাও জনগোষ্ঠীর প্রধান দেবতার নাম কী?</p> <p>            উত্তর : ধার্মেস।</p> <p>১২।      গারোদের মতো খাসিয়াদের সমাজব্যবস্থা কেমন?</p> <p>            উত্তর : মাতৃতান্ত্রিক।</p> <p>১৩।      ত্রিপুরা জনগোষ্ঠীর বড় অংশ বসবাস করে ভারতের<br /> কোন রাজ্যে?</p> <p>            উত্তর : ত্রিপুরা।</p> <p>১৪।      কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে?</p> <p>            উত্তর : খাসিয়া।</p> <p>১৫।      খাসিয়াদের নিজস্ব ভাষার নাম কী?</p> <p>            উত্তর : মনখেমে।</p> <p>১৬।      ওঁরাওদের ভাষার নাম কী?</p> <p>            উত্তর : কুড়ুখ ও সাদ্রি।</p> <p>১৭।      গারোদের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম লেখো?</p> <p>            উত্তর : বাঁশের কোড়ল।</p> <p>১৮।      খাসিয়া জনগোষ্ঠীরা প্রচুর কী চাষ করে?</p> <p>            উত্তর : পান ও মধু।</p> <p>১৯।      ত্রিপুরাদের ভাষার নাম কী?</p> <p>            উত্তর : ককবরক।</p> <p> </p> <p> </p> <p> </p>