ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?
উত্তর : ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।
১০। দিনেমাররা কোন কম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে?
উত্তর : দিনেমাররা ডেনিস ইস্ট ইন্ডিয়া কম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে।
১১। মেগাস্থিনিস কে ছিলেন?
উত্তর : মেগাস্থিনিস ছিলেন একজন ঐতিহাসিক।
১২। প্রাচীনকালে বাংলার কোন রপ্তানি দ্রব্য জগদ্বিখ্যাত ছিল?
উত্তর : প্রাচীনকালে বাংলার মসলিন জগদ্বিখ্যাত ছিল।
১৩। কোন ইউরোপীয় জাতি সর্বশেষ ভারতে আগমন করে?
উত্তর : ফরাসি জাতি সর্বশেষ ভারতে আগমন করে।
১৪। কত খ্রিস্টাব্দে ফরাসিরা চন্দননগর কিনে নেয়?
উত্তর : ১৬৭৪ খ্রিস্টাব্দে ফরাসিরা চন্দননগর কিনে নেয়।
১৫। ইস্ট ইন্ডিয়া কম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কম্পানি গঠিত হয় ১৬০০ সালে।
১৬। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে?
উত্তর : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কম্পানি ১৭৬৫ সালের ১২ আগস্ট বাংলার দেওয়ানি লাভ করে।
১৭। কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?
উত্তর : ১৭০০ সালে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হয়।
১৮। কোন মুঘল সম্রাটের কাছ থেকে ইংরেজরা ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে?
উত্তর : মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ইংরেজরা
ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে।
১৯। কত খ্রিস্টাব্দে ইংরেজ গণিকা রাজকীয় অনুমতি নিয়ে ভারত আগমন করেন?
উত্তর : ১৬১৩ খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা রাজকীয় অনুমতি নিয়ে ভারত আগমন করেন।
২০। সুরাটে ইংরেজরা কত খ্রিস্টাব্দে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর : সুরাটে ১৬১২ খ্রিস্টাব্দে ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করে।
২১। কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?
উত্তর : ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।
২২। আলীবর্দী খাঁ কে ছিলেন?
উত্তর : আলীবর্দী খাঁ ছিলেন বাংলার নবাব।
২৩। আলীবর্দী খাঁর প্রকৃত নাম কী?
উত্তর : আলীবর্দী খাঁর প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী।
২৪। পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
২৫। বাংলায় নবাবি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বাংলায় নবাবি বংশের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ।
২৬। কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
২৭। সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : সিরাজউদ্দৌলা ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।
২৮। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয়।
২৯। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীরজাফর।
৩০। সিরাজউদ্দৌলার পতনের প্রধান কারণ কী?
উত্তর : সিরাজউদ্দৌলার পতনের প্রধান কারণ হলো মীরজাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা।
৩১। বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ১৭৬৪ সালে।
৩২। কারা বক্সারের যুদ্ধে মীর কাসিমকে সামরিক সহযোগিতা করেছিল?
উত্তর : অযোধ্যার নবাব ও দিল্লির সম্রাট বক্সারের যুদ্ধে মীর কাসিমকে সামরিক সহযোগিতা করেছিল।
৩৩। রবার্ট ক্লাইভ কে ছিলেন?
উত্তর : ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট ক্লাইভ।
৩৪। কে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর : রবার্ট ক্লাইভ দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন।
৩৫। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৭৭০ সালে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়।
৩৬। বাংলা ১১৭৬ সনের দুর্ভিক্ষকে কী বলা হয়?
উত্তর : বাংলা ১১৭৬ সনের দুর্ভিক্ষকে বলা হয় ছিয়াত্তরের মন্বন্তর।
৩৭। দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান কে?
উত্তর : ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান।
৩৮। কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে?
উত্তর : ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটে।