উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন
পূর্বপ্রকাশের পর]
২৮। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি
পাকিস্তানি মিলিটারিদের।
২৯। মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সঙ্গে কয়জন রাজাকার ছিল?
উত্তর : মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সঙ্গে তিনজন রাজাকার ছিল।
৩০। বুধাকে কে সানকি ভরা ভাত দেয়?
উত্তর : বুধাকে মিঠুর মা সানকি ভরা ভাত দেয়।
৩১। বুধা কাকে নিয়ে মা-বাবার কবর দেখতে যায়?
উত্তর : বুধা কুন্তিকে নিয়ে মা-বাবার কবর দেখতে যায়।
৩২। বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে রাখে?
উত্তর : বুধার মা-বাবার কবর কুন্তি পরিষ্কার করে রাখে।
৩৩। বুধা মাটি কাটার দলে কাজ নিতে কার কাছে অনুরোধ করে?
উত্তর : বুধা মাটি কাটার দলে কাজ নিতে ফজু চাচার কাছে অনুরোধ করে।
৩৪। বাংকার কাটার কাজ কে তদারকি করে?
উত্তর : বাংকার কাটার কাজ আহাদ মুন্সির ছেলে মতিউর তদারকি করে।
৩৫। রাতের বেলা বাংকারে করে মিলিটারিরা কী দেখবে বলে বুধা জানায়?
উত্তর : রাতের বেলা বাংকারে করে মিলিটারিরা হাউইবাজি দেখবে বলে বুধা জানায়।
৩৬।
বুধা কার পা ধরে সালাম করে ভোঁ-দৌড় দেয়?
উত্তর : বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করে ভোঁ-দৌড় দেয়।
৩৭। বুধা বাংকারে কী পুঁতে রাখে?
উত্তর : বুধা বাংকারে মাইন পুঁতে রাখে।
৩৮। পাকিস্তানি সেনা দেখে বুধা কোথায় লম্বা হয়ে শুয়ে থাকে?
উত্তর : পাকিস্তানি সেনা দেখে বুধা ধানগাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে।
৩৯। কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে?
উত্তর : হরিকাকুর বউ বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে।
৪০। বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গেছে?
উত্তর : বুধার চাচা কাজ খুঁজতে শহরে গেছে।
৪৫। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা কিসের আঘাতে মারা গেছে?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা বুলেটের আঘাতে মারা গেছে।
৪৬। শত্রুদের না তাড়িয়ে কে চায়ের দোকান বানাবে না?
উত্তর : শত্রুদের না তাড়িয়ে আলি চায়ের দোকান বানাবে না।
৪৭। বুধার মতে কী না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে?
উত্তর : বুধার মতে লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।
৪৮। বুধা কার কাছ থেকে কেরোসিন তেল নেয়?
উত্তর : আলির কাছ থেকে।
৪৯। বুধা বড় মশালটা কয় চালা ঘরের চালে ছুড়ে মারে?
উত্তর : বুধা বড় মশালটা আটচালা ঘরের চালে ছুড়ে মারে।