নাগরিকতা
সপ্তম অধ্যায়
গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে অনুষ্ঠিত
হয়?
ক) প্রত্যক্ষ ভোটে খ) পরোক্ষ ভোটে
গ) স্পিকারের ভোটে ঘ) প্রধানমন্ত্রীর ভোটে
২। ভোটদান পদ্ধতি কত প্রকার?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৩। নির্বাচনের মাধ্যমে কী প্রকাশ পায়?
ক) আইন খ) জনমত
গ) রাজনৈতিক দল ঘ) ধর্ম
৪।
গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম শর্ত কোনটি?
ক) সুষ্ঠু নির্বাচন খ) দলীয় নির্বাচন
গ) প্রতিনিধি নির্বাচন ঘ) গণভোট
৫। জাতীয় সংসদের সদস্যরা কিভাবে নির্বাচিত হন?
ক) প্রত্যক্ষ ভোটে খ) পরোক্ষ ভোটে
গ) স্পিকারের ভোটে ঘ) প্রধানমন্ত্রীর ভোটে
৬। বর্তমানে ভোটদান পদ্ধতির মধ্যে সর্বত্র কোন নীতি
গৃহীত হয়েছে?
ক) বহু ব্যক্তি, এক ভোট
খ) এক ব্যক্তি, বহু ভোট
গ) বহু ব্যক্তি, বহু ভোট
ঘ) এক ব্যক্তি, এক ভোট
৭। ভোট সংগ্রহ করা কার কাজ?
ক) সরকারের খ) নির্বাচন কমিশনের
গ) রাজনৈতিক দলের ঘ) নির্বাচকমণ্ডলীর
৮।
রাজনৈতিক দলের প্রধান কে?
ক) মন্ত্রী খ) দল গ) সদস্য ঘ) নেতা
৯। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য উপাদান কোনটি?
ক) নির্বাচকমণ্ডলী খ) সরকার
গ) রাজনৈতিক দল ঘ) নির্বাচন কমিশন
১০। নিচের কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য?
ক) জনমত গঠন খ) সামাজিক ঐক্য
গ) সংঘবদ্ধ জনসমষ্টি ঘ) রাজনীতির শিক্ষা
নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
একটি সংস্থা ‘R’। সংস্থাটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত।
সংস্থার সদস্যরা পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায়ের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা
করা সংস্থার প্রধান কাজ।
১১। উল্লিখিত সংস্থাটির নাম কী?
ক) সচিবালয় খ) নির্বাচন কমিশন
গ) মন্ত্রিপরিষদ ঘ) সরকার
১২। উক্ত সংস্থার কাজ—
i. ভোটার তালিকা তৈরি করা
ii. বিচার কাজ করা
iii. নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩।
সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন—
i. রাষ্ট্রপতি ii. স্পিকার
iii. বিচারপতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৪। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন কে?
ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার ঘ) প্রধান বিচারপতি
১৫। বাংলাদেশে কয়টি নির্বাচনী এলাকা রয়েছে?
ক) ৩৫০ খ) ২৫০ গ) ৩০০ ঘ) ৩৩০
১৬। নির্বাচন কমিশন সরকারের ওপর নির্ভরশীল—
i. আর্থিক ক্ষমতার ক্ষেত্রে
ii. সীমানা নির্ধারণে iii. জনবলের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের
উত্তর দাও :
জনগণ প্রতিনিধি
১৭। উল্লিখিত চিত্রে কোন নির্বাচন পদ্ধতির
প্রতিফলন ঘটেছে?
ক) পরোক্ষ খ) প্রত্যক্ষ
গ) প্রকাশ্য ঘ) গোপন
১৮। উক্ত পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন
অনুষ্ঠিত হয়—
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. সংসদ সদস্য নির্বাচন
iii. রাষ্ট্রপতি নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৯। নির্বাচন কী?
ক) কর্মসূচি প্রণয়ন
খ) প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া
গ) স্থিতিশীলতা আনয়ন
ঘ) সংস্কৃতি রক্ষা
২০। কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
ক) কানাডা খ) যুক্তরাষ্ট্র
গ) সৌদি আরব ঘ) নেপাল
২১। নিচের কোনটি জাতীয় পর্যায়ের নির্বাচন?
ক) জেলা পরিষদ খ) সিটি করপোরেশন
গ) পৌরসভা ঘ) সংসদ
২২। বাংলাদেশ নির্বাচন কমিশনের সংসদ্যসংখ্যা
কত জন?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ২
২৩। নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
ক) ১১৮ নং অনুচ্ছেদে খ) ১১৭ নং অনুচ্ছেদে
গ) ১১৯ নং অনুচ্ছেদে ঘ) ১৮১ নং অনুচ্ছেদে
২৪। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা কতটি?
ক) ৩০টি খ) ৩৫টি গ) ৪৫টি ঘ) ৫০টি
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ঘ।