‘বহিপীর’ নাটকে কে সাবধানী লোক?
উত্তর : ‘বহিপীর’ নাটকে পীর সাহেব সাবধানী লোক।
৪৮। বহিপীর কাকে পুলিশ ডাকতে বলল?
উত্তর : বহিপীর হকিকুল্লাহ পুলিশ ডাকতে বলল।
৪৯। বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর কাকে মানা করলেন?
উত্তর : বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর
হাশেমকে মানা করলেন।
৫০। কে বহিপীরের ঘাড়ের ওপর জিবরাইলের মতো
দাঁড়িয়ে আছে?
উত্তর : হকিকুল্লাহ বহিপীরের ঘাড়ের ওপর জিবরাইলের মতো দাঁড়িয়ে আছে।
৫১। হাশেম তাহেরার কোথায় ব্যথা দিয়েছে?
উত্তর : হাশেম তাহেরার বাম বাহুতে ব্যথা দিয়েছে।
৫২। হাতেম আলী শহরে এসেছে কী রক্ষা করতে?
উত্তর : হাতেম আলী শহরে এসেছে জমিদারি রক্ষা করতে।
৫৩। হাশেম কার কথা ভেবে কাঁদল?
উত্তর : হাশেম তার বাবার কথা ভেবে কাঁদল।
৫৪।‘বহিপীর’ নাটকে খোদা কার দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে?
উত্তর : ‘বহিপীর’ নাটকে খোদা বহিপীরের দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে।
৫৫।বহিপীরের মতে, কে জীবনে স্নেহ-মমতা পায়নি?
উত্তর : বহিপীরের মতে, তাহেরা জীবনে স্নেহ-মমতা পায়নি।
৫৬।কার মতে, বহিপীর অনেক নেক মানুষ?
উত্তর : খোদেজার মতে, বহিপীর অনেক নেক মানুষ।
৫৭। বহিপীরের পিঠ টিপে দেয় কে?
উত্তর : বহিপীরের পিঠ টিপে দেয় হকিকুল্লাহ।
৫৮। কারা নতুন জীবনের পথে যাচ্ছে?
উত্তর : হাশেম আর তাহেরা নতুন জীবনের পথে যাচ্ছে।
৫৯। তাহেরাকে কোথা থেকে উদ্ধার করা হয়?
উত্তর : তাহেরাকে ডেমরা ঘাট থেকে উদ্ধার করা হয়।
৬০। বহিপীরের কানে কোন ভাষা কটু ঠেকে?
উত্তর : বহিপীরের কানে কথ্যভাষা কটু ঠেকে।
৬১।কারা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে?
উত্তর : মুরিদরা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।
৬২।বহিপীরের সব সময় কী করার অভ্যাস?
উত্তর : বহিপীরের সব সময় ওয়াজ-নসিহত
করার অভ্যাস।
৬৩।‘বহিপীর’ নাটকে অঙ্ক কয়টি?
উত্তর : ‘বহিপীর’ নাটকে অঙ্ক দুটি।
৬৪।হাতেম আলীর কাছে ‘জমিদার সাহেব’ নামটা কিসের মতো শোনায়?
উত্তর : হাতেম আলীর কাছে ‘জমিদার সাহেব’ নামটা
ঠাট্টার মতো শোনায়।
৬৫। ‘বহিপীর’ নাটকে হাতেম আলীর স্ত্রীর নাম কী?
উত্তর : ‘বহিপীর’ নাটকে হাতেম আলীর স্ত্রীর
নাম খোদেজা।
৬৬।বহিপীর কার মাঝে একজন অসাধারণ নারীর
পরিচয় পেয়েছেন?
উত্তর : বহিপীর তাহেরার মাঝে একজন অসাধারণ নারীর পরিচয় পেয়েছেন।
৬৭।শহরে বহিপীরের কয়জন ধনী মুরিদ আছে?
উত্তর : শহরে বহিপীরের তিনজন ধনী মুরিদ আছে।
৬৮।পীর সাহেব হাতেম আলীকে কর্জ দেওয়ার বিনিময়ে
কাকে ফেরত চান?
উত্তর : পীর সাহেব হাতেম আলীকে কর্জ দেওয়ার বিনিময়ে তাঁর বিবি তাহেরাকে ফেরত চান।
৬৯।কোনো বদদোয়া কার গায়ে লাগে না?
উত্তর : কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না।
৭০।বজরা কোন ঘাটে থেমেছিল?
উত্তর : বজরা ডেমরা ঘাটে থেমেছিল।
৭১। ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?
উত্তর : ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি হাশেমের।
৭২।‘বহিপীর’ নাটকের শেষে সংলাপটি কার?
উত্তর : ‘বহিপীর’ নাটকের শেষে সংলাপটি বহিপীরের।
৭৩।বহিপীরের সহকারী কে ছিল?
উত্তর : বহিপীরের সহকারী হকিকুল্লাহ ছিল।
অনুধাবনমূলক প্রশ্ন
১। পীর সাহেবকে বহিপীর বলার কারণ কী?
উত্তর : পীর সাহেব বইয়ের ভাষায় তথা সাধু ভাষায় কথা বলেন বলে তাঁকে বহিপীর বলা হয়।
আমাদের দেশে পীর প্রথার প্রচলন থাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পীরের ভক্ত হয়। কিন্তু দেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক নয়। ‘বহিপীর’ নাটকে বর্ণিত পীর সাহেব এ জন্য সব অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুবিধার্থে বইয়ের ভাষায় কথা বলেন। আর এই বইয়ের ভাষায় কথা বলার কারণেই তাঁকে বহিপীর বলা হয়।
২। বহিপীর বইয়ের ভাষায় কথা বলেন কেন?
উত্তর : বহিপীর তাঁর কথায় ভাবগাম্ভীর্য আনার জন্য বইয়ের ভাষায় কথা বলেন।
দেশের বিভিন্ন অঞ্চলে বহিপীরের মুরিদ রয়েছে। তারা একেকজন একেক ভাষায় কথা বলে। তাদের সঙ্গে কথা বলার জন্য বহিপীর প্রমিত ভাষাকে বেছে নিয়েছেন। এই প্রমিত ভাষা হলো বইয়ের ভাষা। বহিপীরের মতে, এই ভাষা পবিত্র ও ভাবগম্ভীর। বহিপীর ধর্মীয় কথা বলার মাধ্যমে তাতে ভাবগাম্ভীর্য আনতে চেয়েছেন। তাই তিনি বইয়ের ভাষায় কথা বলেন।
৩। বহিপীর নৌকা নিয়ে কদমতলার ঘাটের দিকে গিয়েছিলেন কেন?
উত্তর : বহিপীর তাহেরাকে খুঁজতে নৌকা নিয়ে কদমতলার ঘাটের দিকে গিয়েছিলেন।
বহিপীরের বয়স বেশি হওয়ায় বালিকা তাহেরা বহিপীরের সঙ্গে বিয়েতে রাজি ছিল না। এ জন্য সে বিয়ের রাতেই পালিয়ে যায়। বহিপীর তাহেরার পালিয়ে যাওয়ার কথা শুনে তাঁর খাদেমকে নিয়ে নৌকা করে খুঁজতে বের হন। সে সময় বহিপীর তাহেরাকে খুঁজতে কদমতলার ঘাটের দিকেও গিয়েছিলেন।