<p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p>১।      অর্থায়ন কী?</p> <p>          উত্তর : তহবিল সংগ্রহ এবং ব্যবহারসংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অর্থায়ন বলে।</p> <p>২।      ব্যবসায় অর্থায়ন কী?</p> <p>          উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাবসায়িক কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়।</p> <p>৩।      সরকারি অর্থায়ন কী?</p> <p>          উত্তর: যে অর্থায়নে রাষ্ট্রের কেন্দ্রীয় বা স্থানীয় সরকারের আয়-ব্যয় নীতি, আয়-ব্যয় সমন্বয় নীতি এবং সেসংক্রান্ত সমস্যাসমূহ ও তা সমাধানের ব্যবস্থা করা হয় তাকে সরকারি অর্থায়ন বলা হয়।</p> <p>৪।      বেসরকারি অর্থায়ন কী?</p> <p>          উত্তর : সরকারি প্রতিষ্ঠান ব্যতীত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে।</p> <p>৫।      ব্যক্তিগত অর্থায়ন কী?</p> <p>        উত্তর : কোনো ব্যক্তি তার নিজস্ব বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তা-ই ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তি প্রথমে আয়ের পরিমাপ নির্ণয় করে এবং এই আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় নির্বাহ করে থাকে।</p> <p>৬।      পারিবারিক অর্থায়ন কী?</p> <p>          উত্তর : একটি পরিবারের সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে পারিবারিক অর্থায়ন বলে।</p> <p>৭।      অব্যবসায় অর্থায়ন কী?</p> <p>          উত্তর : মানবকল্যাণে নিয়োজিত অব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ এবং ব্যবহারসংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অব্যবসায় অর্থায়ন বলে।</p> <p>৮।      আন্তর্জাতিক অর্থায়ন কী?</p> <p>          উত্তর : যে অর্থায়ন ব্যবস্থায় আমদানি ও রপ্তানি খাতসমূহ এবং আমদানি ও রপ্তানি বাণিজ্যের ঘাটতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে।</p> <p>৯।      চলতি মূলধন কী?</p> <p>          উত্তর : প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, যেমন— উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান, বিভিন্ন ধরনের প্রশাসনিক ও বাজারজাতকরণ ব্যয় মেটানোর জন্য যে তহবিল ব্যবহার করা হয় তাকে চলতি মূলধন বলা হয়।</p> <p>১০।    মূলধন বাজেটিং সিদ্ধান্ত কী?</p> <p>          উত্তর : দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলা হয়।</p> <p>১১।    অর্থায়ন সিদ্ধান্ত কী?</p> <p>          উত্তর : বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল কোন কোন উৎস থেকে, কিভাবে, কত সময়ের জন্য এবং কোন সময় সংগ্রহ করা হবে সেগুলো নির্ধারণ করাই হলো অর্থায়ন সিদ্ধান্ত।</p> <p>১২।    তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত কী?</p> <p>          উত্তর : অর্জিত মুনাফার কত অংশ বা কি পরিমাণ শেয়ারমালিকদের মধ্যে বণ্টন করা হবে এবং কত অংশ বা কি পরিমাণ ভবিষ্যতে পুনরায় বিনিয়োগের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হবে, তাকেই তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত বলা হয়।</p> <p>১৩।    পোর্টফোলিও কী?</p> <p>          উত্তর : পোর্টফোলিও হচ্ছে দুই বা তার অধিক আর্থিক</p> <p>          সম্পদের সমাহার।</p> <p>১৪।    পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি কী?</p> <p>          উত্তর : পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি হলো বিনিয়োগকারী তার সঞ্চিত তহবিল একটি কম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ না করে একাধিক কম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ করবে।</p> <p>১৫।    সামষ্টিক অর্থনীতি কী?</p> <p>          উত্তর : সামষ্টিক অর্থনীতি হলো একটি দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক কাঠামো, রাজস্ব নীতি ও আর্থিক নীতিনির্ধারণ নিয়ন্ত্রণ সামগ্রিক প্রক্রিয়াই সামষ্টিক অর্থনীতি। যেমন—সামগ্রিক চাহিদা, সামগ্রিক জোগান, সামগ্রিক আয় ইত্যাদি।</p> <p>১৬।    ব্যষ্টিক অর্থনীতি কী?</p> <p>          উত্তর : অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন—একক ব্যক্তির চাহিদা, একক ব্যক্তির জোগান, একক ব্যক্তির আয় ইত্যাদি।</p> <p>১৭।    মূলধন বাজার কী?</p> <p>          উত্তর : যে বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পত্তি ক্রয়-বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে। মূলধন বাজারে সাধারণত শেয়ার, ঋণপত্র, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্রয়-বিক্রয় করা হয়।</p> <p>১৮।    বার্ষিকী কী?</p> <p>          উত্তর : যদি প্রতিবছর সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় তবে তার মূল্যকে বার্ষিকী বলে। বার্ষিকী বর্তমান মূল্যে ও ভবিষ্যৎ মূল্যে উভয়ই হতে পারে। অবসর গ্রহণ, ঋণ পরিশোধ, ডিপিএস সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রে বার্ষিকী ব্যবহার করা হয়।</p> <p>১৯।    মুদ্রা বাজার কী?</p> <p>          উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পত্তি ক্রয়-বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে। মুদ্রা বাজারে সাধারণত বাণিজ্যিক কাগজ (Commercial paper), প্রতিজ্ঞা পত্র (Promissory notes), ট্রেজারি বিল (Treasury bill) ইত্যাদি ক্রয়-বিক্রয় করা হয়।</p> <p>২০।    আর্থিক বাজার কী?</p> <p>          উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পত্তি ক্রয়-বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। আর্থিক বাজারের মাধ্যমে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। যেমন—শেয়ার, বন্ড, বাণিজ্যিক কাগজ ইত্যাদি।</p> <p>২১।    সম্পদ সর্বোচ্চকরণ কী?</p> <p>          উত্তর : সম্পদ সর্বোচ্চকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধির মাধ্যমে এটির সাধারণ শেয়ারের মূল্য বৃদ্ধিকে বোঝায়। এখানে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি বলতে নিট বর্তমান মূল্য বৃদ্ধিকে বোঝানো হয়। আর নিট বর্তমান মূল্য বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ সুবিধার বর্তমান মূল্য এবং নগদ ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্যকে বোঝায়।</p> <p>২২।    মুনাফা সর্বোচ্চকরণ কী?</p> <p>          উত্তর : সাধারণত মুনাফা সর্বোচ্চকরণ বলতে কোনো নির্দিষ্ট বছরে প্রতিষ্ঠানের নিট মুনাফা পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পাওয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, স্বল্প ব্যয়ে অধিক পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন এবং তা ভোক্তার নিকট বিক্রয়ের মাধ্যমে ক্রমান্বয়ে মুনাফা বৃদ্ধির প্রক্রিয়াকেই মুনাফা সর্বোচ্চকরণ বলা হয়।</p> <p>২৩।    আর্থিক ব্যবস্থাপক কে?</p> <p>          উত্তর : যে বা যিনি প্রত্যক্ষভাবে ব্যবসায়ের আর্থিক কার্যাবলি তদারকি করেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে।</p> <p>২৪।    স্টকহোল্ডার কাকে বলে?</p> <p>          উত্তর : করপোরেশনের মালিকানা স্বত্বের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। শেয়ারমালিকদের শেয়ারহোল্ডার বলে।</p> <p>২৫।    সাধারণ শেয়ার কাকে বলে?</p> <p>          উত্তর : যৌথমূলধনী কম্পানির মালিকানা মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সাধারণ শেয়ার বলে। আর করপোরেশনের মালিকানা স্বত্বের প্রমাণ হলো সাধারণ শেয়ার।</p> <p>২৬।    লভ্যাংশ কাকে বলে?</p> <p>          উত্তর : যৌথমূলধনী কম্পানির বার্ষিক আয়ের যে অংশ শেয়ারমালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ বলে।</p> <p>২৭।    শেয়ারপ্রতি আয় কাকে বলে?</p> <p>          উত্তর : প্রতিষ্ঠানের কর-পরবর্তী আয়কে মোট সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ারপ্রতি আয় নির্ণয় করা হয়।</p> <p>২৮।   বাজারযোগ্য সিকিউরিটি কাকে বলে?</p> <p>          উত্তর : যেসব সিকিউরিটি স্বল্পমেয়াদি ও সহজে বাজারে ক্রয়-বিক্রয় করা যায়, তাকে বাজারযোগ্য সিকিউরিটি বলে। যেমন—ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, হস্তান্তরযোগ্য দলিল, ব্যক্তি, ব্যবসায় প্রতিষ্ঠান ইস্যু করে থাকে।</p> <p>২৯।    অগ্রাধিকার শেয়ার কাকে বলে?</p> <p>          উত্তর : যে শেয়ারের মালিকগণ সাধারণ শেয়ারহোল্ডারের পূর্বে লভ্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে।</p> <p>৩০।   প্রাথমিক বাজার কাকে বলে?</p> <p>          উত্তর : যে বাজারে প্রাথমিকভাবে শেয়ার, ঋণপত্র ইত্যাদি আর্থিক দলিল ক্রয়-বিক্রয় করা হয় তাকে প্রাথমিক বাজার বলে। এ বাজারে কম্পানির কাছ থেকে সরাসরি শেয়ার ক্রয় করা হয় বা কম্পানির কোনো প্রতিনিধি বা অবলেখকের শেয়ার ক্রয় করা হয়।</p> <p>৩১।    অর্থের সময়মূল্য কী?</p> <p>          উত্তর : সময় পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে।</p> <p>৩২।    সময় রেখা কী?</p> <p>          উত্তর : অর্থের সময়মূল্যকে যখন রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে সময় রেখা বলে।</p> <p>৩৩।   বর্তমান মূল্য কী?</p> <p>          উত্তর : ভবিষ্যতে প্রাপ্তব্য টাকার আজকের বা বর্তমান সময়ের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে।</p> <p>৩৪।   ভবিষ্যৎ মূল্য কী?</p> <p>          উত্তর : বর্তমানে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যতে বা নির্দিষ্ট সময় পরে মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে।</p> <p>৩৫।   বন্ড কী?</p> <p>          উত্তর : বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের দলিল, যা কোনো করপোরেশন বা সরকার ইস্যু করে থাকে।</p> <p> </p> <p> </p>