চতুর্থ অধ্যায় (তৃতীয় পরিচ্ছেদ) : প্রতিশব্দ
[পূর্বপ্রকাশের পর]
পূর্ণ সম্পূর্ণ, ভর্তি, সফল, সিদ্ধ, পুরা, অখণ্ড, সমাপ্ত।
পৃথিবী জগৎ, বসুধা, ধরা, মেদিনী, ভুবন, বসুন্ধরা, বিশ্ব, বসুমতী, অদিতি, ভূ, ধরণী, অবনি, পৃথ্বী।
পেলব সুন্দর, মৃদু, লঘু, ক্ষীণ, নিপুণ, কোমল, মোলায়েম, নরম।
পেষণ বাটা, পিষা, মর্দন, চূর্ণন, দলন, পেষা।
প্রকৃতি চরিত্র, আদ্যাশক্তি, ধর্ম, বাহ্যজগৎ, স্বভাব, মায়া, নিসর্গ।
প্রবৃত্তি অভিরুচি, প্রবণতা, চেষ্টা, ব্যাপৃত, আকাঙ্ক্ষা, স্পৃহা, চেষ্টা,
ইচ্ছা, নিয়োগ।
প্রভু কর্তা, মনিব, কর্তৃত্ব, ঈশ্বর, রাজা, স্বামী, অধিপতি।
ফাঁকি প্রতারণা, বঞ্চনা, ধোঁকা, ঠকামি, ধাপ্পা, অবহেলা,
ছলনা, ভোগা।
বড় শ্রেষ্ঠ, সম্ভ্রান্ত, প্রকাণ্ড, বিশাল, জ্যেষ্ঠ, বৃহৎ, মহৎ, শীর্ষ,
উচ্চ, ধনী, মহৎ।
বদ অসাধু, পাজি, বিশ্রী, মন্দ, নিকৃষ্ট, দুষ্ট, কর্কশ, অশিষ্ট,
অসৎ, খারাপ।
বন বনানী, অটবি, কান্তার, জঙ্গল, বিপিন, অরণ্য, দাব,
কানন, বনী, বনাঞ্চল, বনভূমি।
বন্ধ আবদ্ধ, আবৃত, রুদ্ধ, যুক্ত, রহিত, বাঁধা, আবেষ্টন,
ন্যস্ত, বিন্যস্ত।
বন্ধু বান্ধব, মিত্র, সুহৃদ, দোস্ত, সখা, স্বজন, প্রিয়জন।
বন্ধুত্ব বন্ধুতা, অন্তরঙ্গতা, সখ্য, সৌহার্দ্য, বন্ধুভাব, মিতালি,
সখিত্ব, মৈত্রী, দোস্তি।
বন্যা জলোচ্ছ্বাস, বান, আপ্লাবন, জোয়ার, প্লাব, প্লাবন, বিপ্লাব,
কোটাল।
বর স্বামী, পতি, উত্তম, বরণীয়, অভীষ্ট, জামাই, আশীর্বাদ।
বশ আয়ত্ত, বশীভূত, মোহাবিষ্ট, অধীন, মোহিত, অধীনতা,
ইচ্ছানুবর্তিতা, বশবর্তিতা।
বসন্ত ঋতুরাজ, রাগ, ঋতুপতি, মধুকাল, হিমান্ত, মধুমাস।
বসা স্থাপন, উপবেশন, স্থাপিত, আসনগ্রহণ, নিবিষ্ট হওয়া,
সক্রিয় হওয়া।
বস্ত্র কাপড়, বসন, পরিচ্ছদ, পরিধেয়, আচ্ছাদন, পোশাক।
বহু অধিক, অনেক, একাধিক, যথেষ্ট, প্রচুর, বেশি।
বায়ু বাতাস, পবন, মলয়, হাওয়া, মরুৎ, অনিল, সমীর,
বায়, সমীরণ।
বাস্তু বাসভূমি, বাসা, ভিটা, বাসগৃহ, বাসস্থান, আবাস।
বিচক্ষণ দূরদর্শী, বিশদদর্শী, অভিজ্ঞ, দক্ষ, জ্ঞানী, বিদ্বান, বহুদর্শী,
সুবিবেচক, কর্মদক্ষ।
বিচার যুক্তি প্রয়োগ, তর্ক, তত্ত্ব নির্ণয়, বিবেচনা, নিষ্পত্তি,
গবেষণা, মীমাংসা।
বিচিত্র রকমারি, রকমফের, হরেক রকম, বিভিন্ন, নানা, বহুবিধ,
বিবিধ, হরেক, নানান।
বিদ্যুৎ বিজলি, তড়িৎ, সৌদামিনী, চপলা, দামিনী, অশনি, শম্পা,
ক্ষণপ্রভা, চঞ্চলা।
বিধি আইন, বিধান, পদ্ধতি, নিয়ম, ব্যবস্থা, উপায়।
বিফল নিষ্ফল, অচল, নিরর্থক, অসমর্থ, অকৃতকার্য, ফলহীন,
ব্যর্থ।
বিবাহ পাণিগ্রহণ, পরিণয়, উদ্বাহ, দারপরিগ্রহ, নিকাহ,
বিয়ে, শাদি।
বিমান আকাশযান, উড়োজাহাজ, ব্যোমযান, হাওয়াই জাহাজ।
বিয়োগ বিরহ, মৃত্যু, বিয়োজন, বিচ্ছেদ, ব্যবকলন, বাদ, অভাব।
বিরক্ত অপ্রসন্ন, বিরূপ, বিপ, বীতস্পৃহ, নিঃস্পৃহ, বিদ্বিষ্ট, অনুরাগশূন্য, আসক্তিহীন, বিমুখ, ক্ষুব্ধ।
বিশৃঙ্খল অনিয়ম, শৃঙ্খলাহীন, অবিন্যাস, গোলমাল, ব্যত্যয়,
অরাজক, গোলযোগ।