<p>তৃতীয় অধ্যায়</p> <p><strong><span style="font-size:26px;">খুলাফায়ে রাশেদিন</span></strong></p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। খিলাফত শব্দটির অর্থ কী?</p> <p>উত্তর : খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব।</p> <p>২। খলিফা শব্দের অর্থ কী?</p> <p>উত্তর : খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।</p> <p>৩। ইসলামের প্রথম খলিফার নাম কী?</p> <p>উত্তর : ইসলামের প্রথম খলিফার নাম</p> <p>হযরত আবু বকর (রা.)।</p> <p>৪। ফারুক শব্দের অর্থ কী?</p> <p>উত্তর : ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার</p> <p>পার্থক্যকারী।</p> <p>৫। কাকে যুন্নুরাইন বলা হয়?</p> <p>উত্তর : হজরত ওসমান (রা.)-কে যুন্নুরাইন</p> <p>বলা হয়।</p> <p>৬। যুন্নুরাইন অর্থ কী?</p> <p>উত্তর : যুন্নুরাইন শব্দের অর্থ হলো দুই</p> <p>জ্যোতির অধিকারী।</p> <p>৭। কত খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়?</p> <p>উত্তর : ৬৫৬ খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত</p> <p>হয়।</p> <p>৮। আতিক শব্দের অর্থ কী?</p> <p>উত্তর : আতিক শব্দের অর্থ দানশীল।</p> <p>৯। সিদ্দিক কোন খলিফার উপাধি?</p> <p>উত্তর : ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)-এর উপাধি হলো</p> <p>সিদ্দিক।</p> <p>১০। বয়স্ক পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন?</p> <p>উত্তর : বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা.) সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন।</p> <p>১১। হজরত আলী (রা.)-এর পিতার নাম</p> <p>কী?</p> <p>উত্তর : হযরত আলী (রা.)-এর পিতার</p> <p>নাম আবু তালিব।</p> <p>১২। আসাদুল্লাহ কার উপাধি?</p> <p>উত্তর : আসাদুল্লাহ হজরত আলী (রা.)-</p> <p>এর উপাধি।</p> <p>১৩। হজরত ওমর (রা.) কত খ্রিস্টাব্দে</p> <p>খিলাফতে অধিষ্ঠিত হন?</p> <p>উত্তর : হজরত ওমর (রা.) ৬৩৪ খ্রিস্টাব্দে</p> <p>খিলাফতে অধিষ্ঠিত হন।</p> <p>১৪। ধর্মত্যাগী ভণ্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?</p> <p>উত্তর : ধর্মত্যাগী ভণ্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম হলো রিদ্দার যুদ্ধ।</p> <p>১৫। হজরত ওমর (রা.) তাঁর বিশাল সাম্রাজ্যকে কতটি প্রদেশে বিভক্ত</p> <p>করেন?</p> <p>উত্তর : হজরত ওমর (রা.) তাঁর বিশাল সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে বিভক্ত করেন।</p> <p>১৬। ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ</p> <p>কোনটি?</p> <p>উত্তর : ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ হলো ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত উষ্ট্রের যুদ্ধ।</p> <p>১৭। ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী</p> <p>কোথায় স্থাপিত হয়?</p> <p>উত্তর : ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী</p> <p>স্থাপিত হয় মদিনায়।</p> <p>১৮। মহানবী (সা.) কাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন?</p> <p>উত্তর : মহানবী (সা.) খালিদ বিন ওয়ালিদ (রা.)কে সাইফুল্লাহ উপাধিতে</p> <p>ভূষিত করেছিলেন।</p> <p>১৯। খুলাফায়ে রাশেদিনের শেষ খলিফা</p> <p>কে ছিলেন?</p> <p>উত্তর : খুলাফায়ে রাশেদিনের শেষ খলিফা ছিলেন হজরত আলী (রা.)।</p> <p>২০। কত সালে কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত</p> <p>হয়?</p> <p>উত্তর : ৬৩৫ সালে কাদেসিয়ার যুদ্ধ</p> <p>সংঘটিত হয়।</p> <p>২১। হজরত ওমর (রা.) সমগ্র সাম্রাজ্যকে কয়টি সামরিক জেলায় বিভক্ত করেছিলেন?</p> <p>উত্তর : হজরত ওমর (রা.) সমগ্র সাম্রাজ্যকে</p> <p>৯টি জুনুদ বা সামরিক জেলায় বিভক্ত</p> <p>করেছিলেন।</p> <p>২২। কত খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত</p> <p>হয়?</p> <p>উত্তর : ৬৩৬ খ্রিস্টাব্দের ২০ আগস্ট ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়।</p> <p>২৩। হজরত ওসমান (রা.) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?</p> <p>উত্তর : হজরত ওসমান (রা.) ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।</p> <p>২৪। হজরত ওসমান (রা.) কত খ্রিস্টাব্দে খিলাফতের শাসনভার গ্রহণ করেন?</p> <p>উত্তর : হজরত ওসমান (রা.) ৬৪৪ খ্রিস্টাব্দে খিলাফতের শাসনভার গ্রহণ করেন।</p> <p>২৫। কে সর্বপ্রথম হিজরি সাল প্রবর্তন</p> <p>করেন?</p> <p>উত্তর : হজরত উমর (রা.) সর্বপ্রথম হিজরি সাল প্রবর্তন করেন।</p> <p>২৬। খলিফা কাকে বলা হয়?</p> <p>উত্তর : মুসলমানদের জনমতের ভিত্তিতে নির্বাচিত নেতাকে খলিফা বলা হয়।</p> <p>২৭। খুলাফায়ে রাশেদিনের সময়সীমা</p> <p>কত বছর?</p> <p>উত্তর : খুলাফায়ে রাশেদিনের সময়সীমা ছিল প্রায় ৩০ বছর।</p> <p>২৮। ইসলামের দ্বিতীয় খলিফা কে?</p> <p>উত্তর : ইসলামের দ্বিতীয় খলিফা হজরত</p> <p>ওমর (রা.)।</p> <p>২৯। কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়?</p> <p>উত্তর : হজরত আবু বকর (রা.)কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।</p> <p>৩০। মহানবি (স.) কাকে ফারুক উপাধি</p> <p>দেন?</p> <p>উত্তর : মহানবি (স.) হজরত ওমর (রা.)কে ফারুক উপাধি দেন।</p> <p>৩১। খিলাফত আমলে প্রাদেশিক শাসনকর্তাকে কী বলা হতো?</p> <p>উত্তর : খিলাফত আমলে প্রাদেশিক শাসনকর্তাকে ওয়ালি বলা হতো।</p> <p>৩২। আসাদুল্লাহ শব্দের অর্থ কী?</p> <p>উত্তর : আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর</p> <p>সিংহ।</p> <p>৩৩। ইসলামের ইতিহাসে প্রথম ওহি</p> <p>লেখক কে?</p> <p>উত্তর : ইসলামের ইতিহাসে প্রথম ওহি</p> <p>লেখক হজরত উসমান (রা.)।</p> <p>৩৪। কোন খলিফা গণি নামে পরিচিত</p> <p>ছিলেন?</p> <p>উত্তর : খলিফা হজরত উসমান (রা.) গণি নামে পরিচিত ছিলেন।</p> <p>৩৫। খলিফা উমর (রা.) কত বছর খিলাফত পরিচালনা করেন?</p> <p>উত্তর : খলিফা ওমর (রা.) ১০ বছর দুই মাস খিলাফত পরিচালনা করেন।</p> <p>৩৬। খুলাফায়ে রাশেদিন অর্থ কী?</p> <p>উত্তর : খুলাফায়ে রাশেদিন অর্থ সত্য</p> <p>পথগামী।</p> <p>৩৭। খুলাফায়ে রাশেদিন কতজন?</p> <p>উত্তর : খুলাফায়ে রাশেদিন চারজন।</p> <p>৩৮। উশর কী?</p> <p>উত্তর : উশর হচ্ছে মুসলমানদের ভূমি</p> <p>রাজস্ব।</p> <p>৩৯। হিরাক্লিয়াস কে?</p> <p>উত্তর : হিরাক্লিয়াস ছিলেন রোমান সম্রাট।</p> <p> </p>