<p>দ্বিতীয় অধ্যায়</p> <p><strong><span style="font-size:22px;">কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং</span></strong></p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। টপোলজি কী?</p> <p>উত্তর : কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটারগুলো একটি অন্যটির সঙ্গে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলে।</p> <p>২। ক্লাউড কম্পিউটিং বলতে কী</p> <p>বোঝায়?</p> <p>উত্তর : ইন্টারনেট বা ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতি হলো ক্লাউড কম্পিউটিং।</p> <p>৩। ডেটা কমিউনিকেশন কী?</p> <p>উত্তর : কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক</p> <p>ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াই হলো ডেটা</p> <p>কমিউনিকেশন।</p> <p>৪। কম্পিউটার নেটওয়ার্ক কী?</p> <p>উত্তর : দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্ত সংযোগ ব্যবস্থাই হলো কম্পিউটার নেটওয়ার্ক।</p> <p>৫। মডেম কী?</p> <p>উত্তর : মডেম একটি ইলেকট্রনিক</p> <p>ডিভাইস, যা ডিজিটাল সংকেতকে</p> <p>অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত</p> <p>করে।</p> <p>৬। রাউটার কী?</p> <p>উত্তর : রাউটার হলো এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা মূলত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেজ পৌঁছে দেয়।</p> <p>৭। ব্যান্ডউইডথ কী?</p> <p>উত্তর : এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হারই হলো ডেটা ট্রান্সমিশন স্পিড। এই ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইডথ বলে।</p> <p>৮। হটস্পট কী?</p> <p>উত্তর : হটস্পট হচ্ছে একটি নির্দিষ্ট ওয়্যারলেস নেটওয়ার্ক সমৃদ্ধ এলাকা, যেখানে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজেই ইন্টারনেট চালু করা যায়।</p> <p>৯। লজিক গেট কী?</p> <p>উত্তর : যেসব ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, সেসব সার্কিটকে লজিক গেট বলা হয়।</p> <p>১০। সুইচ কী?</p> <p>উত্তর : এটি একটি ডিভাইস, যা নেটওয়ার্কের ডেটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সব সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।</p> <p>১১। ব্রিজ কী?</p> <p>উত্তর : একাধিক নেটওয়ার্কে যুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলা হয়।</p> <p>১২। LAN কী?</p> <p>উত্তর : একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে এবং পাশাপাশি ভবনে কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে  LAN ev Local Area Network  বলে।</p> <p>১৩। ট্রান্সমিশন মোড কী?</p> <p>উত্তর : ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে।</p> <p>১৪। রিপিটার কী?</p> <p>উত্তর : যে কমিউনিকেশন ডিভাইস দুর্বল সিগন্যালকে রিসিভ করে শক্তিশালী সিগন্যাল করে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়, তাকে রিপিটার বলে।</p> <p>১৫। ওয়াই-ফাই কী?</p> <p>উত্তর : Wireless Fidelity-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াই-ফাই। এটি একটি ওয়্যারলেস ব্যবস্থা। এর সাহায্যে বহনযোগ্য ডিভাইসকে ইন্টারনেটের সাহায্যে যুক্ত করা যায়।</p> <p>১৬। প্রটোকল বলতে কী বোঝায়?</p> <p>উত্তর : নেটওয়ার্কিংয়ের কিছু নিয়ম-নীতি রয়েছে। এসব নিয়ম-নীতিকে একত্রে প্রটোকল বলে।</p> <p>১৭। বাস টপোলজি কী?</p> <p>উত্তর : কম্পিউটারগুলো যখন একটিমাত্র তারের সঙ্গে যুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে।</p> <p>১৮।</p> <p>WAN  কী?</p> <p>উত্তর : বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে গড়ে ওঠে</p> <p>Wide Area Network ev WAN.</p> <p>১৯। ট্যাগ কী?</p> <p>উত্তর : ট্যাগ হলো এইচটিএমএল (html) ভাষার কি-ওয়ার্ড, যা যেকোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়।</p> <p>২০। আইপি অ্যাড্রেস কী?</p> <p>উত্তর : প্রতিটি ডিভাইসের জন্য কম্পিউটার নেটওয়ার্কে একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকাকে আইপি অ্যাড্রেস বলে।</p> <p>২১।  NIC কী?</p> <p>উত্তর : NIC-এর পূর্ণরূপ হলো Network Interface Card.</p> <p> এটি একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস।</p> <p>২২। ফাংশন কী?</p> <p>উত্তর : যে চলক রাশির মান অন্য কোনো চলক রাশির ওপর নির্ভরশীল, তাকে ফাংশন বলে।</p> <p>২৩। মাইক্রোওয়েভ কী?</p> <p>উত্তর : 300MHz  থেকে 300GHz  ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম মাইক্রোওয়েভ।</p> <p>২৪। ব্লু-টুথ কী?</p> <p>উত্তর : স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রটোকল হলো ব্লু-টুথ।</p> <p>২৫। গেটওয়ে বলতে কী বোঝায়?</p> <p>উত্তর : গেটওয়ে এমন একটি কানেক্টিং ডিভাইস, যা ভিন্ন ধরনের নেটওয়ার্কগুলোকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়।</p> <p> </p> <p> </p>