প্রথম অধ্যায়
ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘Bank’ শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর : ‘Bank’ শব্দের আভিধানিক অর্থ হলো নদীর তীর, জলাশয়, লম্বা টুল ইত্যাদি।
২। ব্যাংক কী?
উত্তর : ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, যা আমানত হিসেবে অর্থ সংরক্ষণ, ঋণদান ও বিনিময় ইত্যাদি করে থাকে।
৩। সমবায় ব্যাংক কী?
উত্তর : সমবায় আইনের দ্বারা গঠিত ও পরিচালিত ব্যাংক, যা গ্রামাঞ্চলে কৃষক ও কুটির শিল্পীদের সুবিধাজনক শর্তে ঋণদান করে থাকে, তাকে সমবায় ব্যাংক বলে।
৪। বিদেশি ব্যাংক কী?
উত্তর : সম্পূর্ণভাবে বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে বিদেশি ব্যাংক বলা হয়।
৫। সরকারি ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাকে বলে?
উত্তর : সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যাংককে সরকারি ব্যাংক বলে। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ৫টি—সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক লি.।
৬।
বেসরকারি ব্যাংক কাকে বলে?
উত্তর : সরকার দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত নয় এজাতীয় ব্যাংককে বেসরকারি ব্যাংক বলে। এর মালিক ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান হয়ে থাকে। বাংলাদেশে ঢাকা ব্যাংক লি., ন্যাশনাল ব্যাংক লি., মধুমতি ব্যাংক লি. প্রভৃতি বেসরকারি ব্যাংকের উদাহরণ।
৭। একক ব্যাংক কাকে বলে?
উত্তর : একটিমাত্র শাখা অফিসের মাধ্যমে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে একক ব্যাংক বলে।
৮। শাখা ব্যাংক কাকে বলে?
উত্তর : একটি প্রধান অফিসের অধীনে বিভিন্ন শাখা স্থাপনের মাধ্যমে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে শাখা ব্যাংক বলে।
৯। চেইন ব্যাংক কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক ব্যাংক তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে আনার লক্ষ্যে যখন একত্র হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে চেইন ব্যাংক বলে।
১০। গ্রুপ ব্যাংক কাকে বলে?
উত্তর : গ্রুপ ব্যাংক এমন একটি পদ্ধতি, যেখানে অনেক ব্যাংক একটি হোল্ডিং কম্পানির অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
১১। মিশ্র ব্যাংক কাকে বলে?
উত্তর : যে ব্যাংক বিশেষায়িত বা বাণিজ্যিক উভয় প্রকার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে, তাকে মিশ্র ব্যাংক বলে।
১২। যৌথ মালিকানাধীন ব্যাংক কী?
উত্তর : সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যাংক হলো যৌথ মালিকানাধীন ব্যাংক।
১৩। গ্রাহক কী?
উত্তর : গ্রাহক হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, যার ব্যাংকে একটি হিসাব আছে এবং ক্রমাগতভাবে ব্যাংকের সঙ্গে লেনদেন সম্পন্ন করে।
১৪। ব্যাংকার কে?
উত্তর : ব্যাংকিং কাজে নিয়োজিত ব্যক্তিরা হলো ব্যাংকার।
১৫। তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর : কোনো দেশের যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত ও সংরক্ষিত হয়ে তালিকায় অন্তর্ভুক্ত থাকে, সেসব ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে।
১৬। অতালিকাভুক্ত ব্যাংক কাকে বলে?
উত্তর : যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি মেনে চলার শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয় না, তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। যেমন—প্রবাসী কল্যাণ ব্যাংক।
১৭। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সব ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা। কেন্দ্রীয় ব্যাংক দেশের সামগ্রিক অর্থ ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে।
১৮। ভোক্তা ব্যাংক কী?
উত্তর : ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয়, তাকে ভোক্তা ব্যাংক বলে।
১৯। আমদানি-রপ্তানি ব্যাংক কী?
উত্তর : আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের উদ্দেশ্যে যে ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তাকে আমদানি-রপ্তানি ব্যাংক বলে।
২০। স্বায়ত্তশাসিত ব্যাংক কী?
উত্তর : যেসব ব্যাংক সরকারের বিশেষ আইন দ্বারা ও নিজস্ব নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে।
২১। কৃষি ব্যাংক কী?
উত্তর : দেশের কৃষি ও কৃষিজ শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে, তাকে কৃষি ব্যাংক বলে।
২২। গাড়ি ঋণ কী?
উত্তর : গাড়ি ক্রয়ের জন্য কিস্তিতে পরিশোধযোগ্য ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ঋণ হলো গাড়ি ঋণ।