লাঙল ভূমি চাষে ব্যবহার্য অন্যতম দেশীয় সরঞ্জাম। বহুকাল আগে থেকেই লাঙল সনাতনি কৃষি উৎপাদনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে পরিগণিত হয়ে আসছে। বীজ বপন বা চারা রোপণের জন্য জমির মাটি তৈরি করার ক্ষেত্রে লাঙল ব্যবহার করা হয়। এটির প্রধান কাজ হলো মাটিকে ওলটপালট করা এবং মাটির দলাকে ভেঙে দেওয়া, যাতে মাটির নিচের লেয়ারের পুষ্টিগুণ ওপরে উঠে আসতে পারে এবং একই সঙ্গে মাটির ওপরের আগাছা ও ফসলের অবশিষ্টাংশ নিচে চাপা পড়ে জৈব সারে পরিণত হতে পারে।
লাঙল
- [নবম শ্রেণির বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ‘কবর’ কবিতায় লাঙলের উল্লেখ আছে]

শুরুতে লাঙল ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। লৌহ যুগে লোহার ফলাসহ লাঙলের ব্যবহার শুরু হয়।
লাঙল দিয়ে হাল চাষ করতে কমপক্ষে একজন লোক ও এক জোড়া গরু বা মহিষ প্রয়োজন হয়। গরু-টানা লাঙলের দুটি অংশ থাকে। নিচের অংশটিকে সাধারণত হাল বা লাঙল বলা হয়।
এই ছিদ্রপথে প্রায় আট ফুট লম্বা একটি কাঠ যুক্ত করা হয়, যার আগায় চার থেকে পাঁচটি দাঁত বা খাঁজকাটা থাকে। এটাকে ‘ঈষ’ বলা হয়। ঈষের খাঁজে রশি বেঁধে গরুর কাঁধে থাকা জোয়ালের সঙ্গে লাঙল লাগানো হয়। ঈষ যাতে লাঙলের সঙ্গে ভালোভাবে আবদ্ধ থাকে, সে জন্য ছোট কাঠের একটি খিল ব্যবহার করা হয়।
একসময় লাঙল ছাড়া গ্রামবাংলায় চাষাবাদের কথা চিন্তাই করা যেত না। কিন্তু আশির দশকে কলের লাঙল অর্থাৎ পাওয়ারটিলার বা ট্রাক্টর কাঠের লাঙলের স্থান দখল করে নেয়। ফলে হাজার বছরের প্রাচীন ঐতিহ্য চাষাবাদের লোহার ফালবিশিষ্ট লাঙলের ব্যবহার বিলুপ্তির পথে।
ইন্দ্রজিৎ মণ্ডল
সম্পর্কিত খবর

স্পোকেন ইংলিশ

Use of ‘so that’ (for purpose/result)
আলোচ্য কাঠামোটি দুটি
Clause বা বাক্যাংশকে সংযুক্ত করে। বাক্যে ‘clause’ এর পরে কারণ বা উদ্দেশ্য বোঝানো হয়। অর্থাৎ কাজটি কেন বা কী ফলাফল অর্জনের জন্য করা হয়েছে, সেটি বোঝায়।
Example
১. I study hard so that I can pass the exam.
কঠোর পরিশ্রম করি, যাতে আমি পরীক্ষায় পাস করতে পারি।
২. She speaks slowly so that everyone can understand her.
সে ধীরে ধীরে কথা বলে যাতে সবাই তাকে বুঝতে পারে।
৩. We left early so that we wouldn’t miss the flight.
আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম, যাতে আমরা ফ্লাইটটি মিস না করি।
Structure
Clause 1 (action) + so that + Clause 2 (purpose/result).
►►Translate the following sentences into Bangla.
1. I save money so that I can buy a new laptop.
2. He wears glasses so that he can see clearly.
3. She studies English so that she can get a good job abroad.
4. We exercise regularly so that we can stay healthy.
5. They built a fence so that their dog wouldn’t run away.
6. I’ll write it down so that I don’t forget.
7. He speaks loudly so that everyone in the room can hear him.
8. She prepared well for the interview so that she could make a good impression.
9. We work together so that we can achieve our goals faster.
10. He explained it clearly so that I could understand easily.
Answer
১. আমি টাকা জমাচ্ছি, যেন আমি একটি নতুন ল্যাপটপ কিনতে পারি।
২. সে চশমা পরে যাতে সে পরিষ্কার দেখতে পারে।
৩. সে ইংরেজি শেখে যাতে সে বিদেশে একটি ভালো চাকরি পেতে পারে।
৪. আমরা নিয়মিত ব্যায়াম করি যাতে আমরা সুস্থ থাকতে পারি।
৫. তারা একটি বেড়া তৈরি করেছে যাতে তাদের কুকুর পালিয়ে না যায়।
৬. আমি এটি লিখে রাখব, যাতে আমি ভুলে না যাই।
৭. সে উচ্চৈঃস্বরে কথা বলে যাতে রুমের সবাই তাকে শুনতে পায়।
৮. সে সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল, যাতে সে একটি ভালো প্রভাব ফেলতে পারে।
৯. আমরা একসঙ্গে কাজ করি যাতে আমরা আমাদের লক্ষ্য দ্রুত অর্জন করতে পারি।
১০. সে এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে, যাতে আমি সহজে বুঝতে পারি।
►►Translate the following sentences into English.
১. আমি তাড়াতাড়ি ঘুমাই যাতে আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি।
২. সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে।
৩. আমরা একটি মানচিত্র ব্যবহার করেছিলাম যাতে আমরা পথহারা না হই।
৪. সে জোরে কথা বলছিল যাতে সবাই তাকে শুনতে পায়।
৫. আমি তোমাকে টাকা দিয়েছিলাম যাতে তুমি খাবার কিনতে পারো।
৬. আমরা দরজা বন্ধ করলাম যাতে কেউ ভেতরে না আসে।
৭. সে প্রতিদিন ব্যায়াম করে যাতে সে ফিট থাকতে পারে।
৮. তিনি পরিষ্কারভাবে কথা বলেন যাতে তার ছাত্ররা বুঝতে পারে।
৯. আমি ফোনটি নিয়ে এসেছি যাতে আমরা ছবি তুলতে পারি।
১০. তারা একটি সেতু তৈরি করেছে যাতে যাতায়াত সহজ হয়।
Answer
1. I sleep early so that I can wake up early in the morning.
2. He works hard so that he can succeed.
3. We used a map so that we wouldn’t get lost.
4. He was speaking loudly so that everyone could hear him.
5. I gave you money so that you could buy food.
6. We closed the door so that no one would come inside.
7. She exercises daily so that she can stay fit.
8. He speaks clearly so that his students can understand.
9. I brought the phone so that we can take pictures.
10. They built a bridge so that transport would be easier.
সুমন ভূইয়া

ছবির ভাষায় গল্প বলেন মাহফুজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজ। পড়াশোনার পাশাপাশি ক্যামেরাই হয়ে উঠেছে তাঁর নিত্যদিনের সঙ্গী। ছবির বদৌলতে ভারি হয়েছে অর্জনের ঝুলি। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার

সেই ছোট্ট বয়সেই ভাই-বোনদের ছবি তুলে দিতেন। দেখে লোকে প্রশংসা করতো তাঁর ছবির। এভাবেই ছবির প্রতি ভালোবাসার শুরু। বাবা ব্যবসায়ী।
শুধু অর্জনের মাধ্যম হিসেবে নয় বরং মাহফুজ ফটোগ্রাফিকে দেখেন পৃথিবীকে দেখার এক অনন্য উপায় হিসেবে। তাঁর ভাষায়, ‘সামাজিকীকরণের ছকবাঁধা প্রতিযোগিতা থেকে বের হয়ে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির মিশ্রণে জীবনকে আবিষ্কার করতে চাই।’
ইউনেসকো আয়োজিত ‘এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ও ফিল্ম এওয়ার্ড’ প্রতিযোগিতায় ২০১৯ সালে রানার আপ নির্বাচিত হয় মাহফুজের ছবি।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর, প্যারিসে ইউনেসকোর সদর দপ্তর, দুবাইয়ের শারজাহসহ বিশ্বের নানা প্রান্তে প্রদর্শিত হয়েছে মাহফুজের তোলা ছবি। নিজ দেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান মাহফুজ। তিনি বলেন, ‘আমার স্বপ্ন, বাংলাদেশের অনন্য দিকগুলো বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা।’
আমেরিকাভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ফটোগ্রাফি প্রজেক্টে কাজ করেন মাহফুজ। পাশাপাশি যুক্ত হয়েছেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ফটো ও নিউজ এজেন্সির সঙ্গেও।
মাহফুজ বিশ্বাস করেন, প্রতিটি দৃশ্যের ভেতরই লুকিয়ে থাকে একেকটি গল্প। অন্যরা যেখানে শুধু একটি পাখি দেখে, মাহফুজ সেখানে খুঁজে পান একটি নতুন গল্প, একটি ভিন্ন জীবন। নিজেকে সুখী রাখার জন্যই তিনি ক্যামেরার পেছনে দাঁড়ান, ভালো লাগার কাজকেই নিজের জীবনের কেন্দ্র করতে চান।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ বলেন, ‘ছবি নিয়েই থাকতে চাই। ফটোগ্রাফির ওপর পিএইচডি করার পরিকল্পনা রয়েছে।’
সবুজ তরমুজে ঢাকা বাংলাদেশের লাল হৃদয় ছবি : আব্দুল্লাহ আল মাহফুজ

এইচএসসির প্রস্তুতি : কৃষিশিক্ষা প্রথম পত্র
- সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

জ্ঞানমূলক প্রশ্ন
১। কন্টোর পদ্ধতি কী?
উত্তর : পাহাড়ের ঢালের আড়াআড়ি লাইনে ফসল চাষ করার নাম কন্টোর পদ্ধতি।
২। উৎপাদক মাটি কী?
উত্তর : যে মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যামান থাকে, তাকে উৎপাদক মাটি বলে।
৩। SRI-এর পূর্ণরূপ কী?
উত্তর : SRI-এর পূর্ণরূপ হলো—System of Rice Intensification.
৪। সেচ কী?
উত্তর : ফসলের উৎপাদন বৃদ্ধি ও গাছের জীবনচক্র সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরিমাণ ও উপযুক্ত সময়ে কৃত্রিমভাবে পানি সরবরাহ করাই হলো সেচ।
৫।
উত্তর : ফসলের জমি থেকে প্রয়োজনীয় অতিরিক্ত পানি অপসারণ করাই হলো নিষ্কাশন।
৬। মাটির অম্লত্ব্ব-ক্ষারকত্ব চিহ্নিতকরণে কোন পেপার ব্যবহার করতে হয়?
উত্তর : মাটির অম্লত্ব্ব-ক্ষারকত্ব চিহ্নিতকরণে লিটমাস পেপার ব্যবহার করতে হয়।
৭।
উত্তর : যে মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল গুণাবলি বিদ্যমান থাকে, তাকে উৎপাদনক্ষম মাটি বলে।
৮। শস্য পর্যায় বলতে কী বোঝ?
উত্তর : একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভূমি সংরক্ষণে অন্য জাতের ফসল উৎপাদন করাকেই শস্য পর্যায় বলে।
৯। কৃষির কোন উৎসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর : কৃষি তথ্য সার্ভিস উৎসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১০। ইন্টারনেট কী?
উত্তর : ইন্টারনেট এমন একটি ব্যবস্থা, যেখানে কম্পিউটার প্রযুক্তিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষেই যোগাযোগ স্থাপন করা যায়।
১১। মিলেট কী?
উত্তর : ক্ষুদ্র দানাবিশিষ্ট দানাদার শস্যকে মিলেট বলে।
১২। হ্রদ কাকে বলে?
উত্তর : হ্রদ হলো পাহাড়-পর্বতের মাঝে অবস্থিত বড় আকারের প্রাকৃতিক বা কৃত্রিম জলাশয়।
১৩। বাণিজ্যিক ফসল কাকে বলে?
উত্তর : কলকারখানার কাঁচামাল জোগানোর জন্য যেসব ফসল উৎপাদন করা হয়, তাকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে।
১৪। BINA-এর পূর্ণরূপ কী?
উত্তর : BINA-এর পূর্ণরূপ হলো—Bangladesh Institute of Nuclear Agriculture.
১৫। ই-কৃষি কী?
উত্তর : ই-কৃষি হলো একটি ইলেকট্রনিকসভিত্তিক কৃষি তথ্য আদান-প্রদান কার্যক্রম।
১৬। কেঁচো সার কী?
উত্তর : কেঁচো সার হলো একটি উন্নত জৈব সার, যা তৈরি হয় কেঁচোর মল বা দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ থেকে।
১৭। পাতাজাতীয় সবজিতে প্রায় কত শতাংশ পানি থাকে?
উত্তর : পাতা জাতীয় সবজিতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে?
১৮। এপিকালচার বলতে কী বোঝায়?
উত্তর : মধু ও মোম উৎপাদনের উদ্দেশ্যে মৌমাছি পালন বিদ্যাকে এপিকালচার বলে।
১৯। আবহাওয়া কী?
উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চলের দিন বা নির্দিষ্ট সময়ের বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, তাপমাত্রা প্রভৃতির সামগ্রিক অবস্থাকে সেই অঞ্চলের আবহাওয়া বলে।
২০। পাটের ছাল পচাতে কোন সার ব্যবহার করা হয়?
উত্তর : পাটের ছাল পচাতে ইউরিয়া সার ব্যবহার করা হয়।
২১। কোন সার পরিবেশবান্ধব?
উত্তর : অ্যাজোলা সারকে পরিবেশবান্ধব বলা হয়। এ সার জমিতে প্রয়োগ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
২২। কোন সার ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রোজেন সংবন্ধনকারী রাইজোবিয়াম সার ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
২৩। ভালো বীজ কাকে বলে?
উত্তর : ফসল উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের বীজকে ভালো বীজ বলে।
২৪। আলু চাষের জন্য কোন মাটি উপযোগী?
উত্তর : আলু চাষের জন্য বেলে-দোঁআশ মাটি উপযোগী।
২৫। পাহারা ফসল কাকে বলে?
উত্তর : মূল ফসলকে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বেড়াস্বরূপ চারপাশে যে দ্বিতীয় ফসল লাগানো হয়, তাকে পাহারা ফসল বলে।
২৬। শস্যে কতটুকু আর্দ্রতা থাকা আবশ্যক?
উত্তর : শস্যে শতকরা ৮-১২ ভাগ আর্দ্রতা থাকা আবশ্যক।
২৭। বাজারজাতকরণ বলতে কী বোঝায়?
উত্তর : কৃষকের কাছ থেকে ফল ও শাক-সবজি সংগ্রহ করে বিক্রি পর্যন্ত ধাপই হচ্ছে বাজারজাতকরণ।
২৮। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কী?
উত্তর : প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যেসব পদার্থকে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয়, তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস বলে।
২৯। রেশম চাষ কাকে বলে?
উত্তর : প্রাকৃতিক রেশম যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হয়, তাকে রেশম চাষ বলে।
৩০। মাশরুম কী?
উত্তর : মাশরুম হচ্ছে এক প্রকার মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর

অষ্টম অধ্যায় : বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১৩। মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কী?
ক. বিজু খ. সাংগ্রাই
গ. ওয়ানগালা ঘ. সোহরাই
১৪। সাঁওতাল বিদ্রোহের দুই বীর নায়কের নাম কী?
ক. টিপু ও মীর্যা
খ. সিধু ও কানু
গ. মঙ্গল ও পাণ্ডে
ঘ. লক্ষ্মণ ও সোরেন
১৫। মারমাদের ঘরবাড়ি সাধারণত কী দিয়ে তৈরি হয়?
ক. ইট ও সিমেন্ট খ. বাঁশ, কাঠ ও ছন
গ. টিন ও কাঠ ঘ. সিমেন্ট ও টিন
১৬।
i. বিয়েতে এর প্রভাব রয়েছে
ii. উত্তরাধিকারে এর ভূমিকা আছে
iii. সম্পত্তির ভোগ-দখলে এর গুরুত্ব আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। রাখাইনদের ‘ঐতিহ্য ও সংস্কৃতির’ প্রতীক কোনটি?
ক. লুঙ্গি খ. ফতুয়া
গ. পাগড়ি ঘ. ব্লাউজ
১৮। সাঁওতালদের সংস্কৃতিতে ‘ঝুমুর নাচ’ এর পাশাপাশি বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগুলো হলো—
i. দোন
ii. ঝিকা
iii. বউটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। সাঁওতালদের প্রধান ধর্ম কী?
ক. ইসলাম
খ. হিন্দু ধর্ম
গ. খ্রিস্ট ধর্ম
ঘ. প্রকৃতি পূজা
২০।
ক. রাজশাহী ও দিনাজপুর
খ. রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি
গ. ময়মনসিংহ ও টাঙ্গাইল
ঘ. পটুয়াখালী ও বরগুনা
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসে সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটিয়েছে, যা আন্তঃসম্পর্ক সৃষ্টি করে। বাংলা ভাষায় বহু নৃগোষ্ঠীর শব্দভাণ্ডার থেকে শব্দ এসেছে, যেমন : কুড়ি, গণ্ডা, পণ। এ ছাড়াও লাঙল, জোয়াল, ঢেঁকি ইত্যাদি কৃষি ও মাছ ধরার উপকরণগুলো নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে।
২১।
ক. অর্থনৈতিক বৈষম্য
খ. পারস্পরিক দ্বন্দ্ব
গ. সাংস্কৃতিক আন্তঃসম্পর্ক
ঘ. রাজনৈতিক বিভাজন
২২। উদ্দীপক অনুযায়ী বাংলা ভাষা ও সংস্কৃতিতে নৃগোষ্ঠীর প্রভাবের দৃষ্টান্ত হলো—
i. বাংলা শব্দভাণ্ডারে নৃগোষ্ঠীর শব্দের সংযোজন
ii. কৃষিকাজে ব্যবহৃত অনেক উপকরণ নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে
iii. বাঙালিরা শুধুমাত্র নিজেদের সংস্কৃতি অনুসরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ক।