<p>তৃতীয় অধ্যায়<br /> উপযোগ, চাহিদা, জোগান ও ভারসাম্য</p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। উপযোগ কাকে বলে?<br /> উত্তর : কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।<br /> ২। ভোগ কাকে বলে?<br /> উত্তর : মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে।<br /> ৩। ভোক্তা কাকে বলে?<br /> উত্তর : কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্যসব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে, তাকে ভোক্তা বলে।<br /> ৪। মোট উপযোগ কাকে বলে?<br /> উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে।<br /> ৫। প্রান্তিক উপযোগ কাকে বলে?<br /> উত্তর : অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।<br /> ৬। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে?<br /> উত্তর : ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।<br /> ৭। অর্থনীতিতে চাহিদা হওয়ার শর্ত কয়টি?<br /> উত্তর : অর্থনীতিতে চাহিদা হওয়ার শর্ত ৩টি।<br /> ৮। চাহিদা কী?<br /> উত্তর : সুতরাং ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা (Demand) বলে।<br />  ৯। বাজার চাহিদা কী?<br /> উত্তর : বাজারের সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিই হলো বাজার চাহিদা।<br />  ১০। চাহিদা রেখা কী?<br /> উত্তর : চাহিদা সূচির জ্যামিতিক উপস্থাপনকে চাহিদা রেখা বলে।<br /> ১১। জোগান কী?<br /> উত্তর : বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকেই অর্থনীতিতে জোগান বলে।<br /> ১২। দ্রব্যের দাম ও জোগানের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান?<br /> উত্তর : দ্রব্যের দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।<br /> ১৩। বাজার জোগান কাকে বলে?<br /> উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য জোগান দেন, তাকে বাজার জোগান বলে।<br /> ১৪। মূল্য বৃদ্ধি পেলে জোগানের পরিমাণ কেমন হয়?<br /> উত্তর : মূল্য বৃদ্ধি পেলে জোগানের পরিমাণ বৃদ্ধি পায়।</p>