<p>দশম অধ্যায়<br /> জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়</p> <p>  বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>[পূর্ব প্রকাশের পর]<br /> নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :<br /> আফাজ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, পাকবাহিনীর এক নারকীয় হত্যাকাণ্ড আজও বিশ্বব্যাপী নিন্দিত।<br /> ২৯। উদ্দীপকে কোন রাতের কথা বলা হয়েছে?<br /> ক) ৭ মার্চ, ১৯৭১    খ) ১৫ মার্চ, ১৯৭১    গ) ২৩ মার্চ, ১৯৭১    ঘ) ২৫ মার্চ, ১৯৭১<br /> ৩০। ওই রাতে নারকীয় হত্যাকাণ্ডের কারণ কী?<br /> i. স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করা        ii. গণহত্যা করা    <br /> iii. পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii    খ) i ও iii        গ) ii ও iii    ঘ) i, ii ও iii<br /> ৩১। আগরতলা মামলার আসামি কতজন?<br /> ক) ৩৪ জন    খ) ৩৫ জন    <br /> গ) ৩৬ জন    ঘ) ৩৭ জন<br /> ৩২। কত সালে আগরতলা মামলা করা হয়?<br /> ক) ১৯৬৫ সালে    খ) ১৯৬৬ সালে    গ) ১৯৬৭ সালে    ঘ) ১৯৬৮ সালে<br /> ৩৩। ১৯৬৯ সালে কোন আন্দোলন সংঘটিত হয়?<br /> ক) ছয় দফা    খ) ভাষা আন্দোলন     গ) গণ-অভ্যুত্থান    ঘ) মুক্তিযুদ্ধ<br /> ৩৪। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?<br /> ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯    <br /> খ) ২৫ মার্চ, ১৯৬৯    <br /> গ) ২ মার্চ, ১৯৭১    <br /> ঘ) ৩ মার্চ, ১৯৭১<br /> ৩৫। কত তারিখে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়<br /> ক) ২ মার্চ, ১৯৭১    খ) ৩ মার্চ, ১৯৭১    গ) ৭ মার্চ, ১৯৭১    ঘ) ১৭ মার্চ, ১৯৭১<br /> ৩৬। অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?<br /> ক) শেরেবাংলা এ কে ফজলুল হক     <br /> খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান<br /> গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী     <br /> ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী<br /> ৩৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?<br /> ক) আওয়ামী লীগ    <br /> খ) মুসলিম লীগ     <br /> গ) জামায়াতে ইসলামী     <br /> ঘ) পাকিস্তান পিপলস পার্টি<br /> ৩৮। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী ছিল?<br /> ক) রমনা পার্ক    খ) ইকো পার্ক    গ) রেসকোর্স ময়দান    ঘ) পল্টন ময়দান<br /> ৩৯। ১৯৭২ সালে ঢাকার মিরপুরে কাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়?<br /> ক) সাধারণ নাগরিকদের    <br /> খ) মুক্তিযোদ্ধাদের    <br /> গ) বুদ্ধিজীবীদের    <br /> ঘ) বিদেশি মুক্তিযোদ্ধাদের<br /> ৪০। ১৯৭১ সালের কত তারিখে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়?<br /> ক) ১০ জানুয়ারি    খ) ২৬ মার্চ     গ) ১৭ এপ্রিল    ঘ) ১০ এপ্রিল<br /> ৪১। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?<br /> ক) ৭ এপ্রিল    খ) ৯ এপ্রিল    গ) ১০ এপ্রিল    ঘ) ১৭ এপ্রিল<br /> ৪২। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কখন?<br /> ক) ৩ ডিসেম্বর, ১৯৭১    <br /> খ) ৪ ডিসেম্বর, ১৯৭১    <br /> গ) ৬ ডিসেম্বর, ১৯৭১    <br /> ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১<br /> ৪৩। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ হচ্ছে–<br /> i. একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা ii. ধর্ম যার যার রাষ্ট্র সবার<br /> iii. সর্বপ্রকার শোষণ ও বৈষম্য থেকে মুক্তি লাভ<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii    খ) i ও iii    <br /> গ) ii ও iii    ঘ) i, ii ও iii<br /> ৪৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ কোন দেশে আশ্রয় নিয়েছিল?<br /> ক) মালয়েশিয়ায়    খ) মিয়ানমারে    গ) ভারতে    ঘ) ভুটানে<br /> ৪৫। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?<br /> ক) ১০টি     খ) ১১টি    <br /> গ) ১২টি    ঘ) ১৩টি<br /> ৪৬। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য জনাব জহুর আলী ছুটিতে গ্রামের বাড়ি কুমিল্লা অবস্থান করছিলেন।‌ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন। তিনি কোন বাহিনীর সদস্য ছিলেন?<br /> ক) নিয়মিত    খ) অনিয়মিত    গ) আঞ্চলিক    ঘ) গেরিলা<br /> ৪৭। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল?<br /> ক) ২ নম্বর    খ) ৭ নম্বর    <br /> গ) ১০ নম্বর    ঘ) ১১ নম্বর<br /> ৪৮। মুক্তিযুদ্ধ চলার সময় গেরিলা নামে পরিচিত ছিল কারা?<br /> ক) মুক্তিফৌজের সদস্যরা    <br /> খ) সেনাবাহিনীর সদস্যরা    <br /> গ) যৌথ বাহিনীর সদস্যরা<br /> ঘ) পুলিশ বাহিনীর সদস্যরা<br /> নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :<br /> রাহুল ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। ২৫ মার্চ রাতে সে রামপুর গ্রামে চলে আসে। গ্রামের দিনমজুর রতনকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে।  তাদের রণকৌশলে পাকবাহিনী কোণঠাসা হয়ে পড়ে।<br /> ৪৯। রাহুল ও রতন মুক্তিযুদ্ধের কোন বাহিনীতে যোগ দিয়েছিল?<br /> ক) সেনাবাহিনী    খ) নৌবাহিনী<br /> গ) বিমানবাহিনী    ঘ) অনিয়মিত বাহিনী<br /> ৫০। রাহুল ও রতনদের বাহিনী স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল–<br /> i. গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে    <br /> ii. পাকিস্তানি বাহিনীর গতিবিধি নজরে রেখে<br /> iii. নিয়মিত বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii    খ) i ও iii    <br /> গ) ii ও iii    ঘ) i, ii ও iii</p> <p>উত্তর : ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. ঘ ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ।</p>