<p><strong>নবম অধ্যায় </strong></p> <p><strong>বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ</strong></p> <p><strong>[পূর্ব প্রকাশের পর]</strong></p> <p>২১। এসএসএস টেকসই সামাজিক উন্নয়নের লক্ষ্যে−</p> <p>i. অধিকার বঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের দারিদ্র্য বিমোচনে কাজ করে</p> <p>ii. অবহেলিতদের অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি করে</p> <p>iii. দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেয়</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>২২। ব্যুরো বাংলাদেশ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যেসব কাজ করে তা হলো−</p> <p>i. টেকসই গ্রামীণ সঞ্চয় কর্মসূচি পরিচালনা       </p> <p>ii. বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদান</p> <p>iii. ঋণ কর্মসূচি বাস্তবায়ন</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>২৩। বর্তমানে বাংলাদেশে কোন পদ্ধতিতে দারিদ্র্য পরিমাপ করা হয়? </p> <p>ক) মৌলিক চাহিদা পূরণের ব্যয় পদ্ধতি</p> <p>খ) মৌলিক চাহিদা পূরণের আয় পদ্ধতি</p> <p>গ) মৌলিক চাহিদা পূরণের উৎপাদন পদ্ধতি </p> <p>ঘ) মৌলিক চাহিদা পূরণের আয় ও ব্যয় পদ্ধতি</p> <p>২৪। ২০১০-২০১৬ সাল পর্যন্ত দারিদ্র্য গড় বার্ষিক কত পয়েন্ট শতাংশ হারে হ্রাস পেয়েছে?</p> <p>ক) ৪.৩২%    খ) ৪.২৮%    গ) ৪.১৮% ঘ) ৪.২৩%</p> <p>২৫। ২০১০-২০১৬ সালের মধ্যে চরম দারিদ্র্যের হার কত শতাংশ হারে হ্রাস পেয়েছে?</p> <p>ক) ৪.৩%</p> <p>খ) ৪.২%</p> <p>গ) ৪.৭%                               </p> <p>ঘ) ৪.৬%</p> <p> </p> <p>উত্তর : ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. গ।</p>