<p>ক্যাডেট কলেজে ভর্তীচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞানসহ অন্যান্য বিষয় (বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি ও বুদ্ধিমত্তা) নিয়ে এ অংশে মোট নম্বর ৪০। আজ তোমাদের জন্য আন্তর্জাতিক টপিকের সাম্প্রতিক ঘটনাবলির প্রশ্নোত্তর তুলে ধরা হলো।</p> <p>আন্তর্জাতিক (সাম্প্রতিক)</p> <p>১১। কোন ব্যক্তি সর্বোচ্চ ২৮ বার মাউন্ট এভারেস্ট জয় করেন?  <br /> উত্তর : কামি রিতা শেরপা।  <br /> ১২। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন আন্তর্জাতিক সংস্থায় যোগদানের ঘোষণা দিয়েছে?  <br /> উত্তর : ইউনেসকো।<br /> ১৩। ‘কপ২৮’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  <br /> উত্তর : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।<br /> ১৪। কোন দেশ ‘লিটল ইংল্যান্ড’ নামে পরিচিত?<br /> উত্তর : বার্বাডোস।<br /> ১৫। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?<br /> উত্তর : বিমল প্যাটেল।  <br /> ১৬। সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কোন স্থান বিশ্বঐতিহ্যের স্বীকৃতি পায়?<br /> উত্তর : শান্তিনিকেতন।  <br /> ১৭। কুখ্যাত থায়ারওয়াদ্দি কারাগার কোথায় অবস্থিত?  <br /> উত্তর : মিয়ানমার।  <br /> ১৮। সম্প্রতি গঠিত হওয়া Five Eyes মূলত কী?<br /> উত্তর : গোয়েন্দা সংস্থা।<br /> ১৯। সম্প্রতি ইউক্রেনের সাথে কোন দেশ যুদ্ধে লিপ্ত হয়েছে?  <br /> উত্তর : রাশিয়া।  <br /> ২০। কোন সমস্যার কারণে দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে?<br /> উত্তর : জলবায়ু পরিবর্তন।</p> <p>খেলাধুলা</p> <p>২১। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হন কে?<br /> উত্তর : অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)।<br /> ২২। ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের  স্বাগতিক দেশের নাম কী?<br /> উত্তর : ভারত।<br /> ২৩। সম্প্রতি ‘এশিয়া কাপ’ ক্রিকেটে শিরোপা লাভ করে কোন দেশ?  <br /> উত্তর : ভারত।<br /> ২৪। ২০২৪ সালের ‘টি-২০ পুরুষ বিশ্বকাপ’ কোথায় অনুষ্ঠিত হবে?<br /> উত্তর : ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।<br /> ২৫। নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩-এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ?  <br /> উত্তর : স্পেন।  <br /> ২৬। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ?<br /> উত্তর : আর্জেন্টিনা।<br /> ২৭। ফুটবল বিশ্বের ইতিহাসে অষ্টমবারের মতো ব্যালন ডি’ অর লাভ করে কোন খেলোয়াড়?<br /> উত্তর : লিওনেল মেসি।  <br /> ২৮। ১৩তম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক কে?  <br /> উত্তর : মাহমুদউল্লাহ রিয়াদ।<br /> ২৯। ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কে?  <br /> উত্তর : সুনীল নারাইন।<br /> ৩০। কতটি দল নিয়ে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?<br /> উত্তর : ১০টি।</p>