<p>তৃতীয় অধ্যায়</p> <p>সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন</p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। ‘Problem’ শব্দটি এসেছে কোন শব্দ থেকে?</p> <p>উত্তর : ‘Problem’ শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে।</p> <p>২। সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি?</p> <p>উত্তর : সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ Social problem.</p> <p>৩। ‘Analyzing Social Problem’ গ্রন্থের লেখক কে?</p> <p>উত্তর : ‘Analyzing Social Problem’ গ্রন্থের লেখক C M Case.</p> <p>৪। ‘সামাজিক সমস্যা মানুষের মানসিক চিন্তার প্রতিফল’-  উক্তিটি কার?</p> <p>উত্তর : ‘সামাজিক সমস্যা মানুষের মানসিক চিন্তার প্রতিফল’- উক্তিটি C M Case-এর।  </p> <p>৫। ‘অসম পরিবর্তনজনিত অসংগতি থেকে সামাজিক সমস্যার সৃষ্টি’- উক্তিটি কার।</p> <p>উত্তর : ‘অসম পরিবর্তনজনিত অসংগতি থেকে সামাজিক সমস্যার সৃষ্টি’- উক্তিটি অগবার্নে-এর</p> <p>৬। মানুষের পাপাচারকে সামাজিক সমস্যার কারণ হিসেবে আখ্যায়িতা করেছেন কে?</p> <p>উত্তর : মানুষের পাপাচারকে সামাজিক সমস্যার কারণ হিসেবে আখ্যায়িতা করেছেন ই মেরিল।                      </p> <p>৭। ‘Reading to Social Problems’ গ্রন্থটির লেখক কে?</p> <p>উত্তর : ‘Reading to Social Problems’ গ্রন্থটির লেখক Wolf.    ৮। ‘All social problems grow out of the social problems’- কথাটি কে বলেছেন?</p> <p>উত্তর : ‘All social problems grow out of the social problems’- কথাটি বলেছেন গিলিন।                      </p> <p>৯। ASD-এর পূর্ণরূপ কী?</p> <p>উত্তর : ASD-এর পূর্ণরূপ Autism Spectrum Disorder.       </p> <p>১০। ‘গ্রিনহাউস ইফেক্ট’ শব্দটি ব্যবহার করেন কে?    </p> <p>উত্তর : ‘গ্রিনহাউস ইফেক্ট’ শব্দটি ব্যবহার করেন Svante Arrhenius.</p> <p>১১। HIV কী?</p> <p>উত্তর : HIV লেন্টিভাইরাস গোত্রের অন্তর্গত এক ধরনের ভাইরাস, যার সংক্রমণে মানবদেহে এইডস রোগের সৃষ্টি হয়। এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus.</p> <p>১২। সামাজিক সমস্যা কেমন?</p> <p>উত্তর : সামাজিক সমস্যা একটি বিমূর্ত ধারণা।</p> <p>১৩। সামাজিক সমস্যা সমাধানে কোনটির বিকল্প নেই?</p> <p>উত্তর : সামাজিক সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার বিকল্প নেই।</p> <p>১৪। সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।</p> <p>উত্তর : সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য হলো এটি সর্বজনীন এবং আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী          </p> <p>১৫। সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে?</p> <p>উত্তর : সামাজিক সমস্যার দুটি দিক রয়েছে।</p> <p>১৬। সামাজিক সমস্যা সমাধানের পূর্বশর্ত কোনটি?</p> <p>উত্তর : সামাজিক সমস্যা সমাধানের পূর্বশর্ত আইনের শাসন প্রতিষ্ঠা।       </p> <p>১৭। সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থাকে কী বলা হয়?</p> <p>উত্তর : সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত অবস্থাকে বলা হয় সামাজিক সমস্যা।                             </p> <p>১৮। বেকারত্ব বলতে কী বোঝায়?</p> <p>উত্তর : যোগ্যতা ও ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়াকে বেকারত্ব বলে।   </p> <p>১৯। ‘বিশ্ব পরিবেশ দিবস’ কত তারিখে পালিত হয়?</p> <p>উত্তর : ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় প্রতিবছর ৫ জুন।</p> <p>২০। বিশ্ব এইডস দিবস কবে?</p> <p>উত্তর : বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর।</p> <p>২১। অপুষ্টি কী?</p> <p>উত্তর : অপুষ্টি হলো খাদ্যের গুণগত ও পরিমাণগত ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট পরিস্থিতি।</p> <p>২২। ‘সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতির প্রভাবের এমন পরিস্থিতি, যা মোকাবেলায়  </p> <p>সমষ্টিগত প্রয়াস প্রয়োজন হয়।’ কথাটি বলেছেন কে?</p> <p>উত্তর : ‘সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতির প্রভাবের এমন পরিস্থিতি, যা মোকাবেলায়</p> <p>সমষ্টিগত প্রয়াস প্রয়োজন হয়।’ - কথাটি বলেছেন পি বি হর্টন ও জে আর লেসলি।</p> <p>২৩। সমাজের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো ছিল মূলত কেমন?</p> <p>উত্তর : সমাজের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো ছিল মূলত একমাত্রিক।</p> <p>২৪। সমাজবিজ্ঞানী Charles Zastraw সামাজিক সমস্যার কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?</p> <p>উত্তর : সমাজবিজ্ঞানী Charles Zastraw সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন।</p> <p>২৫। CFC-এর পূর্ণরূপ কী?</p> <p>উত্তর : CFC-এর পূর্ণরূপ Chlorofluorocarbon.</p> <p>২৬। সামাজিক সমস্যা কিসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?</p> <p>উত্তর : সামাজিক সমস্যা সমাজের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে।</p> <p>২৭। এইডস কী?</p> <p>উত্তর : এইডস হলো এক ধরনের ব্যাধি, যাকে মরণব্যাধিও বলা</p> <p>হয়। Human immunodeficiency virus বা HIV নামক ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী।</p> <p>২৮।  ওয়েনবার্গের সামাজিক সমস্যা সংজ্ঞাটি বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?</p> <p>উত্তর : ওয়েনবার্গের সামাজিক সমস্যা সংজ্ঞাটি বিশ্লেষণ করলে চারটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।</p> <p>২৯। মাদকদ্রব্য ‘ইয়াবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?</p> <p>উত্তর : মাদকদ্রব্য ‘ইয়াবা’ শব্দটি থাই ভাষা থেকে এসেছে।</p> <p>৩০। স্থান ও কালভেদে কিসের প্রকৃতির ও রূপের পরিবর্তন হয়?</p> <p>উত্তর : স্থান ও কালভেদে সমস্যার প্রকৃতির ও রূপের পরিবর্তন হয়।</p>