গল্প
নিয়তি
হুমায়ূন আহমেদ
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
১৬। ‘নিয়তি’ গল্পে লেখকের বোনের নাম কী?
ক) শেফু খ) শিউলি গ) রাবেয়া ঘ) শায়লা
১৭। ‘নিয়তি’ গল্পের লেখক কে?
ক) হুমায়ূন আহমেদ খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) কাজী নজরুল ইসলাম ঘ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
১৮। লেখকের জগদলে থাকার দিনগুলো আনন্দময় ছিল—
i. লেখাপড়ার চিন্তা ছিল না বলে
ii. রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ ছিল বলে
iii. মহারাজার বাড়িতে প্রাচুর্য ছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯।
বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিল কেন?
ক) আদবকায়দার জন্য খ) স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য
গ) সুন্দর চেহারার জন্য ঘ) বয়স হওয়ার জন্য
২০। মহারাজের বৈশিষ্ট্য হিসেবে কী পাওয়া যায়?
ক) ক্ষমতাশালী খ) কৃপণ গ) ভীরু ঘ) দয়ালু
২১। ‘নিয়তি’ গল্পে বাবা কাকে গুলি করে মেরেছিল?
ক) সাপকে খ) ঈগলকে
গ) বেঙ্গল টাইগারকে ঘ) কবুতরকে
২২। মহারাজার রুচির পরিচয় পাওয়া যায় কী দেখে?
ক) বিচিত্র ধরনের বই
খ) বাড়ির নকশা
গ) ছাপাখানা
ঘ) জেনারেটর
২৩।
‘নিয়তি’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক) মুক্তির মহানন্দ
খ) ভয়ংকর সাপের চিত্র
গ) পিতা-পুত্রের দ্বন্দ্ব
ঘ) বেঙ্গল টাইগারের বিষাদ
২৪। প্রতি রবিবার লেখক কত গ্রেন করে কুইনাইন খেতেন?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২৫। ‘নিয়তি’ গল্পে উল্লিখিত কুকুরের নাম নিচের কোনটি?
ক) টাইগার
খ) বেঙ্গল টাইগার
গ) রয়েল টাইগার
ঘ) চিতাবাঘ
২৬। হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র কোনটি?
ক) আলোর মিছিল
খ) আগুনের পরশমণি
গ) ওরা ১১ জন
ঘ) হাঙর নদী গ্রেনেড
২৭।
লেখকের বাবা কুকুরটিকে হত্যা করে কেন?
ক) রাগ করে
খ) রোগ ছড়ানোর ভয়ে
গ) ব্যথিত হয়ে
ঘ) ঘৃণার কারণে
২৮। ‘হুমায়ূন আহমেদ’ কত সালে মাধ্যমিক পাস করেন?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৭০ সালে
২৯। ১৯৪৭ সালে দেশভাগের সময় বাংলাদেশের বহু মানুষ দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যায়। এখানে ‘নিয়তি’ গল্পের কোন চরিত্রটিকে নির্দেশ করে?
ক) মহারাজা
খ) বেঙ্গল টাইগার
গ) কথক
ঘ) শাহীন
৩০। পড়াশোনার যন্ত্রণা যেখানেই নেই সেখানে আছে—
i. মহা আনন্দ
ii. মুক্তির মহানন্দ
iii. হৈ হুল্লোড়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. ক।
প্রবন্ধ
সাহিত্যের রূপ-রীতি
হায়াৎ মামুদ
১। সাহিত্যের পরিধি—
ক) বিশাল খ) সীমাবদ্ধ গ) স্বল্প ঘ) নির্দিষ্ট
২। সাহিত্যের রূপ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক) বিভিন্ন শাখা
খ) ছন্দ, অলংকার
গ) সাহিত্যের বিচার
ঘ) সাহিত্যের পাঠ
৩। ছন্দোবদ্ধ ভাষায় লিখিত রূপকে বলা হয়—
ক) গদ্য খ) নাটক গ) কবিতা ঘ) গান
৪। মহাকাব্য ও গীতিকবিতা কিসের রূপভেদ?
ক) উপন্যাসের
খ) গল্পের
গ) নাটকের
ঘ) কবিতার
৫। যুদ্ধবিগ্রহকে উপজীব্য করে কী রচিত হয়?
ক) কবিতা
খ) কাব্য
গ) মহাকাব্য
ঘ) নাটক
৬। অতিশয় দীর্ঘ কাহিনির কবিতাকে সাধারণভাবে বলা হয়—
ক) কাব্য খ) নাটক গ) মহাকাব্য ঘ) গল্প
৭। কোন কবিতায় কবির মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
ক) গীতিকবিতায় খ) খণ্ড কবিতায়
গ) কাহিনি কবিতায় ঘ) মহাকাব্যে
৮। বাংলা সাহিত্যের গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) বৈষ্ণব কবিতাবলি
ঘ) চৈতন্য ভাগবত
৯। শোকগাথা নিচের কোন কাব্যের পর্যায়ভুক্ত?
ক) মহাকাব্য
খ) গীতিকবিতা
গ) খণ্ড কবিতা
ঘ) সনেট
১০। নিচের কোন কবিকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়?
ক) মধুসূদন দত্ত
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দীন
১১। সাহিত্যের রূপ বলতে যা বোঝানো হয়—
ক) সাহিত্য বিশ্লেষণ করা খ) সাহিত্যের বিভিন্ন উপাদান গ) সাহিত্যের বিভিন্ন শাখা ঘ) সাহিত্যের উদ্দেশ্য
১২। কবিতাকে ‘কবিতা’ বলা হয় কেন?
ক) ছন্দোবদ্ধ ভাষায় লেখা হয়
খ) বর্ণনামূলক ভাষায় লেখা হয়
গ) ছোট করে লেখা হয়
ঘ) চরণ মিল করে লেখা হয়
১৩। রাবণ সীতাকে হরণ করে কেন?
ক) সীতাকে বিবাহ করতে
খ) যুদ্ধ করতে
গ) শূর্পনখার মান রক্ষার্থে
ঘ) মুক্তিপণ আদায়ে
১৪। বৈষ্ণব কবিতাবলিকে গীতিকবিতার আদি নিদর্শন বলার কারণ—
ক) প্রথম রচিত গীতিকবিতা খ) সর্বশ্রেষ্ঠ গীতিকবিতা গ) বৈষ্ণবরা রচনা করেন ঘ) ক্ষুদ্রকায় বলে
উত্তর : ১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক।