অষ্টম অধ্যায়
মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে হিসাবরক্ষণের সুপারিশ করবে?
ক. খুচরা ব্যবসায়
খ. মুদি দ্রব্যাদির ব্যবসায়
গ. মোটরসাইকেল ব্যবসায়
ঘ. প্রসাধনীর ব্যবসায়
২। মাল খতিয়ান থেকে জানা যায়—
i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য,
ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য
iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। প্রারম্ভিক মজুদ একক + ক্রয় একক - বিক্রীত একক = ?
ক. মোট লাভ
খ. বিক্রীত পণ্যের ব্যয়
গ. সমাপনী মজুদ একক
ঘ. পরিচালন মুনাফা
৪।
কোন সময়ে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয়?
ক. নির্দিষ্ট হিসাবকালের শেষে
খ. নির্দিষ্ট হিসাবকালের প্রারম্ভে
গ. বছরের শুরুতে
ঘ. বছরের মাঝামাঝি সময়ে
৫। বিন কার্ড থেকে কী জানা যায় না?
ক. মজুদ মালের মূল্য
খ. মজুদ মালের পরিমাণ
গ. মজুদ মালের প্রাপ্তি
ঘ. মজুদ মালের নির্গমন
৬। একজন ক্রেতা ২০,০০০ টাকা মূল্যের পণ্যের চালান বিক্রেতা থেকে পেল এবং যাতে লেখা ছিল শর্ত ২/১০, নিট/৪৫, এখানে ২/১০ কী?
ক. বাট্টার সময়কাল
খ. ঋণের সময়কাল
গ. নগদ বাট্টা ঘ. ক্রয় বাট্টা
৭। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের চলতি সম্পত্তিসমূহ ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে প্রদর্শন করতে হয়?
ক. মিলকরণ নীতি
খ. পূর্ণ প্রকাশ নীতি
গ. রক্ষণশীল নীতি
ঘ. সমন্বয় নীতি
৮।
মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা যৌক্তিক?
ক. FIFO খ. LIFO
গ. সাধারণ গড় পদ্ধতি
ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি
৯। পণ্য পরিবহনসংক্রান্ত শর্ত হচ্ছে—
i. 2/10, net/30
ii. FOB destination
iii. FOB shipping point
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুদ রাখা আবশ্যক তাকে কী বলে?
ক. গড় মজুদ খ. সর্বোচ্চ সীমা
গ. সর্বনিম্ন সীমা ঘ. নিরাপত্তা মজুদ
১১। বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে?
i. প্রাপ্ত মালের পরিমাণ
ii. ইস্যুকৃত মালের পরিমাণ
iii. মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২।
২/১০ নিট ৩০ বলতে বোঝায়—
i. ১০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা
ii. ৩০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা
iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো—
ক. নিত্য মজুদ পদ্ধতি
খ. কালান্তিক মজুদ পদ্ধতি
গ. সরেজমিনে গণনা পদ্ধতি
ঘ. তৈরি মজুদ পদ্ধতি
১৪। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কত ভাগে বিভক্ত করা হয়?
ক. ৩ ভাগে খ. ২ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৭ ভাগে
১৫। একটি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা?
ক. ৫০০ টাকা খ. ১,৫০০ টাকা
গ. ২,৫০০ টাকা ঘ. ২,০০০ টাকা
১৬।
প্রারম্ভিক মজুদ ৪ টাকা দরে ৬০০ একক, চলতি মাসে ৬ টাকা দরে ৪০০ একক ক্রয় করা হয়। বিক্রয় ৮ টাকা দরে ৮০০ একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত টাকা?
ক. ৫৮০ টাকা খ. ৯৬০ টাকা
গ. ৫০০ টাকা ঘ. ২৭০ টাকা
উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ।