পঞ্চম অধ্যায়
সংবিধান
বহু নির্বাচনী প্রশ্ন
১। সংবিধান হলো রাষ্ট্রের—
ক) প্রকৃতি খ) দর্পণ
গ) কাঠামো ঘ) ধরন
২। রাষ্ট্র পরিচালনার দলিল কোনটি?
ক) সরকার খ) সংগঠন
গ) সংবিধান ঘ) চুক্তি
৩। ভারতের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে?
ক) অনুমোদনের মাধ্যমে
খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ-আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
৪।
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের—
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। নতুন পরিস্থিতি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে কোন ধরনের সংবিধান?
ক) অলিখিত
খ) লিখিত
গ) সুপরিবর্তনীয়
ঘ) দুষ্পরিবর্তনীয়
৬। কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২১৫ সালে
খ) ১২১৩ সালে
গ) ১২১২ সালে
ঘ) ১২১১ সালে
৭। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ—এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
ক) ৭ খ) ৮
গ) ৯ ঘ) ১০
৮।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
ক) সংবিধান
খ) বিচারকের রায়
গ) জনমত
ঘ) প্রথা
৯। কোন দেশের সংবিধান অলিখিত?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) আমেরিকা
ঘ) ইংল্যান্ড
১০। লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?
ক) প্রগতি সহায়ক
খ) জরুরি প্রয়োজনে সহায়ক
গ) বিপ্লবের সম্ভাবনা কম
ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় উপযোগী
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মলি যে দেশে বাস করে, সে দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তার দেশটি পরিচালনার নিয়ম-নীতি এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে।
১১। মলি যে দেশে বাস করে, সে দেশটি পরিচালনার নিয়ম-নীতিগুলো—
i. সহজে পরিবর্তনযোগ্য
ii. রাষ্ট্রের সর্বোচ্চ আইন
iii. লিখিত দলিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। উক্ত সংবিধানটির পঞ্চদশ সংশোধন করার কারণ—
i. রাষ্ট্রীয় মূলনীতির পুনঃপ্রবর্তন
ii. ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা
iii. মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। অলিখিত সংবিধান কোনো কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকার কারণ হলো—
i. শাসনের প্রাচীন ঐতিহ্যকে শ্রদ্ধা করার জন্য
ii. যুগের সঙ্গে দ্রুত তাল মেলানোর জন্য
iii. সাংবিধানিক জটিলতা পরিহার করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। সংবিধান অনুযায়ী বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?
ক) সমাজতান্ত্রিক
খ) রাজতান্ত্রিক
গ) গণপ্রজাতান্ত্রিক
ঘ) সামরিক
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ।