চ) সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর নাম লেখো?
উত্তর : বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সুন্দরবনে রয়েছে জগদ্বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের হরিণ বিশেষ করে চিত্রা হরিণ। সুন্দরবনে নানা প্রজাতির প্রাণীর মধ্যে কুমির, হাঙর, বানর, শজারু, শেয়াল, শকুন, নানা ধরনের পাখি, মৌমাছি, বনমোরগ ইত্যাদি।
ছ) সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে তোমার পরামর্শ লেখো।
উত্তর : সুন্দরবনের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে আমার পরামর্শ হলো—
♦ অবাধে পশুপাখি ও জীবজন্তু শিকার বন্ধ করতে হবে।
♦ প্রাকৃতিক বিপর্যয় বন্ধের জন্য নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।
♦ সরকার বনদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
♦ জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
♦ প্রাণীদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করতে হবে।
জ) সুন্দরবনের কয়েকটি বৃক্ষের নাম লেখো?
উত্তর : বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোলঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর, বাইন, হেঁতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছৈলা, ওড়া, কাঁকরা, সিংরা, ঝানা, খলশি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে বৃক্ষটি জড়িয়ে আছে, সেটি সুন্দরীগাছ।
৪। নিচের বাক্যগুলো পড়ে পদ খুঁজে বের করে খাতায় লিখি।
সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ।
উত্তর :
বিশেষ্য : সুন্দরবন, বাঘ, হরিণ, শিং, গায়ে, দাগ।
বিশেষণ : নানা, বড় বড়, সাদা।
সর্বনাম : কোনোটায়, এদের।
ক্রিয়া : আছে, বলে।
অব্যয়: ছাড়া।
৫। বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
সুন্দর/কুিসত, অমূল্য /মূল্যহীন, ওপরে/নিচে, ধ্বংস/সৃষ্টি, বড়/ছোট, আকাশ/পাতাল,
ভেজা/শুকনো, নেই/আছে, আসে/যায়, বিশাল/ক্ষুদ্র।
ক) সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের --- সম্পদ।
উত্তর : সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ।
খ) শকুন দেখতে যে খুব --- পাখি তা কিন্তু নয়।
উত্তর : শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়।
গ) প্রাণিকুল --- করলে নেমে আসে নানা প্রাকৃতিক বিপর্যয়।
উত্তর : প্রাণিকুল ধ্বংস করলে নেমে আসে নানা প্রাকৃতিক বিপর্যয়।
ঘ) শকুন উড়ে বেড়ায় আকাশের অনেক ---।
উত্তর : শকুন উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে।
ঙ) সুন্দরবনের --- স্যাঁতসেঁতে গোলপাতার বনে রয়েল বেঙ্গল টাইগার ঘুরে বেড়ায়।
উত্তর : সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে রয়েল বেঙ্গল টাইগার ঘুরে বেড়ায়।
চ) সুন্দরবনে চিত্রা হরিণের মাথায় --- শিং থাকে।
উত্তর : সুন্দরবনে চিত্রা হরিণের মাথায় বড় শিং থাকে।
ছ) পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই ---।
উত্তর : পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই।
জ) --- পাখিরা ডানা মেলে উড়ছে।
উত্তর : আকাশে পাখিরা ডানা মেলে উড়ছে।
ঝ) চিতাবাঘ, ওলবাঘ আর বনে দেখা --- না।
উত্তর : চিতাবাঘ, ওলাবাঘ আর বনে দেখা যায় না।
ঞ) সমুদ্রের কোলঘেঁষে গড়ে উঠেছে এই --- বন।
উত্তর : সমুদ্রের কোলঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন।
৬। সঠিক উত্তরটি খাতায় লেখো।
i. কাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা—
ক) ভারত খ) বাংলাদেশ
গ)অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা
ii. আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে?
ক) সিংহ খ) হাতি
গ) বাঘ ঘ) উট
iii. বাংলাদেশের কোন অঞ্চলে হাতি দেখতে পাওয়া যায়?
ক) সিলেট ও খুলনায়
খ) ভাওয়াল ও মধুপুর
গ) রাঙামাটি ও বান্দরবান
ঘ) সবগুলো
iv. কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?
ক) ঈগল খ) শকুন
গ) চিল ঘ) কাক
v. কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে?
ক) চিতাবাঘ
খ) চিত্রা হরিণ গ) ভালুক ঘ)গণ্ডার
vi. সুন্দরবনের কোন প্রাণীটি এখন আর দেখা যায় না?
ক) ওলবাঘ খ) হরিণ
গ) বানর ঘ) শকুন
vii. মানুষের শরীরের জন্য ক্ষতিকর ময়লা ও আবর্জনা কাক খেয়ে ফেলে। এ বাক্যে
‘ক্ষতিকর’শব্দটি হচ্ছে—
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) অব্যয় ঘ) ক্রিয়া
viii. সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে কোন প্রাণীটি ঘুরে বেড়ায়?
ক) রয়েল বেঙ্গল টাইগার
খ) হাতি গ) গণ্ডার
ঘ) শকুন
ix. সুন্দরবনে বাঘ ছাড়াও আর কী দেখতে পাওয়া যায়?
ক) হাতি খ) হরিণ
গ) গণ্ডার ঘ) বুনো শুয়োর
x. যেকোনো দেশের জন্য জীবজন্তু, পশুপাখি অমূল্য সম্পদ কেন?
ক) মানুষের খাদ্যের উৎস
খ) জৈবিক সারের উৎস
গ) পশুপাখি, জীবজন্তু প্রকৃতির প্রাণ
ঘ) বংশবিস্তারে ভূমিকা রাখে।
xi. বন্য প্রাণী রক্ষা করা উচিত কেন?
ক) অর্থ উপার্জনের জন্য
খ) পরিবেশের ভারসাম্যের জন্য
গ) সার্কাস দল বানানোর জন্য
ঘ) বন্য প্রাণী ভয়ংকর বলে
xii. সুন্দরবনকে কেন প্রকৃতির অপার সম্ভার বলা হয়েছে?
ক) গাছের জন্য
খ) প্রাণীর জন্য
গ) পাখির জন্য
ঘ) প্রাকৃতিক সম্পদের জন্য
উত্তর : i. গ ii. ক iii. গ iv. খ v. খ vi. ক vii. খ viii. ক ix. খ x. গ xi. খ xii. ঘ।