‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন।
২১। ‘বিদ্রোহী’ কবিতায় ইন্দ্রাণী-সুতের হাতে কী?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় ইন্দ্রাণী-সুতের হাতে চাঁদ।
২২। ‘বিদ্রোহী’ কবিতায় ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ পঙিক্ততে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ পঙিক্ততে প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান বোঝানো হয়েছে।
২৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না।
২৪। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন?
উত্তর : কবি নিজেকে পিণাক-পাণির ডমরু ত্রিশূল বলেছেন।
২৫। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে ধর্মরাজের দণ্ড বলে অভিহিত করেছেন।
২৬। ‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় দুর্বাসাকে ক্ষ্যাপা বলা হয়েছে।
২৭। নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন?
উত্তর : নজরুল দাবানল হয়ে বিশ্ব দাহন করবেন।
২৮। কবি নিজেকে কার উম্মন মন বলেছেন?
উত্তর : কবি নিজেকে উদাসীর উম্মন মন বলেছেন।
২৯। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় কবি বিধবার বুকের ক্রন্দন-শ্বাস।
৩০। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় কবি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা।
৩১। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?
উত্তর : কবি নিজেকে অর্ফিয়াসের বাঁশরীর সাথে তুলনা করেছেন।
৩২। ‘আমি শ্যামের হাতের বাঁশরী’—এখানে ‘শ্যাম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর : ‘আমি শ্যামের হাতের বাঁশরী’—এখানে ‘শ্যাম’ বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে।
৩৩। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?
উত্তর : নজরুল নিজেকে পরশুরামের কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন।
৩৪। কবি কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন?
উত্তর : কবি উত্পীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন।
৩৫। অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণ-ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন?
উত্তর : অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন।
৩৬। ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস।
৩৭। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
উত্তর : লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য পালাগান রচনা করেন।
৩৮। কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন।