চতুর্থ অধ্যায়
যৌথ মূলধনী কোম্পানির মূলধন
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
১৮। শেয়ার বিক্রি করা কোম্পানির জন্য কী?
ক) বাধ্যতামূলক খ) জরুরি
গ) বাধতামূলক নয়
ঘ) উপকারী
১৯। ঋণপত্র বিক্রি কোম্পানির জন্য কী?
ক) বাধ্যতামূলক খ) জরুরি
গ) বাধ্যতামূলক নয়
ঘ) অতি জরুরি
২০। ঋণপত্র কোম্পানির জন্য কী?
ক) মূলধনের অংশবিশেষ খ) প্রমাণ দলিল
গ) মালিকানার অংশ
ঘ) চুক্তিপত্র
২১।
ঋণপত্রের মালিকরা কোম্পানির জন্য কী?
ক) পরিচালক খ) উদ্যোক্তা
গ) মালিক ঘ) পাওনাদার
২২। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র
ক) ইস্যু করতে পারে
খ) ইস্যু করতে পারে না গ) ক্ষেত্র বিশেষে ইস্যু করতে পারে ঘ) আংশিক ইস্যু করতে পারে
২৩। কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত সিদ্ধান্ত কোথায় গ্রহণ করতে হবে?
ক) ব্যবসায়ে
খ) পরিচালনা পরিষদে
গ) ব্যবস্থাপনায় ঘ) SEC-তে
২৪। শেয়ার ইস্যুর অনুমতি বিবরণপত্রের অনুমোদনের জন্য কার কাছে আবেদন করতে হবে?
ক) উদ্যোক্তা
খ) ব্যবস্থাপক
গ) পরিচালনা পরিষদ ঘ) SEC
২৫।
বিবরণপত্রের কপি কার নিকট জমা দিতে হবে?
ক) পরিচালকমণ্ডলীর নিকট খ) উদ্যোক্তার নিকট
গ) নিবন্ধকের নিকট
ঘ) SEC-এর নিকট
২৬। বিবরণপত্র প্রকাশ করতে হবে কোথায়?
ক) টিভিতে খ) পত্রিকায়
গ) সাময়িকীতে ঘ) ইন্টারনেটে
২৭। শেয়ার বণ্টনের কত দিনের মধ্যে শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে?
ক) ১৫ দিনের মধ্যে
খ) ৩০ দিনের মধ্যে
গ) ৪৫ দিনের মধ্যে
ঘ) ৬০ দিনের মধ্যে
২৮। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে থাকে তাকে কী বলে?
ক) চলতি মূলধন
খ) কার্যকরী মূলধন
গ) মূলধন
ঘ) শেয়ার মূলধন
২৯।
কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায়?
ক) বিবরণপত্রে
খ) পরিমেলবন্ধে
গ) সংঘ-স্মারকে
ঘ) পরিমেল নিয়মাবলিতে
৩০। ইস্যুকৃত মূলধনের যে অংশ জনসাধারণ ক্রয় করতে সম্মত হয় এবং তাদের মধ্যে বণ্টন করা হয় তাকে বলে—
ক) অনুমোদিত মূলধন
খ) ইস্যুকৃত মূলধন
গ) বিলিকৃত মূলধন
ঘ) তলবকৃত মূলধন
৩১। ১০ টাকা করে ইস্যুকৃত ১২,০০০ শেয়ারের মধ্যে ৮,০০০ শেয়ার ক্রয়ের আবেদন পাওয়া গেল, বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
ক) ১,২০,০০০ টাকা
খ) ৬০,০০০ টাকা
গ) ৪০,০০০ টাকা
ঘ) ৮০,০০০ টাকা
৩২। তলবকৃত মূলধনের যতগুলো শেয়ারের টাকা কোম্পানি আদায় করেছে তাকে বলে—
ক) পরিশোধিত মূলধন
খ) তলবকৃত মূলধন
গ) অনাদায়ী তলবি মূলধন ঘ) অতলবি মূলধন
৩৩। কোন মূলধন দ্বারা কোম্পানি কারবার পরিচালনা করে থাকে?
ক) অনুমোদিত মূলধন
খ) বিলিকৃত মূলধন
গ) তলবকৃত মূলধন
ঘ) পরিশোধিত মূলধন
৩৪।
আদায়কৃত মূলধন দেখানো হয়
ক) আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে
খ) আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে
গ) রক্ষিত আয় বিবরণীতে
ঘ) আয় বিবরণীতে
৩৫। কোম্পানি যখন শেয়ার লিখিত মূল্যে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে তাকে বলে—
ক) সমহারে শেয়ার ইস্যু খ) অধিহারে শেয়ার ইস্যু
গ) অবহারে শেয়ার ইস্যু ঘ) অনাদায়ী শেয়ার ইস্যু
উত্তর : ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক।