kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

অষ্টম শ্রেণি : কবিতাংশের প্রশ্ন বাংলা

আতাউর রহমান সায়েম, সিনিয়র সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকবিতা

দুই বিঘা জমি

রবীন্দ্রনাথ ঠাকুর

 

৩। জমি হারিয়ে উপেনের কী অবস্থা হয়েছিল?

উত্তর : জমি হারিয়ে উপেনের ছন্নছাড়া ও বিধ্বস্ত অবস্থা হয়েছিল। জমিদারের করালগ্রাসে পড়ে উপেন তার শেষ সম্বল দুই বিঘা জমি হারায়। মিথ্যা মামলায় সব হারিয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে।

বিজ্ঞাপন

সন্ন্যাসীবেশে সাধুর শিষ্য হয়ে দেশে দেশে গ্রামান্তরে ঘুরে বেড়ায়। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি কোনোমতে ভুলতে পারে না। একদিন সে চির পরিচিত গ্রামে ফিরে আসে। কিন্তু গ্রামের অন্য সব ঠিক থাকলেও তার ভিটামাটি নিশ্চিহ্ন। জমি হারিয়ে উপেনের এহেন অবস্থার সৃষ্টি হয়।

 

৪। ‘তুমি ভূ-স্বামী, ভূমির অন্ত নাই। ’—উপেনের রাজাকে এ কথা বলার কারণ ব্যাখ্যা করো।

উত্তর : কথাটি উপেন জমিদার বাবুকে বলেছিল। কারণ তিনি অনেক জমি থাকা সত্ত্বেও উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনতে চেয়েছিলেন।

‘দুই বিঘা জমি’ কবিতায় জমিদার বাবু অনেক জমির মালিক, তবু তার আরো দুই বিঘা জমির প্রয়োজন। কারণ উপেনের বাড়ির পাশে তিনি যে ফুলের বাগান করেছেন, সেই বাগানের সঙ্গে আরো দু্ই বিঘা জমি যুক্ত হলে বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান হয়। তাই তিনি উপেনের মাথা গোঁজার একমাত্র অবলম্বন দুই বিঘা জমি কিনতে চাইলেন। এ জন্যই উপেন রাজাকে আলোচ্য কথাটি বলেছিল।সাতদিনের সেরা