kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা

আতাউর রহমান সায়েম, সিনিয়র সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেপঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা

‘ফুটবল খেলোয়াড়’ কবিতার রচিয়তা জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরে

কবিতা

ফুটবল খেলোয়াড়

জসীমউদ্দীন

 

·    নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

১।   পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম কোন খেলার নাম অনুচ্ছেদে রয়েছে? এ খেলা জনপ্রিয় হয়ে ওঠার কারণ চারটি বাক্যে লেখো।

     উত্তর : পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম ফুটবল খেলার নাম অনুচ্ছেদে রয়েছে।

বিজ্ঞাপন

এ খেলা জনপ্রিয় হয়ে ওঠার কারণ—

     ক) ফুটবল অনেক আনন্দদায়ক খেলা।

     খ) খেলাটি অনেক উত্তেজনাপূর্ণ।

     গ) আনন্দদানের পাশাপাশি খেলাটি স্বাস্থ্যের জন্যও ভালো।

     ঘ) খেলোয়াড়দের খেলার নৈপুণ্যে দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে যায়।

 

২।   কোনো কিছুর খেয়াল না করে খেলোয়াড় পুনরায় কী শুরু করে? খেলোয়াড় নিজের সবটুকু দিয়ে কী ছিনিয়ে আনে? খেলোয়াড়দের সার্থকতা তিনটি বাক্যে বুঝিয়ে লেখো।

     উত্তর : কোনো কিছুর খেয়াল না করে খেলোয়াড় পুনরায় খেলা শুরু করে। খেলোয়াড় নিজের সবটুকু দিয়ে বিজয় ছিনিয়ে আনে। খেলোয়াড়দের সার্থকতা হলো—

     ক) দর্শকদের আনন্দদান করা।

     খ) বিজয় ছিনিয়ে এনে নিজে আনন্দ লাভ করা।

     গ) খেলার পাশাপাশি নিজের স্বাস্থ্য ভালো রাখা।

৩।   অনেক সময় ফুটবল খেলতে গিয়ে কাদের হাত-পা ভেঙে যায়? ফুটবল খেলার চারটি উপকারী দিক বর্ণনা করো।

     উত্তর : অনেক সময় ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়দের হাত-পা ভেঙে যায়। ফুটবল খেলার চারটি উপকারী দিক হলো—

     ক) খেলোয়াড়দের খেলার নৈপুণ্যে দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে যায়।

     খ) ফুটবল খেলা স্বাস্থের জন্যও ভালো।

     গ) খেলায় জয়লাভে খেলোয়াড়রা আনন্দ লাভ করে।

     ঘ) খেলোয়াড় নিজের ভেতরের সবটুকু ক্রীড়ানৈপুণ্য উপস্থাপন করে।

 

     পাঠ্য বইবহির্ভূত অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

     খেলাধুলা শরীর ও মনের উৎকর্ষ সাধন করে। সুস্থ, সবল, হাসিখুশি জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সুস্থ-সবল জাতি গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে জন্য সারা দুনিয়ায় খেলাধুলার এত সমাদর। তবে আবহাওয়া, জলবায়ু ও ঐতিহ্যগত কারণে প্রতিটি দেশের খেলাধুলার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। বাংলাদেশের জলবায়ু ও আবহাওয়া উপযোগী অত্যন্ত জনপ্রিয় খেলা হচ্ছে হা-ডু-ডু। যখন এ দেশে ক্রিকেট, ফুটবল বা হকি খেলার প্রচলন ছিল না, তখন হা-ডু-ডু ছিল সর্বাধিক প্রচলিত খেলা হা-ডু-ডু। এর অন্য নাম কাবাডি। হা-ডু-ডু বা কাবাডি বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী একটি গ্রামীণ খেলা। কেউ কেউ মনে করেন, এই খেলার জন্ম ফরিদপুরে। কেউ কেউ এর উৎপত্তিস্থল বরিশাল বলে থাকেন। তবে বাংলাদেশের সর্বত্র এই খেলার প্রচলন আছে।

·    নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

১।   খেলাধুলা আমাদের কিসের উৎকর্ষ সাধন করে? খেলাধুলা আর কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা চারটি বাক্যে লেখো।

     উত্তর : খেলাধুলা আমাদের শরীর ও মনের উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আর যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো—

     ক) সুস্থ-সবল শরীর গঠনে।

     খ) হাসিখুশি ও আনন্দময় জীবন গঠনে।

     গ) সময়কে উপভোগ্য ও আনন্দঘন করতে।

     ঘ) সুস্থ-সবল ও হাসিখুশি জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২।   কোনো দেশের খেলাধুলার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয় কোন কারণে? বাংলাদেশের আবহাওয়া উপযোগী খেলা কোনটি? এ খেলা সম্পর্কে তিনটি বাক্য লেখো।

     উত্তর : কোনো দেশের আবহাওয়া, জলবায়ু ও ঐতিহ্যগত কারণে সে দেশের খেলাধুলার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয়। বাংলাদেশের আবহাওয়া উপযোগী খেলা হলো হা-ডু-ডু। এই খেলাটি হলো—

     ক) বাংলাদেশের জাতীয় খেলা।

     খ) একসময়ের সর্বাধিক জনপ্রিয় খেলা।

     গ) বাংলাদেশের সর্বত্র এই খেলার প্রচলন আছে।

৩।   হা-ডু-ডু খেলার অন্য নাম কী? এ খেলার জন্ম কোথায়? কখন হা-ডু-ডু বাংলাদেশে সর্বাধিক প্রচলিত খেলা ছিল, তা তিনটি বাক্যে লেখো।

     উত্তর : হা-ডু-ডু খেলার অন্য নাম কাবাডি। কারো কারো মতে, এ খেলার জন্ম ফরিদপুরে, কেউ বলে বরিশালে। একসময় এ খেলা বাংলাদেশে সর্বাধিক প্রচলিত ছিল। যখন—

     ক) এ দেশে ক্রিকেট খেলার প্রচলন ছিল না।

     খ) এ দেশে ফুটবল খেলা শুরু হয়নি।

     গ) এ দেশে হকি খেলার প্রচলন ছিল না।

·    নিচের কয়েকটি শব্দ এবং অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।

ক)   সুস্থ --- না হলে ভালো খেলোয়াড় হওয়া যায় না।

খ)   খেলাধুলা করলে হা-ডু-ডু খেলার --- আছে।

গ)   খেলাধুলা করলে শরীর ও মনের --- সাধিত হয়।

ঘ)   হা-ডু-ডু একসময় --- জনপ্রিয় খেলা ছিল।

ঙ)   বাংলাদেশের --- ক্রিকেট খেলা শুরু হয়েছে।

     উত্তর :      ক) সবল  খ) প্রচলন       গ) উৎকর্ষ  ঘ) সর্বাধিক     ঙ) সর্বত্র।সাতদিনের সেরা