kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিকদার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মাদারটেক আ. আজিজ স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো, সবুজবাগ, ঢাকা

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচতুর্থ অধ্যায়

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

     নিচের উদ্দীপকটি পড়ে ২২ নং প্রশ্নের উত্তর দাও :

     পাল আমলের শেষ দিকে উত্তরবঙ্গের একটি অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন।

২২।   উদ্দীপকে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে?

     ক) সিপাহি   

     খ) কৈবর্ত   

     গ) কৃষক    

     ঘ) ফকির

২৩।   কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে?

     ক) শশাঙ্ক   

     খ) মহীপাল  

     গ) ধর্মপাল  

     ঘ) অশোক

২৪।

বিজ্ঞাপন

  পালযুগের কেন্দ্রীয় সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?

     ক) কর

     খ) রাজ্য দখল     

     গ) সম্পদ লুট      

     ঘ) সম্পদ বাজেয়াপ্ত

২৫। রামচরিত কার লেখা?

     ক) সন্ধ্যাকর নন্দী   

      খ) বিজয় নন্দী          

     গ) হরপ্রসাদ শাস্ত্রী    ঘ) কৌটিল্য

২৬।   পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?

     ক) শশাঙ্ক   

     খ) গোপাল  

     গ) মহীপাল  

     ঘ) সৌমিত্র

২৭।   রোহিতগিরি নামটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?

     ক) কুটিলামুড়া      

     খ) বড়কামতা      

     গ) ময়নামতী      

     ঘ) লালমাই পাহাড়

২৮।   বিজয় সেন দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কোথায়?

     ক) বিক্রমপুর      

     খ) বর্ধমানপুর      

     গ) বিজয়পুর       

     ঘ) কাশিমপুর

২৯।   ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কিভাবে?

     ক) মৌর্যদের আগমনে  খ) গুপ্তদের আগমনে   গ) সেনদের আগমনে ঘ) পালদের আগমনে

৩০।   লক্ষ্মণ সেনের শাসনকাল কোনটি?

     ক) ১১৭৭-১২০৪ খ্রিস্টাব্দ    খ) ১১৭৮-১২০৫ খ্রিস্টাব্দ    গ) ১১৭৯-১২০৬ খ্রিস্টাব্দ    ঘ) ১১৮০-১২০৭ খ্রিস্টাব্দ

৩১।   বল্লাল সেনের শাসনকাল কোনটি?

     ক) ১১৬০-১১৭৮ খ্রিস্টাব্দ    খ) ১১৬১-১১৭৯ খ্রিস্টাব্দ    গ) ১১৬২-১১৮০ খ্রিস্টাব্দ    ঘ) ১১৬৩-১১৮১ খ্রিস্টাব্দ

৩২।   বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?

     ক) হিন্দু     খ) শৈব     গ) বৌদ্ধ     ঘ) বৈষ্ণব

 

     উত্তর : ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. খ।সাতদিনের সেরা