সোমপুর বিহার
চতুর্থ অধ্যায়
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ)
বহু নির্বাচনী প্রশ্ন
১। মালদহ জেলার লক্ষ্মণাবতীর পূর্ব নাম কী ছিল?
ক) বঙ্গ খ) গৌড় গ) পুণ্ড্র ঘ) হরিকেল
২। ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?
ক) দিনাজপুরে
খ) ফরিদপুরে
গ) পিরোজপুরে ঘ) পাহাড়পুরে
৩। ‘কৈবর্ত বিদ্রোহ’ কার আমলে হয়?
ক) দেবপাল খ) ধর্মপাল গ) বিগ্রহপাল
ঘ) দ্বিতীয় মহীপাল
৪।
বিজ্ঞাপন
ক) লক্ষ্মণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে
খ) বিজয় সেনের পরাজয়ের মধ্য দিয়ে
গ) সামন্ত সেনের পরাজয়ের মধ্য দিয়ে
ঘ) হেমন্ত সেনের পরাজয়ের মধ্য দিয়ে
৫। গোপালের পিতার নাম কী?
ক) প্রভাকর বর্ধন খ) কনৌজ গ) বপ্যট ঘ) শশাঙ্ক
৬। কৌলীন্য প্রথার ফলে সমাজে প্রচলিত ছিল—
i. সামাজিক বৈষম্য
ii. একাধিক স্ত্রী গ্রহণের প্রবণতা
iii. উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭। ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কিভাবে?
ক) মৌর্যদের আগমনে খ) গুপ্তদের আগমনে গ) সেনদের আগমনে ঘ) পালদের আগমনে
৮। ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
ক) হেমন্ত সেন খ) বিজয় সেন
গ) বল্লাল সেন ঘ) লক্ষ্মণ সেন
৯। বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) বখতিয়ার খলজি খ) শিরন খলজি গ) মর্দান খলজি
ঘ) হুসামউদ্দিন খলজি
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
রাজা সুদেবের মৃত্যুর পর বাংলার বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়। ভূস্বামীরা রাজা হওয়ার জন্য সংঘাতে জড়িয়ে পড়ে। সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলো গ্রাস করে ফেলে।
১০। উদ্দীপকের রাজা সুদেবের সাথে বাংলার কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়?
ক) শশাঙ্ক খ) গোপাল গ) গণেশ ঘ) ধর্মপাল
১১। উক্ত রাজ্যটি দুর্যোগপূর্ণ হওয়ার কারণ হলো—
i. যোগ্য শাসকের অভাব
ii. আধিপত্য বিস্তার
iii. সাম্রাজ্যের দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২। ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কোন শতকে?
ক) সপ্তম খ) নবম গ) অষ্টম ঘ) দশম
১৩। কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক) গোপাল খ) হর্ষবর্ধন গ) শশাঙ্ক
ঘ) প্রভাকর বর্ধন
১৪। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কার আমলে নির্মিত হয়?
ক) ধর্মপাল খ) গোপাল গ) রামপাল ঘ) দেবপাল
১৫। বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক) হিন্দু খ) শৈব গ) বৌদ্ধ ঘ) বৈষ্ণব
১৬। বখতিয়ার খলজি কত সালে নদিয়া জয় করেন?
ক) ১২০২ সালে খ) ১২০৩ সালে গ) ১২০৪ সালে ঘ) ১২০৫ সালে
১৭। ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়—
i. শিক্ষানুরাগী ছিলেন বলে ii. নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে
iii. উত্তর ভারতে প্রভুত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮। কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক) ৩২০ খ্রিস্টাব্দ খ) ৩২১ খ্রিস্টাব্দ গ) ৩২২ খ্রিস্টাব্দ ঘ) ৩২৩ খ্রিস্টাব্দ
১৯। বর্মদের রাজধানী কোথায় ছিল?
ক) ময়নামতী খ) দিনাজপুর
গ) বিক্রমপুর ঘ) বগুড়া
২০। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন কেন?
ক) পুষ্যভূতিদের বিরুদ্ধে যুদ্ধে শক্তি বৃদ্ধি করতে খ) যৌথভাবে নতুন দেশ জয় করতে
গ) মৌখরীদের বিরুদ্ধে যুদ্ধে শক্তি বৃদ্ধি করতে ঘ) শশাঙ্ক সামরিক শক্তিতে দুর্বল ছিল বলে
২১। পালযুগের অন্যতম বৈশিষ্ট্য হলো
i. সকল ধর্মের পৃষ্ঠপোষকতা ii. জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা
iii. উন্নয়নমূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ওiii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ।