পঞ্চম অধ্যায়
সালোকসংশ্লেষণ
বহু নির্বাচনী প্রশ্ন
১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
ক) শর্করা খ) আমিষ গ) স্নেহ ঘ) ভিটামিন
২। কাজ করার জন্য কোনটি প্রয়োজন হয়?
ক) শক্তি খ) ক্ষমতা গ) সামর্থ্য ঘ) বল
৩। পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস নিচের কোনটি?
ক) মাটি খ) সূর্য
গ) চন্দ্র ঘ) বায়ু
৪।
বিজ্ঞাপন
ক) সালোকসংশ্লেষণ
খ) ব্যাপন গ) প্রস্বেদন ঘ) অভিস্রবণ
৫। কোনটি সবুজ পাতার কোষগুলোতে বেশি থাকে?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) ক্লোরোপ্লাস্ট
গ) গলজি বস্তু
ঘ) রাইবোসোম
৬। কোন রঙের প্লাস্টিড উদ্ভিদের পাতার সালোকসংশ্লেষণে অংশ নেয়?
ক) কমলা খ) হলুদ গ) লাল ঘ) সবুজ
৭। সালোকসংশ্লেষণে অংশ নেয় নিচের কোনটি?
ক) প্লাস্টিড
খ) নাইট্রোজেন
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) হাইড্রোজেন
৮। পাতা সূর্যরশ্মি বেশি পায় কেন?
ক) এটি সবুজ বলে
খ) এতে প্লাস্টিড আছে বলে গ) এটি চ্যাপ্টা ও প্রসারিত বলে
ঘ) এতে পত্ররন্ধ্র আছে বলে
৯। সাধারণত উদ্ভিদের কোন অঙ্গটিতে সালোকসংশ্লেষণ ঘটে?
ক) মূলে খ) পাতায় গ) পর্বমধ্য ঘ) পর্বে
১০। কম সময়ে অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষিত হয় উদ্ভিদের কোন অংশের মাধ্যমে?
ক) কাণ্ড খ) পাতা গ) শাখা-প্রশাখা
ঘ) পত্রবৃন্ত
১১। পাতার কোন উপাদানটি খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ) মেসোফিল
১২। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় কিসের আদান-প্রদান ঘটে?
ক) গ্যাসের
খ) তরল পদার্থের গ) কঠিন পদার্থের
ঘ) ধাতুর
১৩। কোন অংশ দ্বারা স্থলজ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে?
ক) দেহতল খ) মূলরোম গ) পাতা ঘ) কাণ্ড
১৪। কোনটি সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইডের উৎস?
ক) গাড়ি খ) উদ্ভিদ গ) প্রাণী ঘ) পানি
১৫। কোনটির মাধ্যমে সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড প্রবেশ করে?
ক) লেন্টিসেল
খ) কিউটিকল
গ) জাইলেম টিস্যু
ঘ) পত্ররন্ধ্র
১৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে সম্পূর্ণ হয়?
ক) ৮ খ) ৬ গ) ৪ ঘ) ২
১৭। কোন উদ্ভিদটি সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষায় ব্যবহার করা হয়?
ক) দূর্বা ঘাস
খ) থানকুনি
গ) হাইড্রিলা
ঘ) ডালিয়া
১৮। সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধের সৃষ্টি হয়েছে কোনটির মাধ্যমে?
ক) শ্বসন
খ) সালোকসংশ্লেষণ
গ) প্রস্বেদন ঘ) রেচন
১৯। কোনটি জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য?
ক) পানি খ) আমিষ গ) শর্করা ঘ) ভিটামিন
২০। প্রাণীর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?
ক) রেচন খ) বিপাক গ) পরিপাক ঘ) শ্বসন
২১। কোন গ্যাসটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত হয়?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড গ) কার্বন মনোক্সাইড
ঘ) সালফার ডাই-অক্সাইড
২২। কোনটি প্রাণিকুলের জন্য ক্ষতিকারক গ্যাস?
ক) কার্বন ডাই-অক্সাইড
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক।