প্রথম অধ্যায়
মানব ভূগোল
বহু নির্বাচনী প্রশ্ন
মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র ও বিষয়বস্তু
১। মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
ক) ড্যাডলি স্ট্যাম্প খ) হান্টিং
গ) ভিদ্যাল ডি লা ব্লাশ ঘ) আলেকজান্ডার ভন হুমবোল্ট
২। ‘মানব ভূগোল হচ্ছে পৃথিবী আর তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা’—উক্তিটি কার?
ক) ভিদ্যাল ডি লা ব্লাশ খ) কার্ল রিটার
গ) আলেকজান্ডার ভন হামবোল্ট
ঘ) ড্যাডলি স্ট্যাম্প
৩। চার্চিল স্যাম্পেলের মানুষ-প্রকৃতির আন্তঃসম্পর্কের ধারণাটি কী নামে পরিচিত?
ক) প্রাকৃতিক বিবর্তন খ) প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ
গ) মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়ার ফলাফল
ঘ) মানুষ ও প্রকৃতির পারস্পরিক ভিন্নতার কারণ
৪।
দুটি শক্তিশালী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রকে কী ধরনের রাষ্ট্র বলা হয়?
ক) ডমিনিয়ন
খ) কনফেডারেশন গ) বাফার ঘ) উপনিবেশ
১৩। এশিয়া শব্দের উৎপত্তি কোথা থেকে?
ক) আসিরীয় খ) অসু গ) আসুস
ঘ) প্রাচীন গ্রিক দেবতাদের নাম থেকে
১৪। পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ এশিয়া মহাদেশ?
ক) দুই-তৃতীয়াংশ খ) এক-চতুর্থাংশ
গ) এক-তৃতীয়াংশ ঘ) এক-পঞ্চমাংশ
১৫। পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা অঞ্চল কোনটি?
ক) উত্তর এশিয়ার নিম্ন সমভূমি
খ) মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল
গ) দক্ষিণ এশিয়ার মালভূমি ঘ) দক্ষিণ এশিয়ার নিম্ন সমভূমি
১৬। পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক) আফ্রিকা ও ওশেনিয়া খ) এশিয়া ও দক্ষিণ আমেরিকা
গ) এশিয়া ও ওশেনিয়া ঘ) ইউরোপ ও ওশেনিয়া
১৭।
ইউরোপের দেশগুলোর সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম কী?
ক) EU খ) G3 গ) G8 ঘ) OAS
১৮। সার্কভুক্ত দেশ কয়টি?
ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
১৯। প্রতিষ্ঠাকালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা কত ছিল?
ক) ১০টি খ) ১৫টি গ) ২০টি ঘ) ২৭টি
২০। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা কত?
ক) ৫টি খ) ২০টি গ) ২৭টি ঘ) ৩৭টি
২১। NATO-এর পূর্ণরূপ কী?
ক) North American Treaty Organization
খ) North Atlantic Treaty Organization
গ) North Association Treaty Organization
ঘ) Noth American Treaty Organization
২২। CIS-এর পূর্ণরূপ কী?
ক) Commonwealth of International
খ) Crime Investigation system
গ) Commonwealth of Independent states
ঘ) Colombia Integration society
২৩। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি?
ক) ইউরাল নদী খ) ইউরাল পর্বত গ) কাম্পিয়ান সাগর ঘ) কৃষ্ণ সাগর
২৪। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি?
ক) লোহিত সাগর খ) কৃষ্ণ সাগর গ) কাম্পিয়ান সাগর ঘ) ভূমধ্যসাগর
২৫। লোহিত সাগর আফ্রিকাকে কোন মহাদেশ থেকে পৃথক করেছে?
ক) এশিয়া
খ) ইউরোপ
গ) অস্ট্রেলিয়া
ঘ) দক্ষিণ আমেরিকা
২৬। পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?
ক) সুপিরিয়র
খ) মিসিগান
গ) ইরি ঘ) হিউরন
২৭। নদীবহুল মহাদেশ কোনটি?
ক) এশিয়া খ) অস্ট্রেলিয়া গ) উত্তর আমেরিকা ঘ) দক্ষিণ আমেরিকা
২৮। বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
ক) এশিয়ায়
খ) ইউরোপে
গ) আফ্রিকায়
ঘ) উত্তর আমেরিকায়
২৯। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দীপপুঞ্জ কোন মহাদেশ নামে পরিচিত?
ক) উত্তর আমেরিকা খ) অস্ট্রেলিয়া
গ) দক্ষিণ আমেরিকা ঘ) ইউরোপ
৩০। বরফাবৃত্ত মহাদেশ কোনটি?
ক) ইউরোপ খ) এশিয়া গ) অ্যান্টার্কটিকা ঘ) মধ্য আমেরিকা
৩১। কোরিয়া দক্ষিণ ও উত্তর কোরিয়া নামে দুই ভাগে বিভক্ত হয় কত সালে?
ক) ১৯৩৫ সালে খ) ১৯৫৩ সালে গ) ১৯৬০ সালে ঘ) ১৯৬৭ সালে
৩২। সূর্যোদয়ের দেশ কোনটি?
ক) নরওয়ে খ) ডেনমার্ক গ) অস্ট্রেলিয়া ঘ) জাপান
৩৩। লন্ডনের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) কর্কটক্রান্তি খ) মকরক্রান্তি
গ) মূল মধ্যরেখা ঘ) পশ্চিমারেখা
৩৪। লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী?
ক) অক্ষরেখা
খ) দ্রাঘিমা রেখা গ) মূল মধ্যরেখা ঘ) নিরক্ষরেখা
৩৫। যুক্তরাজ্যের উচ্চ কক্ষের নাম কী?
ক) লোকসভা খ) হাউস অব লর্ডস
গ) হাউস অব কমন্স ঘ) সিনেট
৩৬। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
ক) জাপান খ) কানাডা গ) যুক্তরাজ্য ঘ) যুক্তরাষ্ট্র
বাংলাদেশ : প্রশাসনিক অঞ্চল
৩৭। বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
ক) ১০ নটিক্যাল মাইল খ) ১২ নটিক্যাল মাইল
গ) ১০ নটিক্যাল কিলোমিটার
ঘ) ১২ নটিক্যাল কিলোমিটার
৩৮। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল?
ক) ১২ খ) ১৮ গ) ২০০ ঘ) ৩৫০
৩৯। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান?
ক) পশ্চিমবঙ্গ খ) আসাম গ) মিজোরাম ঘ) ত্রিপুরা
৪০। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
৪১। বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত?
ক) ২৮০ কিলোমিটার খ) ৭১৬ কিলোমিটার
গ) ৩১০ কিলোমিটার ঘ) ৩,৭১৫ কিলোমিটার
৪২। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ২৮০ খ) ৭১৬ গ) ৩১০৫ ঘ) ৩৭১৫
৪৩। পাদদেশীয় সমভূমির অন্তর্গত কোনটি?
ক) রংপুর, দিনাজপুর খ) কুমিল্লা, নোয়াখালী, সিলেট
গ) কুষ্টিয়া, যশোর, খুলনা ঘ) খুলনা, পটুয়াখালী, বরগুনা
৪৪। সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
ক) মৌসুমি খ) ক্রান্তীয় জলবায়ু
গ) ক্রান্তীয় মৌসুমি ঘ) মেরুদেশীয় জলবায়ু
উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. খ ৪১. ঘ ৪২. ক ৪৩. খ ৪৪. খ।