পুস্তকমূল্য =
ক) ক্রয়মূল্য-মুনাফা
খ) ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয়
গ) ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
ঘ) ক্রয়মূল্য+সংস্থাপন ব্যয়
৫। খনিজ সম্পদের অবলোপনের সময় কোন পদ্ধতিটি প্রযোজ্য?
ক) পুনর্মূল্যায়ন পদ্ধতি খ) শূন্যকরণ পদ্ধতি
গ) উৎপাদন একক পদ্ধতি ঘ) সিংকিং ফান্ড পদ্ধতি
৬। কোন পদ্ধতিতে প্রতিবছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসাবে ধার্য করা হয়?
ক) বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি খ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি
গ) সরলরৈখিক পদ্ধতি ঘ) উৎপাদন একক পদ্ধতি
৭। স্থায়ী সম্পত্তির পুস্তকমূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক?
ক) পুস্তকমূল্য = বিক্রয়মূল্য -ক্রয়মূল্য
খ) পুস্তকমূল্য = বিক্রয়মূল্য -মুনাফা
গ) পুস্তকমূল্য = বিক্রয়মূল্য - মোট অবচয়
ঘ) পুস্তকমূল্য = ক্রয়মূল্য -পুঞ্জীভূত অবচয়
৮।
৫০,০০০ টাকা মেশিন ক্রয় করে ৫,০০০ টাকা বহন খরচ ও ১৫,০০০ টাকা সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করা হবে?
ক) ৫০,০০০ খ) ৫৫,০০০ গ) ৬৫,০০০ ঘ) ৭০,০০০
১৭। কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ক) বেতন খ) ভাড়া
গ) অবচয় ঘ) বিক্রয় কমিশন
১৮। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক) কমিশন খ) বাট্টা
গ) অবচয়
ঘ) ধারে বিক্রয়
১৯। অবচয় কোনটি হ্রাস করে?
ক) দায় খ) নগদ
গ) ব্যাংক জমা ঘ) মূলধন
২০। একটি সম্পদের আয়ুষ্কাল ৮ বছর হলে ওই সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে?
ক) ১০% খ) ১২% গ) ১২.৫% ঘ) ১৬%
২১। ‘পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি’ হলো—
ক) সম্পত্তি খ) দায়
গ) খরচ
ঘ) বিপরীত সম্পত্তি
২২। নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পত্তি?
ক) সুনাম
খ) দালানকোঠা
গ) গ্রন্থস্বত্ব ঘ) পেটেন্ট
২৩। ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ২০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ৬ বছর পর অবচয় সঞ্চিতি তহবিলে কত টাকা জমা হবে?
ক) ৮,০০০ টাকা খ) ৯,৩৭১ টাকা
গ) ১০,৬২৯ টাকা ঘ) ১৬,৩৬৪ টাকা
২৪। অবচয় রাখার উদ্দেশ্য কী?
ক) সম্পত্তি প্রতিস্থাপনের জন্য
খ) সম্পত্তি বিক্রি করার জন্য
গ) লাভ বৃদ্ধি করার জন্য ঘ) কর ফাঁকি দেওয়ার জন্য
২৫। হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণ করার সময় যে তিনটি মৌলিক বিষয় বিবেচনা করা হয় তা হলো—
ক) ব্যয়, ব্যবহার কাল ও অবশিষ্ট মূল্য
খ) ক্রয়, বিক্রয় ও মূল্য
গ) ব্যবহার কাল, মূল্য ও আয়ুষ্কাল
ঘ) ক্রয়ের তারিখ, ব্যবহার কাল, ভগ্নাবশেষ মূল্য
২৬। অবলোপন ধার্য করা হয় কোন প্রকার সম্পদের ওপর?
ক) অদৃশ্যমান সম্পত্তির ওপর
খ) দৃশ্যমান সম্পত্তির ওপর
গ) অলীক সম্পত্তির ওপর ঘ) চলতি সম্পত্তির ওপর
২৭। সম্পত্তির কোন প্রকার মূল্যকে অবচয় বলে?
ক) ব্যবহৃত মূল্য
খ) অব্যবহৃত মূল্য
গ) ভগ্নাবশেষ মূল্য ঘ) বিক্রয়মূল্য
২৮। অবচয় হিসাব স্থানান্তরিত হয়—
ক) মালিকানাস্বত্ব বিবরণীতে খ) আয় বিবরণীতে
গ) রক্ষিত আয় বিবরণীতে ঘ) আর্থিক অবস্থার বিবরণীতে
২৯। অবচয় হিসাব একটি—
ক) নামিক হিসাব
খ) ব্যক্তিবাচক হিসাব
গ) সম্পত্তি হিসাব ঘ) দায় হিসাব
৩০। অবচয় কারবারের জন্য কী?
ক) ব্যয় খ) আয় গ) সম্পদ ঘ) দায়
৩১। কোন পদ্ধতিতে সম্পত্তির কোনো ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না?
ক) বার্ষিক সমকিস্তি পদ্ধতি খ) বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি
গ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি ঘ) উৎপাদন ব্যয় পদ্ধতি
৩২। অবচয় আয় বিবরণীর কোন শিরোনামে বসে?
ক) অপরিচালন ব্যয় খ) পরিচালন ব্যয়
গ) অপরিচালন আয় ঘ) নিট ব্যয়
৩৩। নিচের কোনটি অবচয় পদ্ধতি?
ক) মূল্যায়ন খ) ব্যয় বণ্টন
গ) নগদান একত্রীকরণ ঘ) মূল্য নির্ধারণ
৩৪। অবচয় প্রক্রিয়া জড়িত—
ক) মূল্যায়নের সঙ্গে খ) ব্যয় বণ্টনের সঙ্গে
গ) নগদ জমা করার সঙ্গে ঘ) মূল্য নিরূপণের সঙ্গে
৩৫। অবচয়যোগ্য মূল্য বলতে কোন সূত্রটিকে বোঝো?
ক) ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য অবচয়
খ) ক্রয়মূল্য-অবচয়
গ) ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
ঘ) মোট ব্যয়-ভগ্নাবশেষ মূল্য
৩৬। দ্বৈতহ্রাসমান জের পদ্ধতি বলতে কোনটিকে বোঝায়?
ক) সরলরৈখিক পদ্ধতিকে
খ) ক্রমহ্রাসমান জের পদ্ধতিকে
গ) সরলরৈখিক পদ্ধতির অবচয় ধার্যকে
ঘ) একক প্রতি অবচয় ধার্যকে
৩৭। বহিমূল্য বা নিট লিখিত মূল্য বলতে বোঝায়—
ক) ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য খ) বিক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
গ) ক্রয়মূল্য-অবচয় ঘ) ক্রয়মূল্য-অবচয় সঞ্চিতি
৩৮। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ধারণে কোনটি বিবেচিত হবে না?
ক) সম্পদের কার্যকর আয়ুষ্কাল
খ) সম্পদের অবশিষ্ট মূল্য
গ) সম্পদের স্থাপন ব্যয়
ঘ) ওই সম্পদের ওপর জমাকৃত অবচয় সঞ্চিতির জের
৩৯। অবচয় হিসাব সংরক্ষণের উদ্দেশ্য কী?
ক) প্রকৃত মুনাফা নির্ণয় খ) মূলধন সংরক্ষণ
গ) সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়
ঘ) হিসাব নীতি অনুসরণ
৪০। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচনার অযোগ্য?
ক) বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক
খ) সম্পত্তির ক্রয়মূল্য
গ) সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য
ঘ) সম্পত্তির আনুমানিক কার্যকাল
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. কঢ়