ছবি : মোহাম্মদ আসাদ
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
নির্মলেন্দু গুণ
অনুধাবনমূলক প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
১০। ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেওয়ার পর থেকে ‘স্বাধীনতা’ শব্দটি বাঙালির জন্য ভিন্ন তাৎপর্য বহন করে—এ বিষয়টিই বোঝানো হয়েছে কথাটির মাধ্যমে।
‘স্বাধীনতা’ শব্দটি শুধু বুলিমাত্র নয়, এটি একটি অনুভব, মানুষের জন্মগত অধিকার। ‘স্বাধীনতা’ শব্দটি বাঙালির জন্য আরো অনেক বেশি গুরুত্ববাহী।
বিজ্ঞাপন
১১। ‘ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি’— বলতে রেসকোর্স ময়দানকে বোঝানো হয়েছে, যেখানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। সেই ভাষণে ধ্বনিত হয়েছিল বাঙালির মুক্তির চূড়ান্ত দিকনির্দেশনা। কবি তাই এ স্থানটিকে ঢাকার হৃদয় মাঠ বলে অভিহিত করেছেন। কিন্তু স্মৃতিময় এ স্থানটি এখন খেলনা, বাগান ইত্যাদিতে সজ্জিত। কবিমনের ঢাকার হৃদয় মাঠখানিকে এভাবেই সুকৌশলে ঢেকে দিয়েছে স্বাধীনতাবিরোধী অপশক্তি।
১২। ‘জনসমুদ্রের উদ্যান সৈকত’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘জনসমুদ্রের উদ্যান সৈকত’ বলতে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে মানুষের ঢল এবং ঐতিহাসিক মঞ্চটি কাব্যিক ব্যঞ্জনা পেয়েছে তা বোঝানো হয়েছে।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য হাজির হয়েছিল লাখ লাখ মানুষ। কবি মানুষের এমন অভূতপূর্ব সমাবেশকে কল্পনা করেছেন জনসমুদ্রের বাগানরূপে। সেই জনসমুদ্রের একদিকে ছিল বক্তৃতার মঞ্চটি। কবির ভাষায়, সেটি যেন সেই জনসমুদ্রের তীর বা সৈকত। সমুদ্রের ঢেউগুলো যেমন সৈকতে এসে আছড়ে পড়ে, তেমনি রেসকোর্স ময়দানের লাখো জনতার সব ব্যাকুলতা ছিল মঞ্চটিকে কেন্দ্র করে।
১৩। ‘গণসূর্যের মঞ্চ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর : মঞ্চে গণমানুষের প্রাণের নেতার উজ্জ্বল উপস্থিতির বিষয়টিকে তুলে ধরা হয়েছে আলোচ্য উপমাটির মাধ্যমে।
‘গণসূর্য’ অর্থ হলো জনতার সূর্য। সূর্য দ্বারা রূপকার্থে জাতীয় নেতাকে বোঝানো হয়েছে। আর সেই অবিসংবাদিত নেতার জন্য তৈরি হয়েছে একটি ঐতিহাসিক মঞ্চ। বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন জনগণের নেতা, মঞ্চে দাঁড়ানো অবস্থায় তাঁর তেজিয়ান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল। তিনি যেন এক গণসূর্য। সেই নেতা যে মঞ্চে দাঁড়িয়ে, সেটা তো গণসূর্যের মঞ্চ। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ যে মঞ্চে দিয়েছিলেন, সেটিকে ‘গণসূর্যের মঞ্চ’ বলে অভিহিত করা হয়েছে।