ট্যাক্সন কী?
উত্তর : ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক।
৯। উপপ্রজাতি কী?
উত্তর : একই প্রজাতির সদস্যদের মধ্যে যখন বৈচিত্র্য এবং বিভিন্নতার সুস্পষ্ট ও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে উপপ্রজাতি বলে।
১০। শিখা কোষ কী?
উত্তর : Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রের নাম শিখা কোষ।
১১। Radula কী?
উত্তর : মলাস্কা পর্বের প্রাণীদের মুখবিবরে কাইটিন নির্মিত জিহ্বাকে র্যাডুলা বলে।
১২। নটোকর্ড কী?
উত্তর : ভ্রূণাবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে।
১৩। হ্যাগফিশ কী?
উত্তর : Myxini শ্রেণিভুক্ত মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। এরা সবাই সামুদ্রিক। এরা দেখতে বাইন মাছের মতো।
১৪। ল্যামপ্রে কী?
উত্তর : Petromyzontida শ্রেণিভুক্ত মাছগুলো ল্যামপ্রে নামে পরিচিত। এরা সবাই সামুদ্রিক। ডিম ছাড়ার পর কয়েক দিনের মধ্যেই মারা যায়।
১৫। প্রতীক রূপান্তর কী?
উত্তর : Chordata পর্বের Urochordata উপপর্বের প্রাণীদের লার্ভাগুলো উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে তাকে প্রতীক রূপান্তর বলে।
১৬। স্ক্লেরাইট কী?
উত্তর : ঘাসফড়িংয়ের প্রত্যেক দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে।
১৭। হাইপোগন্যাথাস কী?
উত্তর : মুখচ্ছিদ্র নিম্নমুখী হয়ে মস্তষ্কের নিচে অবস্থান করে তাই হাইপোগন্যাথাস বলে।
১৮। ওমাটিডিয়াম কী?
উত্তর : অসংখ্য ওমাটিডিয়াম সমন্বয়ে একেকটি পুঞ্জাক্ষি গঠিত হয়। পুঞ্জাক্ষির গঠন ও কাজের একককে ওমাটিডিয়াম বলে।
১৯। স্পাইরাকল কী?
উত্তর : পতঙ্গের বক্ষের অংকীয় পার্শ্বদেশে দুই জোড়া স্পাইরাকল অবস্থিত। প্রতিটি স্পাইরাকল ডিম্বাকার ছিদ্রবিশেষ এবং পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। রন্ধ্রগুলোর মুখে ছাঁকনি যন্ত্র থাকায় ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভেতরে প্রবেশ করতে পারে না।
২০। হিমোসিল কাকে বলে?
উত্তর : রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে।
২১। ডায়াপজ কী?
উত্তর : ঘাসফড়িংয়ের শীতকালে পরস্ফুিটন বন্ধ থাকে। এ সময়কালকে ডায়াপজ বলে।
২২। ওসেলি কী?
উত্তর : ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির মধ্যে তিনটি সরল চক্ষু থাকে। এই সরল চক্ষুকে বহুবচনে ওসেলি বলে।
২৩। কার্প মাছ কী?
উত্তর : মিঠা পানির যেসব মাছের মাথায় আঁইশ থাকে না; কিন্তু সারা দেহ সাইক্লয়েড আঁইশ দিয়ে আবৃত থাকে, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প মাছ বলে।
২৪। ব্রাংকিওস্টেগাল পর্দা কী?
উত্তর : রুই মাছের কানকোর নিচের কিনারায় একটি করে পাতলা ব্রাংকিওস্টেগাল পর্দা যুক্ত থাকে, এটি ফুলকা-প্রকোষ্ঠের বড় অর্ধচন্দ্রাকার ছিদ্রকে ঢেকে রাখে।
২৫। ভেনাস হার্ট কী?
উত্তর : হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধু CO2-সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলে।
২৬। পেলাজিক ডিম কী?
উত্তর : যেসব ডিম পানির ওপর ভেসে থাকে সেসব ডিমকে পেলাজিক ডিম বলে।
২৭। স্পনিং কী?
উত্তর : ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। স্রোতযুক্ত স্বাদু পানিতে রুই মাছের স্পনিং ঘটে।
২৮। পরিপাক কী?
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে।
২৯। পেরিট্যালসিস কী?
উত্তর : পাকস্থলীর ছন্দোবদ্ধ আন্দোলন বা ঢেউকে পেরিট্যালসিস বলে।
৩০। গ্যাস্ট্রিন কী?
উত্তর : গ্যাস্ট্রিক জুস নিঃসরণ নিয়ন্ত্রণকারী হরমোনকে গ্যাস্টিন বলে।
৩১। ইমালসিফিকেশন কী?
উত্তর : পিত্তরসে অবস্থিত পিত্তলবণের প্রভাবে চর্বির ক্ষুদ্র বিন্দুগুলো ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে।
৩২। লালা কী?
উত্তর : লালাগ্রন্থি থেকে নিঃসৃত রসকে লালা বলে।
৩৩। কাপফার কোষ কী?
উত্তর : যকৃতের ম্যাক্রোফেজকে কাপফার কোষ বলে।