kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায় (তৃতীয় ভাগ)

জাবেদা

বহু নির্বাচনী প্রশ্ন

 

[পূর্ব প্রকাশের পর]

৩৪।  লেনদেনসমূহ জাবেদাভুক্ত করার সময় করণীয় কাজ হলো—

            i. জাবেদার ছক আঁকা

            ii. হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় করা

            iii. লেনদেনের ব্যাখ্যা প্রদান করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i     

     খ) i ও ii          

     গ) ii ও iii       

     ঘ) i, ii ও iii

৩৫।  জাবেদার সুবিধা হলো—

            i. এর মাধ্যমে লেনদেনের বিশ্লেষণ করা যায়

            ii. এর সাহায্যে সহজে খতিয়ান প্রস্তুত করা যায়

            iii. এর সাহায্যে সরাসরি রেওয়ামিল প্রস্তুত করা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) i ও ii          গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৩৬।  প্রতিটি জাবেদা দাখিলায়—

            i. কারণসহ ব্যাখ্যা দিতে হয়

            ii. ডেবিট-ক্রেডিটের টাকার পরিমাণ লিখতে হয়

            iii. লিপিবদ্ধ শেষে একটি রেখা টানতে হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) ii     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৩৭।  প্রতিটি জাবেদা দাখিলার নিচে—

            i. লেনদেন সংঘটনের কারণসহ ব্যাখ্যা লিখতে হয়

            ii. অর্থের মোট পরিমাণের যোগফল দেখাতে হয়

            iii. কারণসহ ব্যাখ্যা দিতে হয়, তবে না দিলেও চলে

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) iii         ঘ)i, ii ও iii

৩৮।  ব্যাংক থেকে উত্তোলন ২০,০০০ টাকা। লেনদেনটি জাবেদাভুক্তকরণে—

            i. নগদান হিসাব ডেবিট ii. ব্যাংক হিসাব ক্রেডিট

            iii. উত্তোলন হিসাব ডেবিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) i ও ii          গ) i ও iii        

     ঘ) i, ii ও iii

৩৯।  জাবেদাকে দৈনিক বই বলার কারণ—

            i. সমজাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয় বলে

            ii. দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করা হয় বলে

            iii. বিভিন্ন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় বলে

     নিচের কোনটি সঠিক?

     ক) ii     খ) i ও ii          গ) i ও iii               ঘ) i, ii ও iii

৪০।  ফয়সালের নিকট থেকে ২৫,০০০ টাকা কর্জ নেওয়া হলো। এর জাবেদা হবে—

            i. নগদান হিসাব ডেবিট ii. ফয়সালের ঋণ হিসাব ক্রেডিট

            iii. ফয়সাল হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii   গ) i ও ii              ঘ) ii ও iii

৪১।  চেক দ্বারা বাড়িভাড়া প্রদান ১০,০০০ টাকা। লেনদেনটি লিপিবদ্ধকরণে—

            i. ভাড়া হিসাব ডেবিট  ii. ব্যাংক হিসাব ক্রেডিট

            iii. নগদান হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) ii   গ) iও ii            ঘ) i ও iii

৪২।  বিক্রয় বাবদ অনাদায়ী পাওনার পরিমাণ ৮,০০০ টাকা। লেনদেনটি জাবেদাভুক্ত হবে—

            i. অনাদায়ী পাওনা হিসাব ডেবিট

            ii. বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট

            iii. বিক্রয় হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) i ও ii          ঘ) ii ও iii

৪৩।  প্রাইজবন্ডের বিনিময়ে পণ্য ক্রয়—

            i. ক্রয় হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট

            ii. বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

            iii. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) iii    ঘ) ii ওiii

৪৪।  সুলতানা মোট ৫০,০০০ টাকার পণ্য ক্রয় করে। তাকে এর ওপর ১৫% ভ্যাট প্রদান করতে হলে তার মোট দেয় টাকার পরিমাণ হলো—

            i. ৬,৫২৩ টাকা

            ii. ৫০,০০০ টাকা

            iii. ৫৭,৫০০ টাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) iii    ঘ) ii ও iii

৪৫।  ভাড়া অর্জিত হয়েছে; কিন্তু পাওয়া যায়নি। এ ক্ষেত্রে ডেবিট হবে—

            i. প্রাপ্য ভাড়া হিসাব

            ii. প্রদেয় ভাড়া হিসাব

            iii. বকেয়া ভাড়া হিসাব

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) ii     গ) iii    ঘ) ii ও iii

৪৬।  আয়কর প্রদান করা হলো ১৫,০০০ টাকা। এ লেনদেনটি লিপিবদ্ধকরণে—

            i. উত্তোলন হিসাব ডেবিট ১৫,০০০ টাকা

            ii. আয়কর হিসাব ডেবিট ১৫,০০০ টাকা

            iii. নগদান হিসাব ক্রেডিট ১৫,০০০ টাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) iii  ঘ) i ও iii

৪৭।  ধারে পণ্য বিক্রয় করা হলো ২০,০০০ টাকা। লেনদেনটি লিপিবদ্ধকরণে—

            i. প্রদেয় হিসাব ডেবিট হবে    ii. প্রাপ্য হিসাব ডেবিট হবে

            iii. বিক্রয় হিসাব ক্রেডিট হবে

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) ii     গ) iii  ঘ) ii ও iii

৪৮।  অফিসের জন্য কাগজ, কলম ও পেনসিল ক্রয় ১,৫০০ টাকা। লেনদেনটি লিপিবদ্ধ হবে—

            i. মনিহারি হিসাব ডেবিট ii. ক্রয় হিসাব ডেবিট

            iii. নগদান হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii   গ) ii   ঘ) i ও iii

৪৯।  সুমনকে ৫,০০০ টাকার চেক প্রদান। এ ক্ষেত্রে লেনদেনটি হবে—

            i. সুমন হিসাব ডেবিট   ii. নগদান হিসাব ডেবিট

            iii. ব্যাংক হিসাব ক্রেডিট

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) i ও iii                    ঘ) ii ও iii

৫০।  জাবেদা হিসাবের সাহায্যকারী বই হলেও প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ বই অধিক গুরুত্ব সহকারে সংরক্ষিত হয়। কারণ—

            i. পরিচ্ছন্ন ও নির্ভুল খতিয়ান প্রস্তুত করার জন্য

            ii. ভুলত্রুটি ও জালিয়াতি হ্রাস করার জন্য

            iii. ভবিষ্যতে লেনদেনসংক্রান্ত ধারণা লাভ করার জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                     গ)ii ও iii               ঘ) i, ii ও iii

 

     উত্তর : ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. ক ৪০. গ ৪১. গ ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. ক ৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. গ ৫০. ঘ।সাতদিনের সেরা