একাদশ অধ্যায়
জীবের প্রজনন
প্রথম অংশ
উদ্ভিদের প্রজনন
অনুধাবনমূলক প্রশ্ন
১। জননকোষ হলো—
i. শুক্রাণু ii. ডিম্বাণু iii. DNA
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। মিয়োসিস কোষবিভাজন—
i. জনন মাতৃকোষে ঘটে ii. দেহকোষে ঘটে iii. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?
ক) একগুচ্ছ খ) দ্বিগুচ্ছ গ) বহুগুচ্ছ ঘ) দললগ্ন
৪।
নিচের কোনটিতে দললগ্ন পুংস্তবক বিদ্যমান?
ক) শিম খ) শিমুল গ) জবা ঘ) ধুতুরা
৫। পরাগায়ণের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়?
ক) গর্ভাশয়ে খ) গর্ভদণ্ডে গ) গর্ভপত্রে ঘ) গর্ভমুণ্ডে
৬। প্রাণীর মাধ্যমে পরাগায়ণ হয় কোন ফুলে?
ক) সরিষা খ) ধান গ) পাতা শেওলা ঘ) কদম
৭। সরিষা ফুলে মৌমাছি বসলে—
i. সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় ii. মৌমাছি উপকৃত হয় iii. সরিষা ক্ষেতের মালিক লাভবান হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮।
কোনটি পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ?
ক) গর্ভপত্র খ) পরাগরেণু গ) ভ্রূণপোষক কলা ঘ) পরাগধানী
৯। পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে—
i. প্রতিপাদ কোষ
ii. জেনারেটিভ কোষ iii. নালিকোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?
ক) ২ খ) ৩ গ) ৬ ঘ) ৮
১১। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১২।
পুং ও স্ত্রী জননকোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়?
ক) নিষেক খ) জাইগোট গ) ভ্রূণ ঘ) অমরা
১৩। দশটি ভ্রূণথলির গর্ভযন্ত্রে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে?
ক) ১০ ও ২০
খ) ২০ ও ১০
গ) ২০ ও ৩০ ঘ) ৩০ ও ১০
১৪। সস্যকোষ কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজম থাকে?
ক) n খ) 2n গ) 3n ঘ) 4n
১৫। কোনটি স্ত্রীগ্যামেটোফাইটের প্রথম কোষ?
ক) পরাগথলি
খ) পরাগনালি
গ) মেগাস্পোর ঘ) জাইগোট
১৬। নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়?
ক) বীজ খ) ফুল গ) ফল ঘ) ভ্রূণ
১৭।
কোনটি ট্রিপ্লয়েড?
ক) ভ্রূণ
খ) সস্যটিস্যু
গ) জাইগোট
ঘ) প্রতিপাদ কোষ
১৮। Apical cell কিসে পরিণত হয়?
ক) পরাগরেণুতে
খ) জাইগোটে
গ) গর্ভাশয়ে ঘ) ভ্রূণে
১৯। নিচের কোন কোষটি ভ্রূণধারক গঠন করে?
ক) এপিক্যাল কোষ খ) নালিকোষ
গ) ভিত্তিকোষ
ঘ) সস্যকোষ
২০। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?
ক) ফলে খ) ভ্রূণে গ) বীজে ঘ) বৃন্তে
২১। জাইগোটের বিভাজন কিভাবে ঘটে?
ক) অণুপ্রস্থে খ) অণুদৈর্ঘ্যে গ) বৃত্তীয়ভাবে
ঘ) সমান্তরালে
২২। একটি সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কতটি পর্যায় দেখা যায়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৩। পরিণত অবস্থায় ডিম্বকটি বীজে পরিণত হয়—
i. ভ্রূণসহ
ii. ভিত্তিকোষসহ
iii. সস্যসহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। প্রকৃত ফল হলো—
i. আম ii. চালতা iii. কাঁঠাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। অপ্রকৃত ফল হলো—
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. গ।