জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
প্রথম অধ্যায়
ব্যবসায়ের মৌলিক ধারণা
[পূর্ব প্রকাশের পর]
৩১। Quaternary বা চতুর্থ পর্যায়ের শিল্প কী?
উত্তর : টেলিকমিউনিকেশন, ইন্টারনেট প্রযুক্তিনির্ভর ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সব শিল্পকেই Quaternary বা চতুর্থ পর্যায়ের শিল্প বলা হয়।
৩২। প্রক্রিয়াজাতকরণ শিল্প কী?
উত্তর : যান্ত্রিক, রাসায়নিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালের রূপান্তর ঘটিয়ে যখন নতুন পণ্য উৎপাদন করা হয় সেটাই প্রক্রিয়াজাতকরণ শিল্প।
৩৩। বিশ্লেষণ শিল্প কী?
উত্তর : একই কাঁচামাল থেকে যখন বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়, তখন তাকে বিশ্লেষণ শিল্প বলা হয়। যেমন—অপরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোল প্রভৃতি।
৩৪।
সংযোজন শিল্প কী?
উত্তর : অন্য শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন যন্ত্রাংশ একত্র করে ‘নতুন উপযোগ’ সৃষ্টিকারী পৃথক পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পকে সংযোজন শিল্প বলা হয়। যেমন—টেলিভিশন, কম্পিউটার প্রভৃতি।
৩৫। যৌগিক শিল্প কী?
উত্তর : ভিন্ন ভিন্ন গুণসম্পন্ন একাধিক কাঁচামালের সংমিশ্রণে নতুন পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পকে যৌগিক শিল্প বলা হয়।
৩৬। নির্মাণশিল্প কী?
উত্তর : বিবিধ শিল্পপণ্যের রূপান্তর ও সংযোজনের মাধ্যমে অবকাঠামোনির্ভর পণ্য বা প্রকল্প তৈরিতে নিয়োজিত শিল্পকে নির্মাণশিল্প বলা হয়। যেমন—বাড়ি বা আবাসন শিল্প, সড়ক নির্মাণ, জাহাজ নির্মাণ প্রভৃতি।
৩৭। মাছের পোনা উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : মাছের পোনা উৎপাদন প্রজননশিল্পের অন্তর্গত।
৩৮। নার্সারি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : নার্সারি প্রজননশিল্পের অন্তর্গত।
৩৯। পোল্ট্রি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : পোল্ট্রি প্রজননশিল্পের অন্তর্গত।
৪০। তেল উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : তেল উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
৪১। সমুদ্র পারে প্রাপ্ত খনি থেকে গ্যাস উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : গ্যাস উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
৪২। সমুদ্র থেকে মৎস্য শিকার কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : সমুদ্র থেকে মৎস্য শিকার নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
৪৩। টেলিভিশন তৈরি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : টেলিভিশন তৈরি সংযোজন শিল্পের অন্তর্গত।
৪৪। কম্পিউটার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : কম্পিউটার তৈরি সংযোজন শিল্পের অন্তর্গত।
৪৫। সাবান উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : সাবান উৎপাদন যৌগিক শিল্পের অন্তর্গত।
৪৬। ওষুধ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : ওষুধ উৎপাদন যৌগিক শিল্পের অন্তর্গত।
৪৭। জাহাজ তৈরি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : জাহাজ তৈরি নির্মাণশিল্পের অন্তর্গত।
৪৮। এরোপ্লেন তৈরি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : এরোপ্লেন তৈরি নির্মাণশিল্পের অন্তর্গত।
৪৯। বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : বিদ্যুৎ উৎপাদন সেবা পরিবেশন শিল্পের অন্তর্গত।
৫০। মোবাইল ফোন কম্পানির ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত?
উত্তর : মোবাইল ফোন কম্পানির ব্যবসায় সেবা পরিবেশন শিল্পের অন্তর্গত।
৫১। বাণিজ্য কী?
উত্তর : পণ্য বিনিময় বা ক্রয়-বিক্রয় এবং এর সঙ্গে জড়িত যাবতীয় সহায়ক কার্যাবলি, যা উৎপাদিত পণ্যকে ভোক্তার হাতে পৌঁঁছে দেয় তাদের সমন্বিতভাবে বাণিজ্য বলা হয়।
৫২। ট্রেড কী?
উত্তর : ইংরেজি ট্রেড শব্দের অর্থ ব্যবসায় বা লেনদেন করা। সাধারণভাবে ক্রয়-বিক্রয় করার কাজকেই ট্রেড বলা হয়।
৫৩। কে জ্ঞানগত বাধা দূর করে?
উত্তর : বাজারজাতকরণ তথা বিজ্ঞাপন জ্ঞানগত বাধা দূর করে।