অ ধ্যা য় ভি ত্তি ক ব্যা ক র ণ
গদ্য
সুন্দরবনের প্রাণী
১। নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখো :
সাধু রূপ — চলিত রূপ
দেখিতে — দেখতে করিয়াছে — করেছে বলিয়া — বলে
মিলিয়া — মিলে বলিতেছেন — বলছেন খাইয়া — খেয়ে
করিয়া — করে করিলে — করলে হইল — হলো
হইবে — হবে দেখিয়াছেন — দেখেছেন হইতেছি — হচ্ছি।
২। বিপরীত শব্দ লেখো :
প্রদত্ত শব্দ — বিপরীত শব্দ
উপকার — অপকার
অস্বাস্থ্যকর — স্বাস্থ্যকর
জীবন — মরণ
অখাদ্য — খাদ্য
দেশে — বিদেশে
পূর্বে — পরে
অপরাধ — নিরাপরাধ
উচিত — অনুচিত
দক্ষ — অদক্ষ।
৩। নিচের যুক্তবর্ণগুলো ব্যবহার করে বাক্য গঠন করো :
শ্ব (শ্ + ব) = বিশ্ব
বাক্য — এই বিশ্বে অনেক কিছু রয়েছে।
স্ম (স্ + ম) = স্মরণ
বাক্য — গরিবদের কথা স্মরণ করতে হবে।
্ল ণ্ড (ণ্ + ড) = গণ্ডার
বাক্য — গণ্ডারের চামড়া অনেক মোটা হয়।
ক্ষ (ক্ + ষ) = শিক্ষক
বাক্য — শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর।
দ্ব (দ্ + ব) = বিদ্বান
বাক্য — বিদ্বান সর্বত্রই সম্মানিত হন।
হ্ন (হ্ + ন) = মধ্যাহ্ন
বাক্য — টিভিতে আজও মধ্যাহ্নের খবর শুনেছি।
স্থ (স্ + থ) = স্থান
বাক্য — ভিক্ষুকটির থাকার স্থান গাছতলায়।
ঘ্ন (ঘ্ + ন) = বিঘ্ন
বাক্য — লেখাপড়ায় বিঘ্ন ঘটলে অনেক ক্ষতি হতে পারে।
ঙ্গ (ঙ্ + গ) = লাঙ্গল
বাক্য — লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়।
ষ্ট (ষ্ + ট) = সৃষ্টি
বাক্য — সৃষ্টিশীল কাজের মূল্যই আলাদা।
ম্প (ম্ + প) = সম্পূর্ণ
বাক্য — সে কাজটি সম্পূর্ণরূপে করেছে।
প্ত (প্ + ত) = সপ্তাহ
বাক্য — সাত দিনে এক সপ্তাহ হয়।
শ্চ (শ্ + চ) = নিশ্চিন্ত
বাক্য — অনেকেই নিশ্চিন্তভাবে ঘুমাতে পারে না।
ল্ল (ল্ + ল) = প্রফুল্ল
বাক্য — প্রফুল্ল মনে কাজ করা উচিত।
ন্ব (ন্ + ব) = সমন্বয়
বাক্য — সমন্বয় হলে অনেক কাজ মজবুত হয়।
ত্ত্ব (ৎ + ৎ +ব) = তত্ত্ব
বাক্য — তত্ত্বগত জ্ঞান ও ব্যাবহারিক জ্ঞান এক নয়।
৪। প্রদত্ত শব্দের সমার্থক শব্দ লেখো :
প্রদত্ত শব্দ — সমার্থক শব্দ বিশ্ব — পৃথিবী, দুনিয়া
পাখি —খেচর, বিহঙ্গ
হাতি — হস্তী, মাতঙ্গ
বৃক্ষ — গাছ, উদ্ভিদ
দক্ষ — পটু, নিপুণ।
৫। এককথায় প্রকাশ করো :
যা লোপ পেয়েছে — অবলুপ্ত যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য
যা প্রয়োগ করা যায় — প্রযোজ্য শাস্তি পাওয়া যোগ্য — দণ্ডনীয় যা নিষেধ করা হয়েছে — নিষিদ্ধ যা করা প্রয়োজন — কর্তব্য।
৬। বাক্যে সাধুরীতির ক্রিয়াপদের চলিত রূপ দেখাও :
সাধু রূপ : প্রাণীর সহিত জুড়াইয়া থাকে দেশের নাম। চলিত রূপ : প্রাণীর সঙ্গে জুড়ে থাকে দেশের নাম।
সাধু রূপ : ক্যাঙ্গারু বলিলেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।
চলিত রূপ : ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।
সাধু রূপ : প্রাণীর কথা মনে করিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবেই।
চলিত রূপ : প্রাণীর কথা মনে করলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই।
সাধু রূপ : গুলবাঘ নামেও এক ধরনের বাঘ দেখিতে পাওয়া যাইত।
চলিত রূপ : গুলবাঘ নামেও এক ধরনের বাঘ দেখতে পাওয়া যেত।