১। নিচের ক্রিয়াপদগুলোর চলিতরূপ লেখো :
সাধুরূপ—চলিতরূপ
আঁকিব— আঁকব
মরিতেছে— মরছে
আসিতেছে— আসছে
দেখিতে — দেখতে
করিতেছে — করছে চলিতেছে — চলছে
ঘুরিতেছে — ঘুরছে
ছুটিতেছে — ছুটছে
দেখিয়াছি — দেখছি।
২। বিপরীত শব্দ লেখো :
প্রদত্ত শব্দ — বিপরীত শব্দ
বন্ধ — খোলা
বীর — কাপুরুষ
মরণ — বাঁচন আকাশ — পাতাল
আপন — পর
আশা — নিরাশা
স্বর্গ — নরক
জন্ম — মৃত্যু।
৩। নিচের যুক্তবর্ণগুলো ব্যবহার করে বাক্য গঠন করো :
ন্ত (ন্ + ত) = অন্ত
বাক্য : মহান আল্লাহর দয়ার অন্ত নেই।
ন্ত্র (ন্ +ৎ+ ্র) = যন্ত্রণা
বাক্য : রহিম সাহেব মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে।
ঙ্গ (ঙ্ +গ) = বঙ্গ
বাক্য : ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল।
ক্ত (ক্ +ত) = মুক্ত
বাক্য : পাপ কাজ থেকে মুক্ত থাকতে হবে।
শ্ব (শ্ + ব) = অশ্ব
বাক্য : অশ্ব খুব দ্রুত দৌড়াতে পারে।
দ্ধ (দ্ + ধ) = শ্রাদ্ধ
বাক্য : আগামীকাল আমার বন্ধুর মায়ের শ্রাদ্ধ হবে।
জ্জ (জ্ + জ) = সজ্জন
বাক্য : সজ্জনদের বিপদে এগিয়ে আসা উচিত।
ঞ্জ (ঞ্ + জ) = নারায়ণগঞ্জ
বাক্য : নারায়ণগঞ্জ একটি জেলার নাম।
ঞ্চ (ঞ্ + চ) = পঞ্চম
বাক্য : আমরা পঞ্চম শ্রেণিতে পড়ি।
স্ব (স্ + ব) = স্বপ্ন
বাক্য : মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে।
ন্ধ (ন্ + ধ) = বন্ধ
বাক্য : অন্ধকারে বন্ধ করো না পাখা।
৪।
প্রদত্ত শব্দের সমার্থক শব্দ লেখো :
প্রদত্ত শব্দ — সমার্থক শব্দ
বদ্ধ — বাঁধন, বন্ধন।
সংকল্প — প্রতিজ্ঞা, অভিলাষ।
মরণ — লোকান্তর, মৃত্যু।
আশা — আকাঙ্ক্ষা, কামনা।
সিন্ধু — সমুদ্র, সাগর।
ইঙ্গিত — সংকেত, ইশারা।
চন্দ্র — চাঁদ, নিশাকর।
স্বর্গ — জান্নাত, বেহেশত।
৫। এককথায় প্রকাশ করো :
এক যুগের পর আরেক
যুগ — যুগান্তর এক দেশ থেকে আরেক
দেশ — দেশান্তর
কোনো কিছু সাদরে
গ্রহণ— বরণ
মৃত্যুর মতো কঠিন
যন্ত্রণা — মরণ যন্ত্রণা
অত্যধিক সাহসী — দুঃসাহসী আকাশের দিকে — স্বর্গপানে
অচেনা জায়গা — অচিনপুর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — সংকল্প।
৬। বাক্যে সাধুরীতির ক্রিয়াপদের চলিতরূপ দেখাও :
সাধুরূপ : মানুষ কেমন করিয়া জগতে ঘুরিতেছে?
চলিতরূপ : মানুষ কেমন করে জগতে ঘুরছে?
সাধুরূপ : কিভাবে মানুষ দেশ হইতে দেশান্তরে ছুটিতেছে?
চলিতরূপ : কিভাবে মানুষ দেশ হতে দেশান্তরে ছুটছে?
সাধুরূপ : কিসের আশায় মানুষ যন্ত্রণাকে বরণ করিতেছে?
চলিতরূপ : কিসের আশায় মানুষ যন্ত্রণাকে বরণ করছে?
সাধুরূপ : পাতাল ফাঁড়িয়া আমি নামিব।
চলিতরূপ : পাতাল ফেঁড়ে আমি নামব।
সাধুরূপ : আকাশ ফুঁড়িয়া আমি উঠিব।
চলিতরূপ : আকাশ ফুঁড়ে আমি উঠব।
সাধুরূপ : বিশ্বজগৎ আমি হাতের মুঠোয় দেখিব।
চলিতরূপ : বিশ্বজগৎ আমি হাতের মুঠোয় দেখব।