সপ্তম অধ্যায়
মানবাধিকার
১। কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’?
উত্তর : জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’।
২। মানুষের অধিকারবিষয়ক এ ঘোষণাপত্র কখন অনুমোদিত হয়?
উত্তর : মানুষের অধিকারবিষয়ক এ ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর অনুমোদিত হয়।
৩। মানবাধিকার কাকে বলে?
উত্তর : জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের সব সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে।
৪। চারটি মানবাধিকার সম্পর্কে লেখো।
উত্তর : চারটি মানবাধিকার নিম্নরূপ :
ক) সমাজে সবার সমান মর্যাদার অধিকার
খ) শিক্ষা গ্রহণের অধিকার
গ) আইনের চোখে সমতা
ঘ) নারী-পুরুষের সমান অধিকার
৫। মানবাধিকার রক্ষায় সবার তিনটি করণীয় লেখো।
উত্তর : মানবাধিকার রক্ষায় সবার তিনটি করণীয় হলো—
ক) সবার মানবাধিকার রক্ষায় কাজ করা
খ) সবাইকে সচেতন করা
গ) কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করা।
৬।
‘ধনী-গরিব সবার জন্য একই আইন প্রযোজ্য হবে’ এটি কোন মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘ধনী-গরিব সবার জন্য একই আইন প্রযোজ্য হবে’ এটি আইনের চোখে সমতা নামক মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত।
৭। অটিজম কী?
উত্তর : অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।
৮। কাদের অটিস্টিক শিশু বলে?
উত্তর : যেসব শিশু স্নায়ুতন্ত্রের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত, অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে, সেসব শিশুকে অটিস্টিক শিশু বলে।
৯। অটিস্টিক শিশুর তিনটি পজেটিভ বৈশিষ্ট্য লেখো।
উত্তর : অটিস্টিক শিশুর তিনটি পজেটিভ বৈশিষ্ট্য হলো—
ক) অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। খ) কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে।
গ) কোনো কোনো অটিস্টিক শিশু চমত্কার প্রতিভার অধিকারী হয়, যেমন— ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া।
১০। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত?
উত্তর : শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত।
১১। অটিস্টিক শিশুদের আমরা বিশেষ যত্ন নেব কেন?
উত্তর : অটিস্টিক শিশুদের আমরা বিশেষ যত্ন নেব, কারণ তাদেরও সমানভাবে বিকশিত হওয়ার অধিকার রয়েছে।
১২। শিশুর মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : শিশুর মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ হলো—
ক) অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত
খ) পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন।
১৩। আবিরের বয়স ১১ বছর, সে কারখানায় কাজ করে। এ ক্ষেত্রে তার কোন অধিকার লঙ্ঘিত হচ্ছে?
উত্তর : এ ক্ষেত্রে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
১৪। নাফিসা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে, গৃহকর্ত্রী তাকে নির্যাতন করেন। এ ক্ষেত্রে তুমি কী করবে?
উত্তর : এ ক্ষেত্রে আমি এই ধরনের মানবাধিকারবিরোধী কাজের জন্য ৯৯৯-এ ফোন করে আইনের সহায়তা গ্রহণ করতে পারি।
১৫। শিশুশ্রম বলতে কী বোঝো?
উত্তর : ১৮ বছর বয়সের কম বয়সী শিশুদের অর্থের বিনিময়ে কোনো কাজে নিয়োজিত করাকে শিশুশ্রম বলে। শিশুশ্রম বেআইনি।
১৬। আমাদের সমাজে নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : আমাদের সমাজে নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ হলো—
ক) মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।
খ) বাড়িতে কাজে সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।
১৭। বাংলাদেশে কত বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি?
উত্তর : বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি।