kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

ব হু নি র্বা চ নী প্র শ্ন

এইচএসসি প্রস্তুতি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেনবম অধ্যায়

ঝুঁকি ও মুনাফার হার

১ । শুধু একটি সম্পদে বিনিয়োগ করলে কোন ঝুঁকি সৃষ্টি হয়? 

     ক) ব্যাবসায়িক ঝুঁকি        খ) পোর্টফোলিও ঝুঁকি             গ) একক ঝুঁকি

     ঘ) আর্থিক ঝুঁকি

     উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মিসেস পুনম ইসলামপুরে কাপড়ের ব্যবসায়ে আগ্রহী। সর্বপ্রকার সিদ্ধান্ত গ্রহণের পর তিনি উপলব্ধি করলেন যে তার নিজের গচ্ছিত তহবিল ব্যবসায় আরম্ভ করার জন্য পর্যাপ্ত নয়। অতঃপর তিনি রুপসা ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণের জন্য আবেদন করলেন। ব্যাংক তাঁর মোট মূলধনের ৫০ শতাংশ অর্থ ব্যাংকঋণ হিসেবে প্রদান করে। অবশেষে তিনি মোট মূলধনের ১২ অংশ ও নিজের গচ্ছিত তহবিল থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায় আরম্ভ করেন।

২।   মিসেস পুনমের ঋণ গ্রহণের ফলে—

     ক) ব্যবসায় ঝুঁকির সৃষ্টি হয়                 খ) আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়     গ) মোট ঝুঁকির সৃষ্টি হয়          ঘ) দায় সৃষ্টি হয়

৩।   মিসেস পুনম ঋণ গ্রহণের ফলে উদ্ভূত ঝুঁকি—

     ক) পরিহারযোগ্য  

     খ) অপরিহারযোগ্য   

     গ) সাময়িকভাবে পরিহারযোগ্য   

     ঘ) কোনোটিই নয়

৪।   অঞ্জন্স লিমিটেড প্রতিটি শেয়ার ৭০ টাকায় ক্রয় করেন এবং ১০০ টাকায় বিক্রয় করেন। শেয়ারপ্রতি ২ টাকা করে লভ্যাংশ পেলে, প্রতিষ্ঠানটির মোট মুনাফার হার কত?

     ক) ২৪.৪৪% 

     খ) ২৮.৫৭%  

     গ) ৩১.৪৩%   

     ঘ) ৪৫.৭১%

৫। CAPM মডেলে কত ধরনের ঝুঁকি বিবেচনা করা হয়? 

     ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪

৬।   কোনটি ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি? 

     ক) গাণিতিক গড়    

     খ) প্রত্যাশিত আয়   

     গ) আদর্শ বিচ্যুতি    

     ঘ) ঘটনার ফলাফল     

৭।   প্রতি একক ঝুঁকির প্রত্যাশিত আয় হলো—

     ক) বিভেদাঙ্ক 

     খ) পরিমিত ব্যবধান                গ) সহভেদাঙ্ক   

     ঘ) বিটা

৮।   মুদ্রাস্ফীতির কারণে কী ধরনের ঝুঁকি হয়?  

     ক) ব্যাবসায়িক  

     খ) আর্থিক  

     গ) তারল্য        

     ঘ) বাজার  

৯।   ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধানের সাহায্যে—

     ক) মোট ঝুঁকি পরিমাপ করা হয়    

     খ) বাজার ঝুঁকি পরিমাপ করা হয়

     গ) একক ঝুঁকি পরিমাপ করা হয়  

     ঘ) কোনোটি নয়

১০। কোন ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?

     ক) সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে     খ) পরিকল্পনা প্রণয়নে   

     গ) পরিচালনার ক্ষেত্রে      ঘ) মূলধন সংগ্রহে

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. কসাতদিনের সেরা