<p>সংক্ষিপ্ত  প্রশ্ন</p> <p>নবম অধ্যায়</p> <p>আমাদের জীবনে প্রযুক্তি</p> <p>১।   বিভিন্ন প্রযুক্তি কিভাবে উদ্ভাবন করা হয়েছে?</p> <p>     উত্তর : বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।</p> <p>২।   বিজ্ঞান কী?</p> <p>     উত্তর : প্রকৃতি সম্পর্কিত যে জ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে এবং বর্ণনা করে তা-ই হলো বিজ্ঞান।</p> <p>৩।   বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন কেন?</p> <p>     উত্তর : প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন।</p> <p>৪।   অনুমান কী?</p> <p>     উত্তর : পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নের সম্ভাব্য উত্তর ঠিক করে খাতায় লিখে রাখাই হলো অনুমান।</p> <p>৫।   প্রযুক্তি কী?</p> <p>     উত্তর : প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যাবহারিক প্রয়োগ।</p> <p>৬।   প্রযুক্তি ব্যবহারের কয়েকটি ক্ষেত্র উল্লেখ করো।</p> <p>     উত্তর : প্রযুক্তি ব্যবহারের কয়েকটি ক্ষেত্র নিম্নরূপ :</p> <p>     যেমন—শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি।</p> <p>৭।   বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক কী?</p> <p>     উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।</p> <p>৮।   মানুষ কেন প্রযুক্তি উদ্ভাবন করেছে?</p> <p>     উত্তর : জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে।</p> <p>৯।   কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়?</p> <p>     উত্তর : আঠারো শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয়।</p> <p>১০। প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে কখন?</p> <p>     উত্তর : আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।</p> <p>১১। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?</p> <p>     উত্তর : বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে।</p> <p>১২। বাষ্পীয় ইঞ্জিন কী কাজে ব্যবহার করা হতো?</p> <p>     উত্তর : বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো।</p> <p>১৩। বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ কী ব্যবহার করে?</p> <p>     উত্তর : বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে।</p> <p>১৪। মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করেন?</p> <p>     উত্তর : মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।</p> <p> </p> <p>১৫। খালি চোখে দেখা যায় না এমন বস্তু অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার    করেন?</p> <p>     উত্তর : খালি চোখে দেখা যায় না এমন বস্তু অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।</p> <p>১৬। মানুষ কেন কৃষি-প্রযুক্তি আবিষ্কার করেছে?</p> <p>     উত্তর : খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি-প্রযুক্তি আবিষ্কার করেছে।</p> <p>১৭। কয়েকটি কৃষি-প্রযুক্তির নাম লেখো।</p> <p>     উত্তর : কয়েকটি কৃষি-প্রযুক্তির নাম নিম্নরূপ—যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি ইত্যাদি।</p> <p>১৮। আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষের কী উপকারে আসছে?</p> <p>     উত্তর : আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে।</p> <p>১৯। ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় কেন?</p> <p>     উত্তর : বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।</p> <p>২০। রাসায়নিক সার উদ্ভিদের কী উপকার করে?</p> <p>     উত্তর : রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধিতে ও অধিক ফসল উৎপাদনে সহায়তা করে।</p> <p>২১। ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করতে ফসলে কী ব্যবহার করা হয়?</p> <p>     উত্তর : রাসায়নিক পদার্থ ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করতে ফসলে ব্যবহার করা হয়।</p> <p>২২।  জৈব-প্রযুক্তি কী?</p> <p>     উত্তর : মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব-প্রযুক্তি।</p> <p>২৩। জৈব-প্রযুক্তি কিভাবে মানুষের জীবনমান উন্নত করছে?</p> <p>     উত্তর : জৈব-প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকা-মাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে।</p> <p>২৪। প্রযুক্তির কয়েকটি ক্ষতিকর প্রভাব লেখো।</p> <p>     উত্তর : প্রযুক্তির কয়েকটি ক্ষতিকর প্রভাব নিম্নরূপ—অধিকহারে প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ বেড়েছে, অস্ত্র তৈরি ও ব্যবহার বাড়ছে। তা ছাড়া টেলিভিশন ও কম্পিউটার অধিক ব্যবহারে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে।</p> <p>২৫। একনাগাড়ে কতক্ষণ টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?</p> <p>     উত্তর : একনাগাড়ে এক ঘণ্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।</p>