প্রাথমিক বাজার কী?
উত্তর : যে বাজারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও সরকার জনসাধারণের কাছে প্রথমবারের শেয়ার বা বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করে তাকে প্রাথমিক বাজার বলে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলাদেশের শেয়ারবাজারের স্পর্শকাতর বিষয়গুলো হলো—
i. ফটকবাজদের দৌরাত্ম্য
ii. স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা
iii. আমদানি রপ্তানি নীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর কত সালে পুনরায় শেয়ারবাজারের কার্যক্রম শুরু হয়?
ক) ১৯৭২ খ) ১৯৭৪ গ) ১৯৭৬ ঘ) ১৯৮৩
৩। মানি লন্ডারিং সংগঠিত হওয়ার উপায় হলো—
i. প্লেসমেন্ট
ii. লিভারেজ
iii. ন্টিগ্রেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। নিচের কোনটি মুদ্রাবাজারের উপাদান?
ক) সাধারণ শেয়ার খ) অসীম বন্ড
গ) দীর্ঘমেয়াদি ঋণ ঘ) বাণিজ্যিক পত্র
৫। কোম্পানির আয় ও সম্পদ থেকে কাদের পাওনা সর্বপ্রথম পরিশোধ করতে হয়?
ক) সাধারণ শেয়ারহোল্ডারদের
খ) অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের
গ) বন্ডহোল্ডারদের
ঘ) সরকার
৬। ঝুঁকিবিহীন সিকিউরিটি কোনটি?
ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার
গ) বাণিজ্যিক পত্র ঘ) ট্রেজারি বিল
৭। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস কোনটি?
ক) ব্যবসায় ঋণ
খ) ট্রেজারি বিল
গ) বাণিজ্যিক দলিল ঘ) সাধারণ শেয়ার
৮। ICB-র পূর্ণরূপ কোনটি?
ক) Investment Corporation of Bangladesh
খ) Investment Company of Bangladesh
গ) International Commerce Bank
ঘ) Invernational Committee for Business
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আসিফ মেঘনা গ্রুপ থেকে ২০ টাকা মূল্যের ১০০০ শেয়ার ক্রয় করেন। তিনি নির্দিষ্ট হারে নিয়মিত লভ্যাংশ প্রত্যাশা করেন। তবে কোম্পানিতে তার কোনো ভোটাধিকার নেই এবং কোম্পানি পরিচালনায় তাঁর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
৯। জনাব আসিফ কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার
গ) বোনাস শেয়ার ঘ) রাইট শেয়ার
১০। ব্যাবসায়িক দৃষ্টিকোণ থেকে জনাব আলীর কোন ধরনের শেয়ার ক্রয় করা যুক্তিযুক্ত হতো?
ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার
গ) রাইট শেয়ার
ঘ) বোনাস শেয়ার
১১। ওটিসি বাজারে লেনদেন হয়—
i. তালিকাভুক্ত পাবলিক লি. কোম্পানির শেয়ার
ii. অতালিকাভুক্ত পাবলিক লি. কোম্পানির শেয়ার
iii. তালিকাচ্যুত পাবলিক লি. কোম্পানির শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. গ।