kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

নবম-দশম শ্রেণি - জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেনবম-দশম শ্রেণি - জীববিজ্ঞান

পঞ্চম অধ্যায়

খাদ্য, পুষ্টি এবং পরিপাক

১।        ১৫ কিলোক্যালরি = কত জুল?

            ক) ৬২,৭০০      খ) ৬২,৮০০

            গ) ৬২,৯০০      ঘ) ৬৩,৭০০

২।         কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?

            ক) ভাত            খ) আলু

            গ) রুটি ঘ) খিচুড়ি

৩।        ১০০ গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালরি বেশি পাওয়া যাবে কোনটি থেকে?

            ক) ভাত            খ) চিনি

            গ) মাছ ঘ) চর্বি

৪।        একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে কত গ্রাম চর্বির প্রয়োজন?

            ক) ৩০-৪০        খ) ৪০-৫০

            গ) ৫০-৬০        ঘ) ৬০-৭০

৫।        মিশ্র আমিষে অ্যামাইনো এসিড থাকে কত রকম?

            ক) ৬                খ) ৮       গ) ১০            ঘ) ১৪

৬।        পরিশ্রমী পূর্ণবয়স্ক মহিলার সুষম খাদ্যের ক্ষেত্রে প্রয়োজন—

            i. দুধ ২০০ গ্রাম

            ii. পাতাযুক্ত শাক ১৫০ গ্রাম

            iii. আমিষ ২৫ গ্রাম

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৭।        একজন লোকের দৈনিক প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ভর করে—

            i. মৌল বিপাকের ওপর

            ii. দৈহিক পরিশ্রমের ধরনের ওপর

            iii. খাদ্যের প্রভাবের ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৮।       মিশ্র খাদ্যের উদাহরণ হলো—

            i. চিনি              ii. দুধ   

            iii. খিচুড়ি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii            খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৯।        বিশুদ্ধ খাদ্য হলো—

            i. গ্লুকোজ                      ii. চিনি   

            iii. দুধ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১০।      ক্যালরি নির্ণয়ের ক্ষেত্রে ক্যালরি শূন্য ধরে হিসাব করতে হয়—

            i. ভিটামিন   

            ii. স্নেহ বা চর্বি   

            iii. খনিজ লবণ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii             খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

            নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শাহীন সকালের নাশতায় ৮০ গ্রাম গমের আটার রুটি ও ১টি ডিম (১০০ গ্রাম) খায়।

১১।      শাহীনের গৃহীত রুটি থেকে প্রায় কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?

            ক) ২৫৬ কিলোক্যালরি  খ) ২৭৩ কিলোক্যালরি

            গ) ৩২০ কিলোক্যালরি  ঘ) ৩৪২ কিলোক্যালরি

১২।      শাহীন সকালের নাশতা থেকে মোট কত কিলোক্যালরি শক্তি পায়?

            ক) ৩৬৭ কিলোক্যালরি খ) ৪২৯ কিলোক্যালরি

            গ) ৪৪৬ কিলোক্যালরি  ঘ) ৫১৫ কিলোক্যালরি

১৩।      বিএমআরের মান নির্ভর করে—

            i. বয়সের ওপর   ii. লিঙ্গের    

            iii. শরীরের রক্তচাপের ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii             খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৪।      নিবিড় পরিশ্রমী, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে। তার বিএমআরের মান ১৭৮৭.৫ কিলোক্যালরি হলে, তার দৈনিক ক্যালরি চাহিদা কত?

            ক) ৩০৮৩.৪ কিলোক্যালরি       খ) ২৭৭০.৬ কিলোক্যালরি

            গ) ২৪৫৭.৮ কিলোক্যালরি        ঘ) ২১৪৫.০ কিলোক্যালরি

            নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রহিম সাহেবের ওজন ১০০ কেজি, উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, বয়স ৪৫ বছর।

১৫।      রহিম সাহেবের BMR কত?

            ক) ১৯৫২ ক্যালরি         খ) ১৯৫৫ ক্যালরি

            গ) ১৯৬০.৪ ক্যালরি     ঘ) ২০৩৯.১৬ ক্যালরি

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর  :  ১. ক ২. ঘ ৩. ঘ ৪. গ. ৫ খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. খ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ।সাতদিনের সেরা