ব হু নি র্বা চ নী প্র শ্ন
প্রথম অধ্যায় (দ্বিতীয় ভাগ)
ঘটনা ও লেনদেন
[পূর্ব প্রকাশের পর]
৭১। ‘জীবন বিমার প্রিমিয়াম প্রদান’ হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
ক) A ও L খ) L ও OE গ) A, L ও OE ঘ) A ও OE
৭২। প্রতিষ্ঠানে চালান ব্যবহৃত হয় কেন?
ক) বাকিতে ক্রয়-বিক্রয় প্রাথমিকভাবে ক্রয়-বিক্রয় বহিতে লিপিবদ্ধ করার জন্য
খ) নগদে মাল ক্রয়-বিক্রয় লিপিবদ্ধ করার জন্য
গ) সকল প্রকার ক্রয়-বিক্রয় প্রাথমিকভাবে ক্রয়-বিক্রয় বহিতে লিপিবদ্ধ করার জন্য
ঘ) চালানের ওপর ভিত্তি করে ক্রয়-বিক্রয়সহ যাবতীয় কার্যাবলি লিপিবদ্ধ করার জন্য
৭৩। অনুপার্জিত আয়, আয় হিসাবে অর্জিত হলে হিসাবে কোন পরিবর্তন হবে?
ক) দায় হ্রাস পাবে খ) আয় হ্রাস পাবে
গ) ব্যয় বৃদ্ধি পাবে ঘ) সম্পদ হ্রাস পাবে
৭৪। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হিসেবে নিচের কোনটি তুমি লেনদেন হিসেবে চিহ্নিত করবে?
ক) ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে মি. জয় ১০,০০০ টাকা ভাড়ায় একটি দোকান নিলেন
খ) শাহিনের সঙ্গে ৫০,০০০ টাকার পণ্য সরবরাহের চুক্তি হলো
গ) ভিক্ষুককে ১০০ টাকা ভিক্ষা প্রদান করা হলো
ঘ) হরতালজনিত কারণে ২,০০,০০০ টাকার অর্ডার পেছানো হলো
৭৫। সিয়ামকে বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা। এটি হিসাব সমীকরণের কোথায় পরিবর্তন আনে?
ক) নগদ হ্রাস, দায় হ্রাস
খ) নগদ হ্রাস, দায় বৃদ্ধি
গ) নগদ বৃদ্ধি, মালিকানা স্বত্ব বৃদ্ধি
ঘ) নগদ হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস
৭৬। ‘রেড লাইট’ একটি নতুন কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায়ের পরিচিতির জন্য এ প্রতিষ্ঠানটি ১,০০০টি কলম বিনা মূল্যে রোভারপল্লী ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেন। হিসাব সমীকরণে এর প্রভাব কী?
ক) A হ্রাস I বৃদ্ধি খ) A হ্রাস ও OE বৃদ্ধি
গ) A বৃদ্ধি ও OE বৃদ্ধি ঘ) OE হ্রাস I বৃদ্ধি
৭৭। শুলতানা লাইব্রেরি বাংলাবাজার থেকে বই ক্রয় করে আনার জন্য গাড়ি ভাড়া ১,০০০ টাকা প্রদান করে। শুলতানা লাইব্রেরির হিসাব সমীকরণে এর প্রভাব কী?
ক) সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
খ) সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি
গ) স্বত্বাধিকার হ্রাস ও সম্পত্তি হ্রাস
ঘ) স্বত্বাধিকার হ্রাস ও দায় হ্রাস
৭৮। ধারে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে চালান। এরূপ বিক্রয়ের সময় বিক্রেতা এটিতে উল্লেখ করে—
i. পণ্যের উৎপত্তিস্থল
ii. পণ্যের পরিমাণ
iii. পণ্য বিক্রয়ের শর্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৯। ডেবিট নোটকে বলা হয়—
i. দেনা লিপি ii. দেনা চিঠি iii. পাওনা লিপি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮০। কারবারে ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয়—
i. নগদে পণ্য বিক্রয়ের জন্য ii. বিভিন্ন প্রকার আয়ের জন্য
iii. পণ্যের ফরমায়েশ প্রাপ্তির স্বীকৃতিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮১। ফারিহা ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ২ মাস পর সুনীলকে পরিশোধ করে। এ উদাহরণে—
i. একটি লেনদেন অন্যটি থেকে আলাদা
ii. বিলম্বিত লেনদেনের ঘটনা ঘটেছে
iii. মাল ক্রয় ও মূল্য পরিশোধ পরস্পর সম্পর্কযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮২। অনগদ ব্যয় হলো—
i. সম্পত্তির অবচয় খরচ
ii. সুনামের অবলোপন খরচ
iii.সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৮৩। ডেবিট নোটে উল্লেখ থাকে—
i. মালের পরিমাণ
ii. মালের দর
iii. কারবারি বাট্টা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৮৪। লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে—
i. নগদে সম্পদ ক্রয় করা হলে
ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮৫। কারবারে মালিকানাস্বত্ব প্রভাবিত হয়—
i. মালিকের বিনিয়োগ দ্বারা ii. ব্যবসায়ের আয়-ব্যয় দ্বারা
iii. ব্যবসায়ের গ্রন্থস্বত্ব দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৭১. ঘ ৭২. ক ৭৩. ক ৭৪. গ ৭৫. ঘ ৭৬. ঘ ৭৭. গ। ৭৮. গ ৭৯. ক ৮০. খ ৮১. খ ৮২. ক ৮৩. ঘ ৮৪. খ ৮৫. ঘ।
মন্তব্য