ব হু নি র্বা চ নী প্র শ্ন
প্রথম অধ্যায় (দ্বিতীয় ভাগ)
ঘটনা ও লেনদেন
[পূর্ব প্রকাশের পর]
৩৪। মালিক কর্তৃক নগদ উত্তোলন ১,০০০ টাকা। এর জাবেদা দাখিলা হলো—
উত্তোলন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
এখানে ‘উত্তোলন হিসাবকে’ ডেবিট করার কারণ কী?
ক) সম্পদ বৃদ্ধি
খ) মূলধন বৃদ্ধি
গ) দায় হ্রাস
ঘ) মালিকানাস্বত্ব হ্রাস
৩৫। বিক্রয়ফেরত পণ্যের ওপর কোন প্রামাণ্য দলিলটি প্রস্তুত করা হয়?
ক) চালান
খ) ক্যাশ মেমো
গ) ক্রেডিট নোট
ঘ) ডেবিট ভাউচার
৩৬।
হিসাববিজ্ঞানের গাণিতিক সূত্র : A = L + OE। এখানে A ও L-এর মধ্যস্থিত চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়?
ক) হিসাবের ডান ও বাঁ দিক
খ) উভয় পার্শ্ব সমান
গ) আর্থিক ঘটনা ও লেনদেন
ঘ) হিসাবের শ্রেণিবিন্যাসকরণ
৩৭। রফিক সম্প্রতি আদালত কর্তৃক ঋণ পরিশোধে অক্ষম বলে ঘোষিত হয়েছে। তাই ব্যবসায় জগতে রফিকের পরিচয়—
ক) দেউলিয়া হিসেবে খ) সুবিধা গ্রহণকারী হিসেবে
গ) কারবারের মালিক হিসেবে
ঘ) ব্যবসায়ের উদ্যোক্তা হিসেবে
৩৮।
হিসাববিজ্ঞানে লেনদেনের উৎস হলো—
ক) চালান
খ) ভাউচার
গ) মাল বিক্রয়
ঘ) ফরমায়েশ গ্রহণ
৩৯। চালান বইতে কার স্বাক্ষর দেওয়া হয়?
ক) ক্রেতার
খ) বিক্রেতার
গ) মালিকের
ঘ) ক্রেতা ও বিক্রেতা উভয়ের
৪০। জনাব রনিকে ১২,০০০ টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। এটি লেনদেন না হওয়ার যৌক্তিকতা কী?
ক) কারবারে কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়া
খ) বিবিধ দেনাদারের উদ্ভব ঘটা
গ) মালিকের নিজস্ব ইচ্ছার প্রতিফলন ঘটা
ঘ) অর্থের আদান-প্রদান অনুপস্থিত থাকা
৪১।
কোনো ঘটনা যদি অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য না হয়, তবে তাকে লেনদেন বলা যাবে না। যেমন—
ক) আসবাবপত্রের অবচয় ধরা হলো
খ) পণ্য বিনিময় করা হলো
গ) বইয়ের মূল্য পরিশোধ করা হলো
ঘ) বাকিতে কাগজ-কলম কেনা হলো
৪২। ক্রেডিট নোট কে তৈরি করে থাকে?
ক) বিক্রেতা
খ) মালিক
গ) হিসাবরক্ষক
ঘ) বিনিয়োগকারী
৪৩। চালানে দেখানো হয় কোন বাট্টা?
ক) প্রাপ্ত বাট্টা
খ) প্রদত্ত বাট্টা
গ) পরিমাণ বাট্টা
ঘ) কারবারি বাট্টা
৪৪। ক্যাশ মেমো সাধারণত কয় কপি প্রস্তুত করা হয়?
ক) ২ কপি
খ) ৩ কপি
গ) ৪ কপি
ঘ) ৫ কপি
৪৫।
অদিতি লক্ষ্মীবাজার থেকে নগদ টাকায় মিষ্টি কিনে দোকানিকে ক্যাশ মেমো দিতে বলে। এ অবস্থায় দোকানি অদিতিকে ক্যাশ মেমোর এক কপি প্রেরণ করে। এখানে দোকানি কোন কপিটি অদিতিকে দিয়েছে?
ক) মূল কপি
খ) কার্বন কপি
গ) ফটোকপি
ঘ) সত্যায়িত কপি
৪৬। ভাউচার প্রধানত কত প্রকার হয়?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৭
৪৭। ক্যাশ মেমোর উপরিভাগে কোনটির উল্লেখ থাকে?
ক) ক্রেতার পূর্ণ পরিচয়
খ) পণ্যের উৎপত্তি স্থানের তথ্য
গ) মূল্য পরিশোধের সময়
ঘ) বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
৪৮। ‘দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না’—লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলে?
ক) দাতা-গ্রহীতা
খ) পরিপূর্ণতা
গ) স্বয়ংসম্পূর্ণতা
ঘ) দ্বৈতসত্তা
৪৯। ক্যাশমেমোর মূল কপি কাকে দেওয়া হয়?
ক) বিক্রেতাকে
খ) ক্রেতাকে
গ) ব্যবস্থাপককে
ঘ) বাহককে
৫০। কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
ক) দেনাদার
খ) মালিক
গ) পাওনাদার
ঘ) শ্রমিক
৫১। ব্যবসায়িক লেনদেন সংরক্ষণ করা হয় কেন?
ক) কারবারের ব্যয় হ্রাস করার জন্য
খ) অধিক মুনাফা অর্জন করার জন্য
গ) সঠিক তথ্য সরবরাহ করার জন্য
ঘ) ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য
৫২। অফিসে ব্যবহৃত কম্পিউটার বিক্রয় করলে লেনদেনের গুণগত পরিবর্তন হওয়ার কারণ কী?
ক) সমীকরণের উভয় দিকে উপাদানগুলোর পরিবর্তন ঘটে
খ) একটি সম্পদ বাড়ে এবং একটি দায় বাড়ে
গ) সমপরিমাণ টাকা দ্বারা A ও P-এর পরিবর্তন হয়
ঘ) সমীকরণের এক পাশের পরিবর্তন ঘটে
৫৩। প্রতিটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক) সম্পদের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
খ) দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
গ) স্বত্বাধিকারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
ঘ) সম্পদ, দায় ও স্বত্বাধিকারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
৫৪। কোনটি আর্থিক অবস্থার গুণগত পরিবর্তনের উদাহরণ?
ক) দায় পরিশোধ
খ) অবচয় ধার্য
গ) ধারে সম্পত্তি ক্রয় ঘ) সম্পত্তি ক্রয়
৫৫। নিচের কোনটি লেনদেনের উদাহরণ?
ক) রমিজকে ম্যানেজার হিসেবে নিয়োগ
খ) পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ
গ) কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ
ঘ) ম্যানেজারকে বেতন প্রদান
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. খ ৪২. ক ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. খ ৫০. গ ৫১. গ ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. ঘ ৫৫. ঘ।