ব হু নি র্বা চ নী প্র শ্ন
একাদশ অধ্যায়
জীবের প্রজনন
১। নিম্ন শ্রেণির জীবে কোন ধরনের প্রজনন ঘটে?
ক) অযৌন জনন
খ) যৌন জনন
গ) অঙ্গজ জনন
ঘ) কৃত্রিম জনন
২। সাধারণত পোকামাকড় কোন অংশে বসে ফুলের মধু খায়?
ক) পুপাক্ষ খ) দল গ) বৃতি ঘ) স্ত্রীস্তবক
৩। যুক্তধানী ফুলের—
i. পরাগদণ্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। একলিঙ্গ ফুলে—
i. পুস্তবক থাকলে স্ত্রীস্তবক থাকে না
ii. স্ত্রীস্তবক থাকলে পুংকেশর থাকে না
iii. বৃতি থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। রঙিন ও মধুযুক্ত ফুলে পরাগায়নের মাধ্যম কোনটি?
ক) বায়ু খ) প্রাণী গ) পতঙ্গ ঘ) পানি
৬। ডিম্বকরন্ধ্রের দিকের প্রথম কোষ কোনটি?
ক) গর্ভযন্ত্র খ) গর্ভপত্র গ) গর্ভাশয় ঘ) গর্ভমুণ্ড
৭। এপিক্যাল কোষটি ধীরে ধীরে কিসে পরিণত হয়?
ক) ভ্রুণে খ) জাইগোটে গ) গর্ভযন্ত্রে ঘ) বীজে
৮। ডিম্বাণুর দুই পাশে অবস্থিত কোষ দুটির নাম কী?
ক) Synergids খ) Egg Apparatus
গ) Antipodal Cells ঘ) Nucelllus Tissue
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
৯। দুইটি পুংজনন কোষের একটি কোনটির সঙ্গে মিলিত হয়ে সস্যকলা সৃষ্টি করে?
ক) A খ) B গ) C ঘ) D
১০। চিত্র M এ D—
i. পরিবর্তিত হয়ে বীজে পরিণত হয়
ii. ১টি পুংজনন কোষের সঙ্গে যুক্ত হয়ে জাইগোট তৈরি করে iii. প্রতিপাদ কোষের বিপরীত মেরুতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) পলিপ্লয়েড
১২। বহিঃনিষেক হয়—
i. প্রাণিদেহের বাহিরে
ii. প্রাণিদেহের ভিতরে
iii. বিভিন্ন মাছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
ক) পিটুইটারি
খ) প্যারোটিড
গ) শুক্রাশয়
ঘ) থাইরয়েড
১৪। জরায়ুর প্রাচীরে ভ্রুণের সংযুক্তিকে কী বলে?
ক) অমরা খ) ভ্রুণগঠন গ) গর্ভধারণ
ঘ) প্লাসেন্টেশন
১৫। গঠন্মুখ ভ্রুণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছালে এই পর্যায়ে ভ্রুণকে কি বলে?
ক) ক্লিভেজ খ) ব্লাস্টোসিস্ট গ) স্ফিটাস ঘ) প্লাসেন্টা
১৬। শুক্রাশয় থেকে নিঃসৃত হয়—
i. ইস্ট্রোজেন
ii. প্রোজেস্টেরন
iii. রিলাক্সিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭। AIDS-এর পূর্ণরূপ কী?
ক) Acquired Immunological Deficiency Syndrome
খ) Acquired Immuno Difference Syndrome
গ) Acquired Immuno Deficiency Syndrome
ঘ) Actual Immuno Deficiency Syndrome
১৮। এইডসের বিস্তার ঘটেছে এমন দেশের সংখ্যা কতটি?
ক) ১৫৪ খ) ১৬০ গ) ১৬৪ ঘ) ১৬৮
১৯। HIV ভাইরাসের আকৃতি কীরূপ?
ক) গোলাকার খ) দণ্ডাকার গ) ব্যাঙাচি আকার
ঘ) সূত্রাকার
২০। দশটি ভ্রুণ থলির গর্ভযন্ত্রে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু?
ক) ১০ ও ২০
খ) ২০ ও ১০
গ) ২০ ও ৩০
ঘ) ৩০ ও ১০
২১। স্বপরাগায়ন ঘটে কোন ফুলে?
ক) ধুতুরা খ) শিমুল গ) পেঁপে ঘ) কুমড়া
২২। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৩। কোনটি প্রাথমিক জনন কোষ?
ক) মূল খ) পরাগধানী গ) দলমণ্ডল ঘ) উপবৃতি
২৪। মহিলাদের মেনোপেজ দশায় কোন লক্ষণটি দেখা যায়?
ক) হাতগুলো ভঙ্গুর হয়ে যায়
খ) গিঁটের প্রদাহ কমে যায় গ) ক্ষুধামান্দ্য হয় ঘ) হাড়ের বৃদ্ধি ঘটে
২৫। থ্যালাসেমিয়া রোগীদের কোন উপাদানসমৃদ্ধ ফল পরিহার করা উচিত?
ক) নাইট্রোজেন
খ) লৌহ
গ) সালফার
ঘ) ফসফরাস
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২.খ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. ক ৮.ক ৯.গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. খ।
মন্তব্য