kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

নবম দশম শ্রেণি ♦ বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনবম অধ্যায়

দুর্যোগের সাথে বসবাস

জ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

[পূর্ব প্রকাশের পর]

১।   বজ্রঝড় কী?

     উত্তর : বজ্রঝড় বা টর্নেডো হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ, যা হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ সাধন করে।

২।   কার্বনদূষণ কাকে বলে?

     উত্তর : কার্বনদূষণ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে বোঝায়।

৩।   সাইক্লোন কী?

     উত্তর :  নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস বয় তখন তাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে।

৪।   ভূমিকম্প কাকে বলে?

     উত্তর : ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন ভূত্বকে আকস্মিক যে আন্দোলন সৃষ্টি করে তাই ভূমিকম্প।

৫।   খরা কাকে বলে?

     উত্তর : যখন মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানিশূন্য হয়ে যায় এবং এর ফলে এতে গাছপালা ও শস্য জন্মাতে পারে না, তখনকার সে অবস্থাই হলো খরা।

৬।   টেনটনিক প্লেট কী?

     উত্তর : আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত, যাদের বলা হয় টেকটনিক প্লেট।

৭।   Tsunami এর অর্থ কী?

     উত্তর : Tsunami

শব্দের অর্থ বন্দরের ঢেউ।

৮।   সুনামি কী?

     উত্তর : সমুদ্র তলদেশে প্রচণ্ড ভূমিকম্পের ফলে সৃষ্ট সমুদ্রের লাখ লাখ টন পানির বিশাল ঢেউ তীর ভূমির কাছে এসে আরো দীর্ঘ ও শক্তিশালী হয়ে ভয়ংকর  জলোচ্ছ্বাসের রূপ নেয়, তাই হলো সুনামি।

৯।   মরা নদী কাকে বলে?

     উত্তর : যেসব নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতার কারণে বসবাসকারী মাছসহ সব প্রাণী মারা যায় এবং এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকে সেসব নদীকে মরা নদী বলে।

১০। পরিবেশদূষণ কী?

     উত্তর : পরিবেশদূষণ হলো রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে ধরনের পরিবর্তন।

১১। নগরায়ণ কী?

     উত্তর : শহর বা নগর সৃষ্টির প্রক্রিয়াই হলো নগরায়ণ।

১২। বৈশ্বিক উষ্ণতা কী?

     উত্তর : বৈশ্বিক উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।

১৩। IPCC এর পূর্ণরূপ কী?

     উত্তর : IPCC এর পূর্ণরূপ হলো Intergovernmental Panel on Climate Change।

মন্তব্যসাতদিনের সেরা