’ উক্তিটির প্রবক্তা কে?
ক) আর এন কার্টার খ) মনীষী গর্ডন শিলিংলো
গ) অধ্যাপক জে বেটি ঘ) ফ্রান্সিস ডাব্লিউ প্রিক্সলি
৪২। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য সরবরাহ করে থাকে। এ প্রেক্ষিতে হিসাববিজ্ঞানকে কী বলে আখ্যায়িত করা যায়?
ক) বিজ্ঞানাগার
খ) মূল্যের পরিমাপক
গ) তথ্যভাণ্ডার
ঘ) অর্থের সূচক
৪৩। হিসাববিজ্ঞান কী?
ক) কলা
খ) বিশুদ্ধ বিজ্ঞান
গ) কলা ও বিজ্ঞান উভয়ই ঘ) আচরণগত বিজ্ঞান
৪৪। আর্থিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কত সালে?
ক) ১৮০০ খ) ১৮৪০ গ) ১৯০০ ঘ) ১৯২৫
৪৫। হিসাবরক্ষণের অন্যতম কাজ কী?
ক) লেনদেন লিপিবদ্ধকরণ খ) গাণিতিক শুদ্ধতা যাচাই
গ) তুলনামূলক বিশ্লেষণ ঘ) অনুপাত বিশ্লেষণ
৪৬। হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৪৭। ‘Summa De Arithmetica, Geometria, Proportioniet Proportionalita’ গ্রন্থের রচয়িতা কে?
ক) এল সি ক্রুপার খ) এ ডাব্লিউ জনসন
গ) লুকা প্যাসিওলি ঘ) আর এন কার্টার
৪৮। ICAB-এর পূর্ণরূপ কী?
ক) The Institute of Chartered Accountants of Bangladesh
খ) The Institute of Cost Accountants of Bangladesh
গ) The Institute of Certified Accountants of Bangladesh
ঘ) The Information of Chartered Accountants of Bangladesh
৪৯। হিসাববিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত?
ক) Accounting Information System
খ) Financial Accounting System
গ) Financial Information System
ঘ) American Information System
৫০। কারবারে মূলধন সরবরাহ করে কে?
ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খ) অভ্যন্তরীণ নিরীক্ষক
গ) কর্মচারীবৃন্দ
ঘ) মালিকপক্ষ
৫১। হিসাববিজ্ঞান বলতে আভিধানিক অর্থে কী বোঝায়?
ক) আর্থিক লেনদেন সম্পাদন
খ) গণনা সম্পর্কিত বিজ্ঞান
গ) ব্যবসায়ের পরিধি বৃদ্ধি ঘ) প্রযুক্তির আধুনিক ব্যবহার
৫২। AICPA-এর পূর্ণরূপ কী?
ক) Accounting Institute of Certified Public Accountants
খ) American Institute of Certified Public Accountants
গ) American Information of Certified Public Accountants
ঘ) American Institute of Certified Public Account
৫৩। প্রাচীনকালে মানুষ কিভাবে হিসাব সংরক্ষণ করত?
ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
খ) দু’তরফা দাখিলা পদ্ধতিতে
গ) গুহায় দাগ ও আঁচড় কেটে
ঘ) পাতায় তুলি দিয়ে লিখে
৫৪। প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?
ক) চাকরি
খ) কৃষিকাজ
গ) ব্যবসায়-বাণিজ্য ঘ) ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার
৫৫। হিসাব তথ্যের ব্যবহারকারী
i. পাওনাদার
ii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
iii. বিনিয়োগকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৫৬। হিসাবজ্ঞানের উদ্দেশ্য হলো—
i. লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৭। হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক) বিনিয়োগকারী খ) আয়কর কর্তৃপক্ষ
গ) পরিচালক
ঘ) সরকার
৫৮। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে?
ক) মালিকপক্ষ
খ) পরিচালক
গ) ঋণদাতা
ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক
৫৯। হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
৬০। ‘আর্থিক ফলাফল নির্ণয়’ হিসাববিজ্ঞানের কী?
ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য খ) হিসাববিজ্ঞানের আওতা
গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
৬১। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
ক) লেনদেন লিখে রাখা খ) ব্যয় নির্ণয় করা
গ) আয় নির্ণয় করা ঘ) আর্থিক ফলাফল নির্ণয় করা
৬২। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ করার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে কী বলে?
ক) কলাবিদ্যা
খ) হিসাববিজ্ঞান
গ) নীতিশাস্ত্র
ঘ) অর্থায়ন গ্রন্থ
৬৩। কে সর্বপ্রথম হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন?
ক) লুকা প্যাসিওলি খ) এ ডাব্লিউ জনসন
গ) এলসি ত্রুপার
ঘ) আর এন কার্টার
৬৪। মানবসভ্যতার শুরু থেকে ১৪৯৪ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?
ক) আদি যুগ
খ) লৌহ যুগ
গ) নব্য যুগ
ঘ) অন্ধকার যুগ
৬৫। Book-keeping বলতে কী বোঝায়?
ক) তথ্য বিশ্লেষণ
খ) লেনদেন লিপিবদ্ধকরণ
গ) হিসাবের বই সংরক্ষণ ঘ) হিসাবের প্রতিবেদন প্রকাশ
৬৬। ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭৭
খ) ১৯৭৪
গ) ১৯৭২
ঘ) ১৯৭৫
৬৭। হিসাববিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি?
ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
খ) আর্থিক হিসাববিজ্ঞান
গ) মূল্যস্ফীতি হিসাববিজ্ঞান ঘ) মানবসম্পদ হিসাববিজ্ঞান
৬৮। এ ডাব্লিউ জনসন কী ছিলেন?
ক) দার্শনিক
খ) হিসাববিজ্ঞানী
গ) পদার্থবিজ্ঞানী
ঘ) গণিতশাস্ত্র বিশারদ
৬৯। মুদ্রা যুগে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবস্থা না থাকায় মানুষ ব্যবসায় সংক্রান্ত নানা তথ্য পশুর চামড়ায় লিখে রাখত। মুদ্রা যুগের হিসাবরক্ষণের এ পদ্ধতিটি বর্তমানে কী নামে পরিচিত?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) ভুল সংশোধনী পদ্ধতি
গ) দু’তরফা দাখিলা পদ্ধতি ঘ) রক্ষণশীল হিসাব নীতি ব্যবস্থা
৭০। কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়?
ক) ব্যবস্থাপনা
খ) ব্যবসায় উদ্যোগ
গ) হিসাববিজ্ঞান
ঘ) অর্থনীতি
৭১। লুকা প্যাসিওলি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
ক) জুলু খ) মাউরি গ) টোডা ঘ) ফ্রানসিস
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ ৪১. ঘ ৪২. গ ৪৩. গ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. ঘ ৫১. খ ৫২. খ ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ঘ ৫৭. গ ৫৮. গ ৫৯. খ ৬০. ক ৬১. ঘ ৬২. খ ৬৩. ক ৬৪. ক ৬৫. গ ৬৬. ঘ ৬৭. ঘ ৬৮. খ ৬৯. ক ৭০. গ ৭১. ঘ