ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

একাদশ-দ্বাদশ শ্রেণি ♦ হিসাববিজ্ঞান প্রথম পত্র

  • মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
একাদশ-দ্বাদশ শ্রেণি ♦ হিসাববিজ্ঞান প্রথম পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

প্রথম অধ্যায়

প্রথম ভাগ

সূচনা

[পূর্ব প্রকাশের পর]

২৭।  হিসাববিজ্ঞানের ব্যবস্থাপকীয় কার্যবলি কোনটি?

     ক) শ্রেণিবদ্ধকরণ    

     খ) গাণিতিক শুদ্ধতা যাচাই

     গ) কর নির্ণয় 

     ঘ) পণ্য মূল্য নির্ধারণ

২৮।  হিসাববিজ্ঞান কার্যক্রম কতগুলো বিশেষ নীতি ও পদ্ধতির সমন্বয়ে উদ্দেশ্য সাধন করে থাকে। এ দিকটি বিবেচনায় হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

     ক) কলা     খ) যুক্তিবিদ্যা

     গ) ব্যবস্থাপনা 

     ঘ) সামাজিক বিজ্ঞান

২৯।

  আভিধানিক অর্থে ‘হিসাব’ বলতে কী বোঝায়?

     ক) যাচাই করা

     খ) গণনা করা

     গ) পরীক্ষা করা    

     ঘ) বাছাই করা

৩০।  কারবার প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?

     ক) গ্রাহকসেবা বৃদ্ধি করা     খ) মুনাফা অর্জন করা

     গ) জালিয়াতি দূর করা ঘ) শ্রমিকদের অবনতি দূর করা

৩১।  হিসাববিজ্ঞানের জনক কে?    

     ক) জে আর বাটলিবয়  খ) আর এন কার্টার

     গ) লুকা প্যাসিওলি    ঘ) হারমেনসন

৩২।  ‘Convention’ শব্দটির অর্থ কী?

     ক) ধারণা    খ) প্রথা     গ) পদ ঘ) ব্যাপ্তি

৩৩।

  বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে কোন সংস্থা?

     ক) IBA                        খ) ICAB        গ) BMA          ঘ) BIBM

৩৪।  হিসাববিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলার যৌক্তিকতা কোনটি?

     ক) লেনদেন হিসাবভুক্তিতে দ্বৈতসত্তা নীতি অনুসরণ করা

     খ) হিসাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা

     গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল গঠন করা

     ঘ) সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা

৩৫।  আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনটি জানা যায়?

     ক) তারল্য অনুপাত   খ) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ

     গ) পণ্যওয়ারি ফলাফল ঘ) বোনাস শেয়ারের পরিমাণ

৩৬।  মূল্যবোধ ও জবাবদিহিতার অভাবে মানুষ কী হয়ে যায়?

     ক) দরিদ্র          খ) অসুস্থ     গ) স্বেচ্ছাচারী  ঘ) অলস

৩৭।

  হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ‘প্রাক বিশ্লেষণ পর্বের’ সময়কাল কোনটি?

     ক) ১০০০-১৪৯৩   

     খ) ১৪৯৪-১৮০০

     গ) ১৮০০-১৯৫০   

     ঘ) ১৯৫০-২০০৮

৩৮।  কোন যুগের গণনা থেকে হিসাব লিখনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়?

     ক) মুদ্রার যুগের    

     খ) বিশ্লেষণপূর্ব যুগের

     গ) বিনিময় যুগের   

     ঘ) প্রস্তর যুগের

৩৯।  হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের কী বলা হয়?

     ক) ভাষা     খ) কৌশল    গ) নীতি     ঘ) ব্যবস্থাপনা

৪০।  আধুনিক হিসাবশাস্ত্রের উৎপত্তি হয়েছে কেন?

     ক) ব্যবসায় প্রসারের জন্য

     খ) লেনদেনকে আর্থিক রূপ দেওয়ার জন্য

     গ) অধিক মুনাফা অর্জনের জন্য

     ঘ) অপচয় হ্রাস করার জন্য

৪১।  ‘সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাববিজ্ঞান বলা হয়।

’ উক্তিটির প্রবক্তা কে?

     ক) আর এন কার্টার   খ) মনীষী গর্ডন শিলিংলো

     গ) অধ্যাপক জে বেটি ঘ) ফ্রান্সিস ডাব্লিউ প্রিক্সলি

৪২।  বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য সরবরাহ করে থাকে। এ প্রেক্ষিতে হিসাববিজ্ঞানকে কী বলে আখ্যায়িত করা যায়?

     ক) বিজ্ঞানাগার

     খ) মূল্যের পরিমাপক

     গ) তথ্যভাণ্ডার

     ঘ) অর্থের সূচক

৪৩।  হিসাববিজ্ঞান কী?         

     ক) কলা    

     খ) বিশুদ্ধ বিজ্ঞান

     গ) কলা ও বিজ্ঞান উভয়ই    ঘ) আচরণগত বিজ্ঞান

৪৪।  আর্থিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কত সালে?

     ক) ১৮০০    খ) ১৮৪০    গ) ১৯০০    ঘ) ১৯২৫

৪৫।  হিসাবরক্ষণের অন্যতম কাজ কী?

     ক) লেনদেন লিপিবদ্ধকরণ     খ) গাণিতিক শুদ্ধতা যাচাই

     গ) তুলনামূলক বিশ্লেষণ ঘ) অনুপাত বিশ্লেষণ

৪৬। হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?

     ক) ২ ভাগে   খ) ৩ ভাগে   গ) ৪ ভাগে   ঘ) ৫ ভাগে

৪৭।  ‘Summa De Arithmetica, Geometria, Proportioniet Proportionalita’ গ্রন্থের রচয়িতা কে?

     ক) এল সি ক্রুপার    খ) এ ডাব্লিউ জনসন

     গ) লুকা প্যাসিওলি    ঘ) আর এন কার্টার

৪৮।  ICAB-এর পূর্ণরূপ কী?

     ক) The Institute of Chartered Accountants of Bangladesh

     খ) The Institute of Cost Accountants of Bangladesh

     গ) The Institute of Certified Accountants of Bangladesh

     ঘ) The Information of Chartered Accountants of Bangladesh

৪৯। হিসাববিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত?

     ক) Accounting Information System

     খ) Financial Accounting System

     গ) Financial Information System

     ঘ) American Information System

৫০।  কারবারে মূলধন সরবরাহ করে কে?

     ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খ) অভ্যন্তরীণ নিরীক্ষক

     গ) কর্মচারীবৃন্দ

     ঘ) মালিকপক্ষ

৫১।  হিসাববিজ্ঞান বলতে আভিধানিক অর্থে কী বোঝায়?

     ক) আর্থিক লেনদেন সম্পাদন  

     খ) গণনা সম্পর্কিত বিজ্ঞান

     গ) ব্যবসায়ের পরিধি বৃদ্ধি    ঘ) প্রযুক্তির আধুনিক ব্যবহার

৫২।     AICPA-এর পূর্ণরূপ কী?

     ক) Accounting Institute of Certified Public Accountants

     খ) American Institute of Certified Public Accountants

     গ) American Information of Certified Public Accountants

     ঘ) American Institute of Certified Public Account

৫৩।  প্রাচীনকালে মানুষ কিভাবে হিসাব সংরক্ষণ করত?

     ক) একতরফা দাখিলা পদ্ধতিতে

     খ) দু’তরফা দাখিলা পদ্ধতিতে

     গ) গুহায় দাগ ও আঁচড় কেটে

     ঘ) পাতায় তুলি দিয়ে লিখে

৫৪।  প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?

     ক) চাকরি   

     খ) কৃষিকাজ

     গ) ব্যবসায়-বাণিজ্য   ঘ) ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার

৫৫।  হিসাব তথ্যের ব্যবহারকারী   

            i. পাওনাদার  

            ii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

            iii. বিনিয়োগকারী

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) ii ও iii        গ) i ও iii                     ঘ) i, ii ও iii

৫৬।  হিসাবজ্ঞানের উদ্দেশ্য হলো—  

            i. লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ  

            ii. লেনদেনের ফলাফল নির্ণয়

            iii. আর্থিক অবস্থা নিরূপণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) i ও ii                       গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫৭।  হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

     ক) বিনিয়োগকারী     খ) আয়কর কর্তৃপক্ষ

     গ) পরিচালক      

     ঘ) সরকার

৫৮।  হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে?

     ক) মালিকপক্ষ

     খ) পরিচালক

     গ) ঋণদাতা  

     ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক

৫৯।  হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক) তিন     খ) চার গ) পাঁচ     ঘ) ছয়

৬০।  ‘আর্থিক ফলাফল নির্ণয়’ হিসাববিজ্ঞানের কী?

     ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য    খ) হিসাববিজ্ঞানের আওতা

     গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা

     ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু

৬১।  হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?

     ক) লেনদেন লিখে রাখা খ) ব্যয় নির্ণয় করা

     গ) আয় নির্ণয় করা    ঘ) আর্থিক ফলাফল নির্ণয় করা

৬২।  আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ করার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে কী বলে?

     ক) কলাবিদ্যা 

     খ) হিসাববিজ্ঞান

     গ) নীতিশাস্ত্র  

     ঘ) অর্থায়ন গ্রন্থ

৬৩।  কে সর্বপ্রথম হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন?

     ক) লুকা প্যাসিওলি    খ) এ ডাব্লিউ জনসন

     গ) এলসি ত্রুপার    

     ঘ) আর এন কার্টার

৬৪।  মানবসভ্যতার শুরু থেকে ১৪৯৪ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?

     ক) আদি যুগ 

     খ) লৌহ যুগ

     গ) নব্য যুগ  

     ঘ) অন্ধকার যুগ

৬৫।  Book-keeping বলতে কী বোঝায়?

     ক) তথ্য বিশ্লেষণ    

     খ) লেনদেন লিপিবদ্ধকরণ

     গ) হিসাবের বই সংরক্ষণ     ঘ) হিসাবের প্রতিবেদন প্রকাশ

৬৬।     ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়?

     ক) ১৯৭৭   

     খ) ১৯৭৪   

     গ) ১৯৭২   

     ঘ) ১৯৭৫

৬৭।  হিসাববিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি?

     ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান

     খ) আর্থিক হিসাববিজ্ঞান

     গ) মূল্যস্ফীতি হিসাববিজ্ঞান    ঘ) মানবসম্পদ হিসাববিজ্ঞান

৬৮।  এ ডাব্লিউ জনসন কী ছিলেন?

     ক) দার্শনিক  

     খ) হিসাববিজ্ঞানী

     গ) পদার্থবিজ্ঞানী    

     ঘ) গণিতশাস্ত্র বিশারদ

৬৯।  মুদ্রা যুগে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবস্থা না থাকায় মানুষ ব্যবসায় সংক্রান্ত নানা তথ্য পশুর চামড়ায় লিখে রাখত। মুদ্রা যুগের হিসাবরক্ষণের এ পদ্ধতিটি বর্তমানে কী নামে পরিচিত?

     ক) একতরফা দাখিলা পদ্ধতি  

     খ) ভুল সংশোধনী পদ্ধতি

     গ) দু’তরফা দাখিলা পদ্ধতি   ঘ) রক্ষণশীল হিসাব নীতি ব্যবস্থা

৭০।  কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়?   

     ক) ব্যবস্থাপনা 

     খ) ব্যবসায় উদ্যোগ

     গ) হিসাববিজ্ঞান

     ঘ) অর্থনীতি

৭১।  লুকা প্যাসিওলি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

     ক) জুলু     খ) মাউরি    গ) টোডা    ঘ) ফ্রানসিস

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ ৪১. ঘ ৪২. গ ৪৩. গ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. ঘ ৫১. খ ৫২. খ ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ঘ ৫৭. গ ৫৮. গ ৫৯. খ ৬০. ক ৬১. ঘ ৬২. খ ৬৩. ক ৬৪. ক ৬৫. গ ৬৬. ঘ ৬৭. ঘ ৬৮. খ ৬৯. ক ৭০. গ ৭১. ঘ

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ