ব হু নি র্বা চ নী প্র শ্ন
কবিতা
ঝর্ণার গান
সত্যেন্দ্রনাথ দত্ত
১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) নিমতলী খ) চুরুলিয়া
গ) রাজবল্লভহাট
ঘ) নিমতা
২। ‘কূজন’ শব্দের অর্থ কী?
ক) কয়েকজন খ) পাখি
গ) কলরব ঘ) কুড়িগ্রাম
৩। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কোন শহরে?
ক) ঢাকায় খ) কলকাতায়
গ) বিহার ঘ) দিল্লিতে
৪। অক্ষয়কুমার দত্ত ছিলেন—
ক) শিক্ষক খ) প্রকৃতিপ্রেমী
গ) কর্মকর্তা
ঘ) বিশিষ্ট প্রাবন্ধিক
৫। ‘সন্ধিক্ষণ’ কাব্যগ্রন্থটি রচনা করেন—
ক) শামসুর রাহমান খ) ফররুখ আহমদ
গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৬। ঝর্ণার উৎপত্তি স্থল—
ক) নদী খ) পাহাড়
গ) সাগর ঘ) জঙ্গল
৭। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৮৩ খ) ১৮৭২
গ) ১৮৮২ ঘ) ১৯৮২
৮। কখন পাখির ডাক শোনা যায় না?
ক) রাতে
খ) নির্জন দুপুরে
গ) সকালে
ঘ) বিকেলে
৯। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে পরলোকগমন করেন?
ক) এক চল্লিশ বছর খ) চল্লিশ বছর
গ) পঞ্চাশ বছর
ঘ) ষাট বছর
১০। সত্যেন্দ্রনাথ দত্তের অনূদিত কাব্যগ্রন্থের নাম—
ক) বেনু ও বীণা
খ) কুহু ও কেকা
গ) তীর্থরেণু ঘ) সবিতা
১১। ‘চন্দ্রমা’ শব্দের আভিধানিক অর্থ—
ক) চাঁদের আলো
খ) চাঁদের মা
গ) চাঁদ-সূর্য
ঘ) চাঁদ-তারকা
১২। ‘হিম’ শব্দের আভিধানিক অর্থ—
ক) হিমালয় খ) বরফ
গ) পাথর ঘ) মেঘ
১৩। ‘বর্ষার গান’ কবিতায় ‘শুক’ বলতে কী বোঝায়?
ক) মাছ খ) পাখি
গ) টিয়ে পাখি
ঘ) ময়না পাখি
১৪। সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত?
ক) যাযাবর খ) ছন্দের কবি
গ) ছন্দের জাদুকর ঘ) গীতিকবি
১৫। ‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ—
ক) সাগর খ) নদী
গ) পানির নালা
ঘ) পাহাড়ে সৃষ্ট জলধারা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ।
মন্তব্য