kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সপ্তম শ্রেণি ► বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেসপ্তম শ্রেণি ► বিজ্ঞান

জ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

নবম অধ্যায়

তাপ ও তাপমাত্রা

 

১।        তাপ কী?

            উত্তর : তাপ এক ধরনের শক্তি, যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জন্মায়।

 

২।        তাপ সঞ্চালন কী?

            উত্তর : তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তন হলো তাপ সঞ্চালন।

 

৩।        তাপ বিকিরণ কী?

            উত্তর : যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে উত্তর বস্তু থেকে শীতলতম বস্তুতে সঞ্চালিত হয় তাই বিকিরণ।

 

৪।        তাপমাত্রা কী?

            উত্তর : কোনো কিছুুু কতটুকু গরম বা ঠাণ্ডা লাগছে তা প্রকাশ করার মাত্রা হলো তাপমাত্রা।

 

৫।        মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

            উত্তর : মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা হলো ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট।

 

৬।       তাপের প্রধান উৎস কী?

            উত্তর : তাপের প্রধান উৎস সূর্য।

 

৭।        কঠিন পদার্থে তাপের প্রভাব কী?

            উত্তর : তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ তরল ও বায়বীয় পদার্থের তুলনায় কম।

 

৮। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?

            উত্তর : তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার।

 

৯।        সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

            উত্তর : সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০০ সেলসিয়াস।

 

১০। পারদ থার্মোমিটার কাকে বলে?

            উত্তর : যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়, তাকে পারদ থার্মোমিটার বলে।

 

১১।      তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারণ কোন পদার্থের?

            উত্তর : তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারণ হয় কঠিন পদার্থের।

 

১২।      তাপের একক কী?

            উত্তর : তাপের একক ক্যালরি বা জুল।

 

১৩।      স্থিরাঙ্ক কী?

            উত্তর : তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারের আদর্শ মানকে স্থিরাঙ্ক বলে।

 

১৪। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?

            উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে।

১৫। নিম্ন স্থিরাঙ্ক কী?

            উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, তাই নিম্ন স্থিরাঙ্ক।

 

১৬। শোষক কী?

            উত্তর : যেসব পদার্থ তাপশক্তি বা আলো ইত্যাদি শোষণ করে তাকে শোষক বলে।

 

১৭। সেলসিয়াস স্কেল কী?

            উত্তর : যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে ০ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ১০০ ডিগ্রি ধরা হয়, তাই সেলসিয়াস স্কেল।

 

১৮। Centi অর্থ কী

            উত্তর : Centi অর্থ শতাংশ।

 

১৯। উষ্ণতা কী?

            উত্তর : কতটুকু ঠাণ্ডা বা গরম লাগছে, তা প্রকাশ করার মাত্রাকে উষ্ণতা বলে।

 

২০। আর্দ্রতা কী?

            উত্তর : কোনো স্থানের বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে, তাকে ওই স্থানের বায়ুর আর্দ্রতা বলে।

 

২১। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কী দ্বারা প্রকাশ করা হয়?

      উত্তর : বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা দ্বারা প্রকাশ করা হয়।

 

২২। তাপ সঞ্চালন প্রক্রিয়া কত প্রকার।

            উত্তর : তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার।

 

২৩। কোন থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়?

            উত্তর : পারদ থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়।

 

২৪।     বায়ুচাপ কী?

            উত্তর : একক ক্ষেত্রফলের ওপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ।

 

২৫। বায়ু কোন দিকে চাপ দেয়?

            উত্তর : বায়ু সব দিকে সমানভাবে চাপ দেয়।

 

২৬। কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়?

            উত্তর : বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।

 

২৭। বিকিরক কী?

            উত্তর : যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাকেই বিকিরক বলে।

 

২৮। সূর্য থেকে তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে?

            উত্তর : সূর্য থেকে তাপ বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে।

 

২৯। উত্তপ্ত বস্তু কোন পদ্ধতিতে তাপ নির্গত করে?

উত্তর : উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে।

মন্তব্যসাতদিনের সেরা