ব হু নি র্বা চ নী প্র শ্ন
তৃতীয় অধ্যায়
নগদ প্রবাহ বিবরণী
[গতকালের পর]
১১। লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু, ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহ বিবরণী কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হয়?
ক) পরিচালনসংক্রান্ত কার্যক্রম
খ) বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম
গ) অর্থায়ন কার্যক্রম ঘ) আয়-ব্যয় সংক্রান্ত কার্যক্রম
১২। বিনিয়োগসংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক) শেয়ার ইস্যু খ) অগ্রিম খরচের হ্রাস
গ) অন্য কম্পানির শেয়ার ক্রয়
ঘ) লভ্যাংশ পরিশোধ
১৩। পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ৪৫,০০০ টাকা।
স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৯,০০০ টাকা হলে মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ৬৪,৫০০ টাকা খ) ২৫,৫০০ টাকা
গ) ২৩,০০০ টাকা ঘ) ৩,৫০০ টাকা
১৪। পরিচালন কার্যক্রমের উদাহরণ হচ্ছে—
i. অবচয় ধার্য
ii. প্রাপ্য হিসাব বৃদ্ধি
iii. যন্ত্রপতি ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও :
২০১৯ সালের আর্থিক বছরের প্লাবন লিমিটেডের নিট লাভ ২,০০,০০০ টাকা। উক্ত বছরের বলকবজা বিক্রয় করে ৫০,০০০ টাকা পাওয়া যায়; পক্ষান্তরে ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করা হয়েছে। এ ছাড়া নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য শেয়ারের বিপরীতে ৫০,০০০ টাকা মূল্যের ভূমি ক্রয় করা হয়েছে।
১৫। বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ১০,০০০ টাকা খ) ৪০,০০০ টাকা
গ) ৫০,০০০ টাকা ঘ) ৯০,০০০ টাকা
১৬। শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় না করে নগদ টাকায় ক্রয় করলে এর প্রভাবে—
i. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহের পরিমাণ হ্রাস পাবে
ii. বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
iii. ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ।